এসএসসি বাংলা দ্বিতীয়পত্র সাজেশন ২০২৫ (সকল বোর্ড)






১. অনুচ্ছেদ লিখ {যে কোনো একটি} 

অনুচ্ছেদের নাম

যে বোর্ডের জন্য অধিক গুরুত্বপূর্ণ

ক. বইমেলা

দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, সিলেট

খ. স্বাধীনতা দিবস

ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট

গ. আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস

ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট

ঘ. বৈশাখি মেলা

ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট

ঙ. মোবাইল ফোন

ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, সিলেট

চ. জাতীয় পতাকা

দিনাজপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, সিলেট

ছ. কম্পিউটার

ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট

জ. বাংলা নববর্ষ

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ঝ. বিশ্ববিদ্যালয়

সকল ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে


২. সারাংশ বা সারমর্ম লিখ {যে কোনো একটি}

সারমর্ম

যে বোর্ডের জন্য অধিক গুরুত্বপূর্ণ

ক. আসিতেছে শুভ দিন … … … আসে নব উত্থান

কুমিল্লা ও চট্টগ্রাম ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।

খ. বসুমতি তুমি এতই কৃপণা … … … তাহে নিতান্তই ছাড়ে

রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর বোর্ডের জন্য পড়তে হবে।

গ. এসেছে নতুন শিশু … … … এ আমার দৃঢ় অঙ্গীকার

রাজশাহী ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ঘ. ওরে নবীন ওরে আমার কাঁচা … … … আয়রে আমার কাঁচা

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ঙ. দৈন্য যদি আসে আসুক … … … উর্ধ্বে দু হাত বাড়াস

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

চ. নিখিলের এত শোভা … … … শুধু প্রেম ভালোবাসাবাসি

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ছ. শৈশবে সদুপদেশ … … … তরী না আসিলে ফিরে

সকল বোর্ডের জন্য পড়তে হবে।



সারাংশ

যে বোর্ডের জন্য অধিক গুরুত্বপূর্ণ

ক. সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

খ. মহাসমুদ্রের শত বছরের কল্লোল কেহ যদি

সকল বোর্ডের জন্য পড়তে হবে।

গ. মাতৃস্নেহের তুলনা নেই

যশোর ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ঘ. অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময়

ঢাকা, বরিশাল ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।

ঙ. মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব

কুমিল্লা ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।

চ. তুমি বসন্তের কোকিল

ঢাকা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, যশোর, সিলেট।

ছ. অভ্যাস ভয়ানক জিনিস

রাজশাহী ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।



৩. যে কোনো একটি বিষয়ে পত্র লিখ:

ব্যক্তিগত পত্র:

ক. ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখ। {ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, যশোর বোর্ডের জন্য পড়তে হবে।}

খ. পাঠাগারে বইপড়ার উপকারিতা জানিয়ে ভাইয়ের কাছে পত্র। {রাজশাহী, ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

গ. শিক্ষাসফরের গুরুত্ব জানিয়ে ভাই/বন্ধুর কাছে পত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঘ. এসএসসি পরীক্ষার পর দিনগুলি কীভাবে কাটাবে জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখ। {ঢাকা ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

আবেদন পত্র:

ক. তোমার বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

খ. তোমার এলাকায়/বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য পৌরসভার চেয়ারম্যান/ প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখ। {চট্টগ্রাম, যশোর ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

গ. অসুস্থতা জনিত কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে না পারায় প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখ। {বরিশাল ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঘ. সহকারী শিক্ষক (বাংলা) পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

সংবাদপত্রে প্রকাশের চিঠি:

ক. তোমার এলাকায় রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

খ. সড়ক দূর্ঘটনার কারণ উল্লেখ করে তার প্রতিকার পূর্বক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লিখ। {ঢাকা, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

গ. তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লিখ। {সিলেট ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঘ. বৃক্ষসপ্তাহ পালন উপলক্ষে মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঙ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরির জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি পত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

মানপত্র/আমন্ত্রণপত্র:

ক. এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি মানপত্র লিখ। {বরিশাল ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

খ. তোমার স্কুলে নববর্ষ/রবীন্দ্রজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র লিখ। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}


৪. ভাব-সম্প্রসারণ:

ক.

দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য। {রাজশাহী, কুমিল্লা ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

খ.

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। {চট্টগ্রাম, ময়মনসিংহ ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

গ.

গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। {দিনাজপুর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, সিলেট বোর্ডের জন্য পড়তে হবে।}

ঘ.

মেঘ দেখে কেউ করিসনে ভয়। {সিলেট ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঙ.

প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না। {রাজশাহী ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

চ.

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। {কুমিল্লা ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ছ.

অন্যায় যে করে অন্যায় যে সহে। {বরিশাল, দিনাজপুর সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

জ.

বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় নি। {দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট পড়তে হবে}



৫. প্রতিবেদন রচনা:

ক. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

খ. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। {চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

গ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। {সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

ঘ. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো।

ঙ. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো। {ময়মনসিংহ, দিনাজপুর ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

৬. প্রবন্ধ রচনা লিখ:

ক.

বাংলাদেশের উৎসব। {ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ}

খ.

বাংলাদেশের পর্যটন শিল্প। {ঢাকা, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, সিলেট}

গ.

কৃষিকাজে বিজ্ঞান। {ঢাকা, সিলেট, কুমিল্লা}

ঘ.

সময়ানুবর্তিতা। {ঢাকা, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট}

ঙ.

মাদকাসক্তি ও তার প্রতিকার। {দিনাজপুর, চট্টগ্রাম, যশোর, কুমিল্লা}

চ.

প্রাকৃতিক বিপর্যয়। {ঢাকা, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, যশোর, ময়মনসিংহ, সিলেট}

ছ.

ভাষা আন্দোলন। {ময়মনসিংহ ব্যতীত সকল বোর্ডের জন্য পড়তে হবে।}

জ.

অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ।


সাজেশনটির Download link here

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন