১. ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?
ক. ৩ আগস্ট, ২০২৪ খ. ৪ আগস্ট, ২০২৪
গ. ৫ আগস্ট, ২০২৪√ ঘ. ৬ আগস্ট, ২০২৪
২. ৮ আগস্ট, ২০২৪ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. ড. আসিফ নজরুল খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ
গ. মো: সাহাবুদ্দিন ঘ. ড. মুহাম্মদ ইউনুস√
৩. বর্তমানে দেশের নদী বন্দর কতটি?
ক. ৪৬ খ. ৪৮ গ. ৪৯ ঘ. ৫০ √
৪. দেশের ৫০ তম নদী বন্দর কোনটি?
ক. রাজশাহী নদী বন্দর
খ. মোহনগঞ্জ নদী বন্দর, নেত্রকণা
গ. ভোলাগঞ্জ নদী বন্দর, সিলেট √
ঘ. সুলতানগঞ্জ নদী বন্দর, রাজশাহী
৫. ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক. ৪২ খ. ৪৩ গ. ৪৪ ঘ. ৪৫√
৬. দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল?
ক. আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)√
খ. বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
গ. ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ঘ. তৃণমূল বিএনপি
৭. বাংলাদেশ ব্যাংক গর্ভনর পদের বয়সসীমা কত?
ক. ৬২ বছর খ. ৬৫ বছর গ. ৬৭ বছর ঘ. বয়সসীমা নেই √
৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
ক. রেহমান সোবাহান খ. বদিউল আলম মজুমদার
গ. আহসান এইচ মনসুর√ ঘ. মোস্তাক হোসেন খান
৯. দেশের ২৫ তম প্রধান বিচারপতি কে?
ক. বিচারপতি ইনায়েতুর রহিম
খ. বিচারপতি আবু জাফর সিদ্দিকী
গ. বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ√
ঘ. বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম
১০. থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. পিটকা সুকাসাওয়াত খ. আনন্দ পানিরচুন
গ. ইংলাক সিনাওয়াত্রা ঘ. পেতংতার্ন সিনাওয়াত্রা√
১১. বিশ্বের কোন দেশে প্রথম এ আই হাসপাতাল চালু হয়?
ক. চীন√ খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র ঘ. রাশিয়া
১২. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে?
ক. সারাহ পলিন খ. হিলারি ক্লিন্টন
গ. কমলা হ্যারিস√ ঘ. মেডেলীন আলব্রাইট
১৩. ২৩ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID র সদস্য পদ লাভ করে?
ক. চীন খ. ভেনিজুয়েলা
গ. নিরক্ষীয় গিনি√ ঘ. হন্ডুরাস
১৪. স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১২১ টি খ. ১২২টি
গ. ১২৩টি√ ঘ. ১২৪টি
১৫. আগস্ট ২০২৪ কোন দেশ PCA ১২৩ তম সদস্য পদ লাভ করে?
ক. জিবুতি খ. আফগানিস্তান
গ. মঙ্গোলিয়া ঘ. ভানায়াতু√
১৬. Lioyd’s List এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডেলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি?
ক. সিঙ্গাপুর বন্দর
খ. সাংহাই বন্দর, চীন √
গ. বুসান বন্দর, দক্ষিণ কোরিয়া
ঘ. নিংবো জংশন বন্দর, চীন
১৭. Lioyd’s List এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডেলিং এর বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত?
ক. ৫৮ তম খ. ৬৭ তম√
গ. ৭০ তম ঘ. ৭৬ তম
১৮. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন√ খ. বাংলাদেশ গ. ভিয়েতনাম ঘ. ভারত
১৯. একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয় √
গ. তৃতীয় ঘ. চতুর্থ
২০. একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র √ খ. জাপান
গ. যুক্তরাজ্য ঘ. হংকং
২১. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. তুরস্ক খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত ঘ. চীন √
২২. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র √ খ. ভিয়েতনাম
গ. চীন ঘ. বাংলাদেশ
২৩. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত তম?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ √ ঘ. ৫ম
২৪. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৪-৩০ জুন ২০২৮ খ. ১৪-৩০ জুলাই ২০২৮ √
গ. ১৪-৩০ আগস্ট ২০২৮ ঘ. ১৪-৩০ সেপ্টেম্বর ২০২৮
২৫. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
ক. বেইজিং (চীন) খ. সিউল (দ. কোরিয়া)
গ. লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র) √ ঘ. ব্রিসবেন (অষ্ট্রেলিয়া)