অষ্টাদশ প্রভাষক নিবন্ধন ইসলামের ইতিহাস সাজেশন







বড় প্রশ্ন
  • একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মহানবী (সা) কৃতিত্ব আলোচনা করুন।
  • মদিনা সনদের প্রধান প্রধান ধারা সমূহ আলোচনা করুন।
  • আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝায়? প্রাক ইসলামি যুগে আরবে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিন।
  • হযরত আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? আলোচনা করুন।
  • খলিফা ওমর শাসনকার্য আলোচনা/প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা করুন।
  • খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি পর্যালোচনা করুন।
  • জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব আলোচনা করুন।
  • বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন।
  • সম্রাট হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের বিবরণ আলোচনা করুন।
  • মুহম্মদ বিন তুঘলকের পরিকল্পনাসমূহ আলোচনা করুন।
অষ্টাদশ প্রভাষক নিবন্ধন সমাজবিজ্ঞান সাজেশন দেখুন এখানে


সংক্ষিপ্ত প্রশ্ন


  • মদিনা সনদের প্রধান ধারাগুলো লিখ।
  • খলিফা ওমর বিন আব্দুল আজিজকে ‘পঞ্চম ধর্মপ্রাণ খলিফা’ বলা হয় কেন?
  • কোন খলিফাকে “আরবের বাজপাখি” বলা হয়?
  • মুহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর এর বর্ণনা দিন।
  • ময়ূর সিংহাসনের উপর টীকা লিখুন।
  • হজ্বের তাৎপর্য বিশ্লেষণ করুন।
  • লালবাগ কেল্লা সম্পর্কে লিখুন।
  • শিয়া-সুন্নী মাযহাবের পার্থক্য লিখুন।
  • আনসার ও মুহাজেরিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
  • আকবার নামার উপর টীকা লিখুন।
  • টুরসে যুদ্ধের উপর সংক্ষেপে লিখুন।
  • হুদায়বিয়ার সন্ধিকে “ফাতহুম মুবিন” বলা হয় কেন? 
  • বাগদাদ নগরী সম্পর্কে সংক্ষেপে লিখুন।
  • হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে লিখুন।
  • সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব লিখুন।
  • মাওয়ালীদের সম্পর্কে ধারণা দিন।
  • কী কী বৈশিষ্ট্য থাকলে একটি মসজিদকে আর্দশ ও পূর্ণাঙ্গ মসজিদ বলা যায়। 
অষ্টাদশ প্রভাষক নিবন্ধন রাষ্ট্রবিজ্ঞান সাজেশন click Here


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন