১৮তম শিক্ষক নিবন্ধন সাজেশন বাংলা ভাষা ও সাহিত্য (নতুন সিলেবাস)


১৮তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২৪

বিষয়ঃ- বাংলা ভাষা ও সাহিত্য

{যে কোন তিনটি(তিন বিভাগ হতে) প্রশ্নের উত্তর দাও}

ক-বিভাগ

 

০১. ক-সেট

(ক) ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সভ্যতার মুখোশটাকে খুলে দিয়েছেন-আলোচনা করুন। {১০ম}

(খ) সভ্যতার সংকট’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করুন।

অথবা খ-সেট

(ক) বাংলার জাগরণে কারা, কী ভূমিকা পালন করেছেন? ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অবলম্বনে আলোচনা করুন।

(খ) রজাবন্দীর জবানবন্দী প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করুন। / ‘রাজবন্দীর জবানবন্দী’ বস্তুত একজন দেশপ্রেমিক রাজদ্রোহীর দলিল।’ উক্তিটি বিশ্লেষণ করুন।

অথবা

(ক) প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য কী? তুমি কী তার মত সমর্থনযোগ্য বলে মনে কর?

(খ) ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের মূলবক্তব্য আলোচনা কর।

(গ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকার মূল প্রতিপাদ্য বিষয় কী? সমস্যার স্বরূপ, কারণ ও সমাধান প্রসঙ্গে তার মতামত গুছিয়ে লিখুন।

ঘ. ‘বই কেনা’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করুন।/ 'বই কেনা' প্রবন্ধে লেখক বই কেনায় বাঙালির অনীহাকে সমালোচনা করে বই কেনার পক্ষে যে সব যুক্তি ও উদাহরণ দিয়েছেন তা লিপিবদ্ধ কর।

১৮তম প্রভাষক নিবন্ধন সাজেশন বাংলা সাহিত্য প্রবেশ করুন

খ-বিভাগ

০২. ক-সেট

(ক) ‘প্রাগৈতিহাসিক’ গল্পে আদিম জৈব প্রবৃত্তির রূপায়ণের মাধ্যমে জীবন সত্যেও যে রূপ তুলে ধরা হয়েছে তা আলোচনা করুন। {১০ম}

প্রাগৈতিহাসিক গল্পের শিল্পমূল্য আলোচনা এখানে

(খ) ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে ভিখু চরিত্র আলোচনা করুন।

অথবা খ-সেট

(ক) ছোট গল্প হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ চন্দরার চরিত্র বিশ্লেষণ করুন।

(খ) ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বৃদ্ধের জীবন ট্র্যাজেডির স্বরূপ বর্ণনা কর।

(গ) ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে বর্ণিত সমাজের আলোচনা করুন। 

অথবা গ-সেট

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুই মাচা’ গল্প অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ করুন।

(খ) বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুই মাচা’ গল্পে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি।’

১৮তম প্রভাষক নিবন্ধন সাজেশন রাষ্ট্রবিজ্ঞান দেখুন

গ-বিভাগ

০৩. ক-সেট

ক. ‘বনলতা সেন’ একটি অসামান্য আধুনিক কবিতা।

খ. ‘বনলতা সেন’ কবিতা অনুসারে কবির প্রেম ও প্রকৃতি চেতনা আলোচনা কর।

গ. 'বনলতা সেন' কবিতাটি প্রকৃতিপ্রেমের এক অপূর্ব নিদর্শন।- আলোচনা কর। অথবা, "নারী ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে 'বনলতা সেন' কবিতায়।” বিশ্লেষণ করে বুঝিয়ে দাও।

অথবা খ-সেট

ক. ‘কবর’ কবিতা অবলম্বনে বৃদ্ধ দাদুর জীবনের করুন কাহিনী বর্ণনা করুন।

খ. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী সত্তার পরিচয় দিন।

ঘ. ‘আমার পরিচয়’ কবিতা অনুসারে বাঙালির জাতিসত্তার পরিচয় বর্ণনা করুন।

০৪. ক-সেট

ক. ‘চাঁদের অমাবস্যা’ একটি অস্তিত্ববাদী উপন্যাস। আলোচনা করুন।

খ. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করুন।

গ. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের আলোকে আরেফ আলীর মনোজাগতিক ক্রিয়া-প্রতিক্রিয়া স্বরূপ বিশ্লেষণ করুন।

অথবা

ক. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের প্রেক্ষাপট আলোচনা করুন।

খ. ‘রক্তাক্ত প্রান্তর’ শিল্পমূল্য আলোচনা করুন।

নিবন্ধন পরীক্ষায় ভালো করার উপায় দেখুন এখানে

 

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন {যে কোনো তিনটি}

ক. “মানবমৈত্রীর বিশুদ্ধ পরিচয় দেখেছি ইংরেজি চরিত্রে”- সংক্ষিপ্ত বর্ণনা করুন।

খ. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ অনুসারে ইংরেজি সংভ্যতার নেতিবাচক দিক সংক্ষেপে বর্ণনা করুন।

গ. সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে”- কিভাবে ? ব্যাখ্যা কর।

ঘ. অধাঙ্গী প্রবন্ধে রোকেয়া নারী-পুরুষের অসম মানসিকতা, শিক্ষা ও বুদ্ধিগত তারতম্যের সে বিষময় পরিনাম প্রদর্শন করেছেন তার পরিচয় দাও।

ঙ. অর্ধাঙ্গী প্রবন্ধ অবলম্বনে নারীর পশ্চাৎপদতার কারণ সমূহ লেখ।

চ. নারীদের 'মানসিক দাসত্ব' বলতে রোকেয়া সাখাওয়াত কি বোঝাতে চেয়েছেন?

ছ. স্ত্রী - শিক্ষার অভাব নারীসমাজের অধঃপতনের কারণ "- উক্তিটির যথার্থতা বিচার করা।

জ. রাজবন্দীর জবানবন্দীর লেখক কেন বলেছেন যে, "আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্ম গ্রহণ করেছি।" ক্যাখ্যা কর,

ঝ. দোষ আমারও নয়, আমার বাপার ও নয়, দেখে তার যিনি আমার কন্ঠে তাঁর বীনা বাজান।"- ব্যাখ্যা কর।

ঞ." আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।" ব্যাখ্যা কর।

ট. বাংলার জাগরণ' বিষয়ে কাজী আবদুল ওদুদের পরামর্শ ও পর্যবেক্ষণের মুক্তিসঙ্গতা পর্যালোচনা কর।

ঠ. “ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রা করতে- মানুষকে বিকশিত করতে নয়”- বলতে কী বুঝানো হয়েছে?

ড. “সংস্কৃতির কথা" প্রবন্ধে লেখক সংস্কৃতি বলতে কী বুঝিয়েছেন?

ঢ. সংস্কৃতি মানে সুন্দরভাবে বাঁচা, মহৎভাবে বাঁচা। আলোচনা কর। 

ণ. “দশের মধ্যে এক হও, এগারো হয়ো না”- ব্যাখ্যা করুন।

ত. “সংস্কার মুক্তি ছাড়াও সংস্কৃতি হতে পারে, কিন্তু মূল্যবোধ ছাড়া সংস্কৃতি অসম্ভব”- বলতে কী বুঝানো হয়েছে?

থ. “যেখানে ফ্রি থিকিং নাই, সেখানে কালচার নাই”- বলতে কী বুঝানো হয়েছে?

দ. সেইদিন হইতে বাঙালা ভাষার শ্রীবৃদ্ধি ঘটিল- ব্যাখ্যা করুন।

ধ. জ্ঞানে মনুষ্যমাত্রেরই তুল্যাধিকার- ব্যাখ্যা করুন।

ছোটগল্পের অংশ

ক. ভিখু ভয়ানক কষ্টের দিনগুলি বর্ণনা করুন। {প্রাগৈতিহাসিক}

খ. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখুর বেঁচে থাকার সংগ্রামকে চিহ্নিত করুন? {প্রাগৈতিহাসিক}

গ. সেই রাত্রি হইতে ভিখুর আদিম, অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হইল/‘ভিক্ষায়ং নৈব নৈব চ’ ব্যাখ্যা করুন। {প্রাগৈতিহাসিক}

ঘ. নারীসঙ্গীহীন নিরুৎসব জীবন ভিখুর ভালো লাগে না কেন? {প্রাগৈতিহাসিক}

ঙ. ‘প্রাগৈতিহাসিক’ কী ধরণের ছোট গল্প? {প্রাগৈতিহাসিক}

চ. রাধার পরিচয় দিন। {শাস্তি}

ছ. রাধা এবং চন্দরার ঝগড়ার পূর্ব লক্ষণগুলো বর্ণনা করুন। {শাস্তি}

জ. মরণ- ব্যাখ্যা করুন। {শাস্তি}

ঝ. ‍ইনাম/ফেকু/সুহাসের সংক্ষিপ্ত পরিচয় দিন। {আত্মজা ও একটি করবী গাছ}

ঞ. ‘আত্মজা ও একটি করবী’ গাছ গল্পে বৃদ্ধা তার আত্মজা তথা কন্যাকে করবী গাছের সাথে তুলনা করেছেন কেন? {আত্মজা ও একটি করবী গাছ}

ট. ইনাম রেডিওটা বন্ধ করতে বলে কেন? {আত্মজা ও একটি করবী গাছ}

ঠ. সুহাসের ভয় পাওয়ার কারণ লিপিবদ্ধ করুন। {আত্মজা ও একটি করবী গাছ}

ড. ইনামের প্রতি দুইবন্ধুর স্বার্থপরতা লিপিবদ্ধ করুন। {আত্মজা ও একটি করবী গাছ}

ঞ. বৃদ্ধের আলাপচারিতার পরিচয় দিন।{আত্মজা ও একটি করবী গাছ}

ট. এমদাদের/সুফী সাহেবের/হুযুর কেবলার সংক্ষিপ্ত পরিচয় দিন। {হুযুর কেবলা}

ঠ. “সে মনে মনে বুঝিল, কলিযুগেও দুনিয়ায় ধর্ম আছে”- ব্যাখ্যা করুন। {হুযুর কেবলা}

ড. “ পোড়া চোখে পানি কোনোমতেউ আসিল না।”- বলতে কী বুঝানো হয়েছে? {হুযুর কেবলা}

ঢ. মুসলামানদের জন্য দুনিয়ার ধন-দৌলত হারাম। ব্যাখ্যা করুন। {হুযুর কেবলা}

ণ. “ মেয়েলোকের বুদ্ধি-শুদ্ধি বড় কম, তারা নাকেস-আকেল।” ব্যাখ্যা করুন। {হুযুর কেবলা}

ট. আফাজ আলীর সংক্ষিপ্ত পরিচয় দিন। {রেইনকোট}

ঠ. মিস্ক্রিয়ান্ট কারা? {রেইনকোট}

ড. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? {রেইনকোট}

পুইঁমাচা গল্পের আলোচনা প্রথম খণ্ড দেখুন

কবিতাংশ

ক. জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।

খ. বনলতা সেন কবিতা অনুসারে প্রেম ও প্রকৃতির বর্ণনা দিন।

গ. ঐকতান বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করুন।

ঘ. ঐকতান কবিতায় কবি কোন সত্যকে কামনা করেছেন? ব্যাখ্যা করুন।

ঙ. কবি কেন সর্বত্র প্রবেশের দ্বার পান নি? ‘ঐকতান’ কবিতার আলোকে ব্যাখ্যা করুন।

চ. কবি কেন ভৃগু হয়ে ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিতে চান?

ছ. কবি নজরুলের দ্রোহ কখন থামবে? ব্যাখ্যা করুন।

জ. জয় বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে কেন?

ঝ. “আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

ঞ. সোনালি কাবিন কবিতা অবলম্বনে কবি আল মাহমুদের ইতিহাস চেতনা স্বরূপ আলোচনা করুন।

ট. সোনালি কাবিন কবিতায় কবি চর্যাপদের কোন বিষয়বস্তু তুলে ধরেছেন?

ঠ. “ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনবো না”। এখানে কবির কোন ভাবনা প্রকাশ পেয়েছে?

ড. ‘আত্মবিলাপ’ কবিতায় কবির জীবনবোধের কী পরিচয় পাওয়া যায়।

ঢ. ‘আত্মবিলাপ’ কবিতায় কবি ‘আশার ছলনে ভুলে কী উপলব্ধি করেছেন তার স্বরূপ আলোচনা করুন।

ণ. ‘আত্মবিলাপ’ কবিতায় কবির অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা তাঁর জীবনের কী পরিণতি ঘটিয়েছে?

৪. ব্যাখ্যা লিখুনঃ-

প্রবন্ধ অংশঃ-

১.        মানুষের মধ্যে যাকিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কুপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। {সভ্যতার সংকট}

২.        বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামন্যতা নির্ধারিত হওয়া উচিত। {বাঙ্গালা ভাষা}

৩.        যত মত তত পথ। {বাঙালা ভাষা}

৪.        জ্ঞানে মনুষ্য মাত্রেরই তুল্যাধিকার। {বাঙ্গালা ভাষা}

৫.        প্রেমের তাগিদে বিচিত্র জীবনধারায় যে স্নাত হয় নি সে তো অসংস্কৃত।{সংস্কৃতির কথা}

৬.       প্রথম বয়সে রসের অতিমাত্রায় চর্চা করলে শেষ বয়সে জীবন তিতো হয়ে ওঠে। {সংস্কৃতির কথা}

৭.        সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয়। {সাহিত্যে খেলা}

৮.       শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খরবকে জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। {সাহিত্যে খেলা}

৯.        আমি ভগবানের হাতের বীণা। বীণা ভাঙলে ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে?। {রাজবন্দীর জবানবন্দী}

১০. সাহিত্যে মানাবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। {সাহিত্যে খেলা}

১১. সাহিত্যে ছেলে হাতের মোয়াও নয়, গুরুর হাতের বেতও নয়। {সাহিত্যে খেলা}

১০.      প্রভুদের বিদ্যার গতিসীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচারচর বোধেদয় পর্যন্ত। {অর্ধাঙ্গী}

গল্প অংশ

১১.       মরণ {শাস্তি}

১২.      সে মনে বুঝিল কলি যুগেও ধর্ম আছে। {হুযুর কেবলা}

১৩.      ইহার চেয়ে তোমার কলব ফাটিয়া যাইবে। {হুযুর কেবলা}

১৪.      দাম চড়িল সব জিনিসের কমিল কেবল মানুষের। {নতুন জন্ম}

১৫.      লেখাপড়া নাইবা জানলে, জজ ব্যরিস্টার না হলে কি মানুষ হওয়া যায় না। {নতুন জন্ম}

১৬.      দুইজনে ভোরেরর প্রতীক্ষা করে। {নতুনজন্ম}

১৭.      ওরা মানুষ কুকুর নয়। {নয়নচারা} 

১৮.      অমাবস্যার অন্ধকারে আকাশভরা তারা তখন ঝিকমিক করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। {প্রাগৈতিহাসিক}

১৯.      মরিবে না সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় সে বাঁচিবেই। {প্রাগৈতিহাসিক}

২০. বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। {শাস্তি}

২১. এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া............স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব। {শাস্তি}

কবিতার অংশ

২০.      বিম্বিসার অমোকের ধূসর জগতে--- সেখানে ছিলাম আমি; আরো দূও অন্ধকার বিদর্ভ নগরে। {বনলতা সেন}

২১.      ওই দূরবনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে------বড় সাধ আজ জাগে। {কবর}

২২.      একটি বধুর সংসার উজার করে হাহাকার...................খাঁ খাঁ গোরস্থান হয়ে যায়। {কবর}

২৩.      দিন দিন আয়ুহীন, হীন বল দিন,দিন.....তবুও এ আশার নেশা ছুটিল না, একি দায়। {আত্মবিলাপ}

২৪.      তুমি থাকে তাহাদেও জ্ঞাতি.. ......... তোমারে করি নমস্কার। {ঐকতান}

২৫.      আমার কবিতা, জানি জানি......বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। {ঐকতান}

২৬.      যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছে। {ঐকতান}

২৭.      নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে? {সেনালী কাবিন}

২৮.      ফোটায় ফোটা দুইটি গ-............ তোরে মরণ ব্যথার ছলে।

২৯.      ঘারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুজে আর...............আজকে তোমার আমার মাঝে সপ্তপারাবার।

৩০.      মম এক হাতে বাঁকা বাঁশেরও বাঁশরী অন্য হাতে রণতূর্য। {বিদ্রোহী}

৩১.      নক্ষত্রপুঞ্জের মতো জ্বলজ্বলে পতাকা উড়িয়ে আছ আমার সত্তায়। {বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা}

৩২.      এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। {আমার পরিচয়}

বইকেনা প্রবন্ধের মূলবক্তব্য দেখুন

ব্যাকরণ অংশ

ক. ণ-ত্ব ও ষত্ব বিধান কাকে বলে। পাঁচটি করে নিয়ম লিখুন।

খ. সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করুন। {অনুচ্ছেদ থাকবে}

গ. বাংলা ভাষায় বানান বিভ্রাটের কারণগুলো বিশ্লেষণ করুন।

ঘ. ‘আদি/মধ্য/অন্ত্য ‘অ’ এর উচ্চারণের নিয়ম লিখুন।

ঙ. ‘এ’ ধ্বনির উচ্চারণের নিয়ম লিখুন।

চ. ‘ম’ ফলা, ‘য’ ফলা উচ্চারণের নিয়ম লিখুন।

ছ. প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।

জ. বাংলায় অনুবাদ, সহকারী শিক্ষক পদে আবেদন পত্র, কোন সমস্যা নিরসনে সংবাদ পত্রে লিখন অথবা পত্র লিখন থেকে একটি প্রশ্ন থাকবে।

রচনাঃ-

১.        স্বদেশ প্রেম।

২.        বিজ্ঞান ও আধুনিক জীবন বা মানব কল্যাণে বিজ্ঞান।

৩.        নারী শিক্ষার গুরুত্ব।

৪.        বাংলাদেশের অর্থনীতি, গামেন্টর্স শিল্প বর্তমান ও ভবিষ্যত।

৫.       পরিবশে দূষণ ও তার প্রতিকার।

৬.       প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ।

৭.        বিশ্ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রভাব।

৮.       বাংলাদেশের সামাজিক উৎসব।

৯.        দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার।

সাজেশনটির pdf ডাউনলোড করুন এখানে

 

 

মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান তারেক
বিএ সম্মান, এমএ বাংলা {বিএড}
সরকারি বি.এল কলেজ। খুলনা।
[email protected]
Help line- 01917-894595
 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন