গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নানা সেক্টরে পরিবর্তনে হাওয়া কিংবা উল্লেখযোগ্য রদ বদল লক্ষণীয়। এই রদ বদলে বাদ পড়েনি শিক্ষা ব্যবস্থাও। যদিও বছর তিনেক আগে শুরু হওয়া নতুন যোগ্যতা ভিত্তিক কারিকুলাম বেশ ঘটা করে শুরু হলেও সরকার পরির্বতনের সাথে সেখানেও ভাটা পড়েছে। গত কারিকুলাম নিয়ে অভিভাবক মহলসহ নানা মহলে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ফলে ২০২৫ খ্রি. শিক্ষার্থীরা নতুন কারিকুলামের পর আবার ফিরে পাচ্ছে তাদের পূর্ববর্তী কারিকুলাম বা সৃজনশীল শিক্ষাপদ্ধতি। যদি কিঞ্চিৎ পরিবর্তন এবার লক্ষ্য করা যাবে দশম শ্রেণির এই কারিকুলামে কিন্তু নবম শ্রেণিতে আসবে আমূল পরিবর্তন। যেহেতু, নবম শ্রেণিতে শিক্ষার্থীদের কোনো গ্রুপ বিভাজন ছিল না আর নতুন কারিকুলামে ছিল তাই এ বছরের ক্ষতি কাটিয়ে উঠতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনবিন্যাসকৃত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নিচের লিংকের প্রবেশ করে সিলোবসটি সংগ্রহ করুন।