সাম্প্রতিক সাধারণ জ্ঞান, আগস্ট।।







প্রশ্ন:  বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাচর অভিভাষণ কেন্দ্র কবে চালু হয়?

উ:  ২৫ জুলাই ২০২৪

প্রশ্ন: ২০২৫ সাল থেকে দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে?

উ: জাপানিস এনকেফাইলটিসস ও  কমেট ভ্যাকসিন

প্র:  ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবি ট্রেশনের ২০২৪- ২৭ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশী?

উ:  আইনজীবী ব্যারিস্টার মঈন গনি।

প্র:  বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উ:  ৮ জুলাই ২০২৪

প্র: দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে?

উ: মাদারীপুরের শিবচরে

প্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে?

উ:  নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

প্র:: নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে ?

উ: বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়

প্র:দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে?

উ: রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্র: জেনে ভাই জাতিসংঘের দপ্তর গুলোয় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেয়া হয়?

উ: তারেক মো. আরিফুল ইসলাম

প্র: পদ্মা ব্রিজ অপারেশন এন্ড মেন্টেনেন্স কোম্পানি পি এল সি গঠনের প্রস্তাবে মন্ত্রী পরিষদ কবে অনুমোদন দেয়? 

উ: ১ জুলাই ২০২৪

প্র: বাংলাদেশ ট্রেড এন্ড টেলিফ কমিশনের সচিব পদের নাম কি হবে?

উ: পরিচালক( প্রশাসন ও অর্থ)

প্র: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন?

উ:  প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়।



আন্তর্জাতিক

প্রশ্ন: বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন স ছুটির বিধান রয়েছে?

উত্তর: ৭৮টি।

প্রশ্ন: ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: মাসুদ পেজেশকিয়ান।

প্রশ্ন: ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ?

উত্তর: ব্রাজিল।

প্রশ্ন: ৯ জুলাই ২০২৪ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কী?

উত্তর: তার্কসাত ৬এ।

প্রশ্ন: মালি-নাইজার-বুরকিনা ফাসো কনফেডারেশন কবে গঠিত হয়?

উত্তর: ৬ জুলাই ২০২৪।

প্রশ্ন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর তালিকায় স্থান পায়?

উত্তর: আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র। 

প্রশ্ন: ২৫ জুলাই ২০২৪ এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে?

উত্তর: ইন্দোনেশিয়া।

প্রশ্ন: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ২১ সেপ্টেম্বর ২০২৪।

প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কী?

উত্তর: মান্দিসা মায়া।

প্রশ্ন: কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কী? 

উত্তর: জেনারেল জেনি ক্যারিগনান।

প্রশ্ন: বিশ্বের ১৪৭টি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে?

উত্তর: ৫,৪০০ টি।

প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি? 

উত্তর: সিঙ্গাপুর সিটি।

প্রশ্নে। ২৪ জুলাই ২০২৪ টায়ারে গেইমি কোন দেশে আঘাত হানে?

উত্তর। ফিলিপাইন।

প্রশ্ন: ৯ জুলাই ২০২৪ চীন ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ মহড়ার নাম কী?

প্রশ্ন: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কে আবিষ্কার করেন? 

উত্তর: প্রকৌশলী গুরদীপ সিং পাল; ১৯৯৬ সালে।

প্রশ্ন: ইলাত বন্দর কোন দেশে অবস্থিত?

উত্তর: ইসরায়েল।

প্রশ্ন: ৭ জুলাই ২০২৪ ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট?

উত্তর: নিউ পপুলার ফ্রন্ট (১৮২টি)।

প্রশ্ন: ভেয়া দেল আমোরে' বা পাথ অব লাভ কোথায় অবস্থিত?

উত্তর: ইতালি।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে?

উত্তর: বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের।


ক্রীড়াঙ্গন


প্রশ্ন: নারী এশিয়া কাপ ২০২৪ এর ফাইনালে শ্রীলংকা-ভারত ম্যাচে কোন নারী অ্যাম্পায়ারকে দায়িত্ব

দেওয়া হয়?

উত্তর: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)। প্রশ্ন : ২০২৪ সালের

নারী টি-২০ এশিয়া কাপে প্রথম বারের মত চ্যাম্পিয়ন

হয় কোন দেশ?

উত্তর: শ্রীলংকা। প্রশ্ন: ৪৮তম কোপা আমেরিকা ২০২৪-এ

চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর: আর্জেন্টিনা (১৬ বার)।

প্রশ্ন: ২০২৪ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে? উত্তর: কার্লোস আলকারাজ (স্পেন)।

প্রশ্ন: ২০২৪ সালের উইস্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন। হয় কে? উত্তর: বারবোরা ক্রেইচিকোভা (চেক প্রজাতন্ত্র)। প্রশ্ন: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

ইউক্রেন পূর্ব ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ

২০২৪-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: স্পেন (চতুর্থবার)।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন