সেপ্টেম্বর; সাধারণ জ্ঞান; বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক; কারেন্ট অ্যাফেয়ার্স

 





১. ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 

ক. ৩ আগস্ট,  ২০২৪ খ. ৪ আগস্ট,  ২০২৪

গ. ৫ আগস্ট,  ২০২৪    ঘ. ৬ আগস্ট,  ২০২৪

২. ৮ আগস্ট,  ২০২৪ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক. ড. আসিফ নজরুল খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

গ. মো: সাহাবুদ্দিন ঘ. ড. মুহাম্মদ ইউনুস

৩. বর্তমানে দেশের নদী বন্দর কতটি?

ক. ৪৬ খ. ৪৮ গ. ৪৯ ঘ. ৫০ 

৪. দেশের ৫০ তম নদী বন্দর কোনটি?

ক. রাজশাহী নদী বন্দর

খ. মোহনগঞ্জ নদী বন্দর, নেত্রকণা

গ. ভোলাগঞ্জ নদী বন্দর, সিলেট  

ঘ. সুলতানগঞ্জ নদী বন্দর, রাজশাহী

৫. ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

ক. ৪২ খ. ৪৩ গ. ৪৪ ঘ. ৪৫

৬. দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল?

ক. আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

খ. বাংলাদেশ সুপ্রিম পার্টি   (বিএসপি)

গ. ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ঘ. তৃণমূল বিএনপি

৭. বাংলাদেশ ব্যাংক গর্ভনর পদের বয়সসীমা কত?

ক. ৬২ বছর খ. ৬৫ বছর গ. ৬৭ বছর ঘ. বয়সসীমা নেই 

৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

ক.  রেহমান সোবাহান খ.  বদিউল আলম মজুমদার

গ.  আহসান এইচ মনসুর    ঘ.  মোস্তাক হোসেন খান

৯.  দেশের ২৫ তম প্রধান বিচারপতি কে?

ক.  বিচারপতি ইনায়েতুর রহিম

খ.  বিচারপতি আবু জাফর সিদ্দিকী

গ.  বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ঘ. বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম

১০.  থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?

ক.  পিটকা সুকাসাওয়াত     খ. আনন্দ পানিরচুন

গ. ইংলাক সিনাওয়াত্রা ঘ. পেতংতার্ন সিনাওয়াত্রা

১১.  বিশ্বের কোন দেশে প্রথম এ আই হাসপাতাল চালু হয়?

ক.  চীন                    খ.  ফ্রান্স

গ.  যুক্তরাষ্ট্র             ঘ.  রাশিয়া

১২. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে?

ক. সারাহ পলিন খ.  হিলারি ক্লিন্টন

গ. কমলা হ্যারিস    ঘ. মেডেলীন আলব্রাইট

১৩. ২৩ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID র  সদস্য পদ লাভ করে?

ক.  চীন খ.  ভেনিজুয়েলা

গ.  নিরক্ষীয় গিনি    ঘ.  হন্ডুরাস

১৪.  স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি?

ক.  ১২১ টি খ.  ১২২টি

গ.  ১২৩টি            ঘ.  ১২৪টি

১৫.  আগস্ট ২০২৪ কোন দেশ PCA ১২৩ তম সদস্য পদ লাভ করে?

ক.  জিবুতি খ. আফগানিস্তান

গ.  মঙ্গোলিয়া ঘ.  ভানায়াতু

১৬. Lioyd’s List এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডেলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি?

ক.  সিঙ্গাপুর বন্দর

খ.  সাংহাই বন্দর, চীন

গ.  বুসান বন্দর, দক্ষিণ কোরিয়া

ঘ.  নিংবো জংশন বন্দর, চীন

১৭.  Lioyd’s List এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডেলিং এর বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত?

ক. ৫৮ তম খ. ৬৭ তম

গ. ৭০ তম ঘ. ৭৬ তম

১৮. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

ক.  চীন     খ.  বাংলাদেশ গ. ভিয়েতনাম ঘ.  ভারত

১৯.  একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

ক.  প্রথম খ.  দ্বিতীয়

গ.  তৃতীয় ঘ.  চতুর্থ

২০. একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক.  যুক্তরাষ্ট্র         খ. জাপান

গ. যুক্তরাজ্য ঘ. হংকং

২১. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

ক.  তুরস্ক খ.  যুক্তরাষ্ট্র

গ.  ভারত ঘ.  চীন

২২. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র         খ. ভিয়েতনাম

গ. চীন ঘ. বাংলাদেশ

২৩. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত তম?

ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ     ঘ. ৫ম

২৪. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে?

ক. ১৪-৩০ জুন ২০২৮ খ. ১৪-৩০ জুলাই ২০২৮

গ. ১৪-৩০ আগস্ট ২০২৮     ঘ. ১৪-৩০ সেপ্টেম্বর ২০২৮

২৫. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

ক. বেইজিং (চীন)             খ. সিউল (দ. কোরিয়া)

গ. লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)     ঘ. ব্রিসবেন (অষ্ট্রেলিয়া)




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন