১৮তম বাংলা প্রভাষক নিবন্ধন সাজেশন ২০২৪

 




১৮তম প্রভাষক নিবন্ধন সাজেশন ২০২৪

বিষয়- বাংলা সাহিত্য

০১

ক. চণ্ডীমঙ্গল কাব্যের শিল্প সাফল্য আলোচনা কর। {২য়}

খ. চণ্ডীমঙ্গল কাব্য অনুসারে সমকালীন সমাজ ও মানুষের রূপ অংকনে কবি মুকুন্দরামের দক্ষতা আলোচনা কর। {৪র্থ}

গ. চণ্ডীদাস ও বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা কর। {৫ম, ৬ষ্ঠ}

ঘ. চণ্ডীদাস সমস্যার স্বরুপ বর্ণনা কর অথবা চণ্ডীদাস বাংলা সাহিত্যে একটি বির্তকিত সমস্যা। {৯ম, ১১তম,১৩তম,১৫তম}

অথবা

ক. আলাওল পণ্ডিত কবি স্বীকার করেন কি? আলোচনা করুন। {৭ম,৮ম}

খ. ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে আলাওলের কাব্যগুণ ও কবিধর্ম বিচার করুন। {১৩তম}

অথবা

ক. বুদ্ধি ও বৈদগ্ধের সমন্বয়ই ভারতচন্দ্রের কবিত্ব শক্তির বৈশিষ্ট্য আলোচনা করুন/ভারতচন্দ্রের কবি প্রতিভা। {৭ম, ৮ম, ১৩তম}

খ. বড় চরিত্র অপেক্ষা ক্ষুদ্র চরিত্র অঙ্কনে ভারতচন্দ্রের সাফল্য অধিক- এ মন্তব্যের বিশ্লেষণ করুন। {৯ম, ১৩তম}

গ. ভারতচন্দ্র ছিলেন মূলত নাগরিক কবি আলোচনা করুন।

০২

অথবা

ক. মঙ্গল কাব্যের পরিচয় সহ প্রধান কয়েকটি ধারার পরিচয় দিন/মনসা মঙ্গল ধারার বর্ণনা দাও । {৫ম,৮ম,১২তম,১৫তম}

খ. মধ্যযুগে অনুবাদ সাহিত্যের বিভিন্ন ধারার পরিচয় দিন। {৩য়, ১৫তম}

গ. মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যের পরিচয় দিন। {১০ম}

অথবা

ক. গীতিকবিতা কি? বাংলা গীতিকবিতার ধারা কতটা সফল তার ধারাবাহিক পরিচয় দাও। {১১}

খ. বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন? গীতিকবিতায় বিহারীলালের অবদান আলোচনা কর। {০৮,১৩}

গ. বিহারীলালের সকল কাব্যেরই মর্মে আছে প্রেম, স্নেহ ও ভক্তির জন্য তীব্র আকুতি” উক্তিটি কার উল্লেখ করে বিহারীলালের সৃজনশীলতার পরিচয় দাও। {১১তম}

অথবা

ক. আধুনিক বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের ভুমিকা আলোচনা কর। {০৯, ১২}

খ. মহাকাব্যের সার্থক রূপকার মাইকেল মধুসূদন দত্ত। আলোচনা কর। {১০}

গ. বাংলা কাব্য ক্ষেত্রে মাইকেল বিপ্লবী কবি-আলোচনা কর। {০৭,১২}

ঘ. মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব আলোচনা কর। {১৫তম}

অথবা

ক. অনুবাদ গ্রন্থ রচনায় বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা কর। {১০ম}

খ. বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী-এ উক্তির আলোকে বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা কর। {৪র্থ, ৮ম,৯ম}

গ. বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক। আলোচনা কর। {৬ষ্ঠ}

ধ. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন কর। {১৩তম}

অথবা

ক. বঙ্কিমই বাংলা উপন্যাসের প্রথম সার্থক স্রষ্ঠা। আলোচনা কর। {৩য়,১৩তম}

খ. রোমান্সধর্মী উপন্যাস হিসেবে ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ কর। {১৩তম}

গ. ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র শিরোনামে একটি নিবন্ধ রচনা কর। {১৫তম}

ঘ. “প্রচারধর্মিতা বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাসের সাহিত্যমূল্য ক্ষুন্ন করেছে”- আলোচনা করুন। {১১তম}

ঙ. শরৎ সাহিত্যে নারী-শিরোনামে একটি প্রবন্ধ লিখুন। {১১তম}

চ. শরৎ সাহিত্যে বিদ্রোহ আছে কিন্তু সেই বিদ্রোহ আবার সংস্কারের কাছে নতি স্বীকার করেছে। {১০ম}

অথবা

ক. বিষাদ সিন্ধু মীর মোশাররফের একটি গদ্য মহাকাব্য। {৯ম}

খ. গদ্য শিল্পী হিসেবে মীর মোশররফের স্থান নির্দেশ করুন। {১২তম}

গ. প্রমথ চৌধুরীর সাহিত্যাদর্শ আলোচনা কর। {২য়, ৪র্থ}

ঘ. তার যেমন নতুন কিছু বলার আছে, তেমনি নতুন ঢঙে বলবার চেষ্টাও আছে প্রমথ চৌধরী সম্পর্কে এ উক্তিটির যথার্থতা নির্ণয় করুন। {১২তম}

০৩

ক. শেষ পর্বের কাব্যে রবীন্দ্রনাথ শুধু কবি নন ঋষি-আলোচনা কর। {৮ম, ৯ম, ১৩তম}

খ. রবীন্দ্রনাথের ছোটগল্পে প্রকৃতি ও মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যামান-আলোচনা কর। {৭ম, ৮ম, ১২তম}

গ. বলাকা কাব্যে প্রতিফলিত গতিবাদের স্বরূপ বিশ্লেষণ কর। {১০ম}

ঘ. মানসী কাব্যে একজন কবির সাথে শিল্পী এসে যোগ দিলেন। আলোচনা কর। {২য়, ১১তম}

ঙ. রবীন্দ্রনাথই সার্থক ছোটগল্পের পথ প্রদর্শক- এ মন্তব্যের যৌক্তিকতা বিচার কর। {১৫তম}

অথবা

ক. নজরুল ইসলামের কাব্যে হিন্দু মুসলিম চেতনা আলোচনা কর। {৮ম}

খ. নজরুল কাব্যে প্রেমের স্বরূপ আলোচনা কর। {৩য়}

গ. ‘অগ্নিবীণা’ কাব্যে কবি নজরুলের পুরাণের ব্যবহার নৈপুণ্য বর্ণনা করুন। {১০ম, ১৩তম}

অথবা

ক. জীবননান্দ দাশের কাব্যে ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বরূপ আলোচনা কর। {২য়, ৪র্থ, ১১তম, ১৫তম}

খ. জীবননান্দ দাশের বনলতা সেন একটি অসামান্য আধুনিক কবিতা-বর্ণনা করুন। {১২তম}

গ. জীবননান্দ দাশের কাব্যে পরাবাস্তববোধ আলোচনা কর।

অথবা

ক. জসীমউদ্দীনের কবিতায় শিল্প প্রকরণ আলোচনা কর। {৭ম}

খ. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের শিল্পগুণ ও আধুনকিতা বিচার করুন। {১০ম}

গ. জসীমউদদীন কাল সচেতন আধুনিক কবি আলোচনা কর। {১৫তম}

০৪ বাংলাদেশের সাহিত্য

ক. বাংলা নাট্য সাহিত্যে সেলিম আল দ্বীন বা সৈয়দ ওয়ালীউল্লাহ’র অবদান আলোচনা কর। {৮ম, ১২তম}

খ. বাংলাদেশের কবিতায় স্বদেশ চেতনা আলোচনা কর। {৫ম}

গ. বাংলাদেশের উপন্যাস সাহিত্যে শামসুদ্দিন আবুল কালাম এর অবদান আলোচনা কর। {৬ষ্ঠ}

ঘ. শওকত ওসমান বা আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোট গল্পে সমাজবাস্তবতার চিত্র অঙ্কন কর। {৬ষ্ঠ}

ঙ. বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধের চেতনা আলোচনা কর। {৭ম}

চ. বাংলাদেশের উপন্যাসে মুক্তিযুদ্ধের চেতনা আলোচনা কর। {৮ম}

ছ. আখতারুজ্জামান ইলিয়াস বাংলা উপন্যাসে এক স্বতন্ত্র ধারার প্রবর্তক- আলোচনা কর। {৮ম}

জ. ৪৭ পরবর্তী বাংলা কবিতার ধারা কীভাবে বাংলা সাহিত্যের কবিতার ভা-ারকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করুন। {১৫তম}

ঝ. শামসুর রহমানের কবিতায় স্বাধীনতা ও সমাজসচেতনার পরিচয় দিন। {১২তম}

ঞ. বাংলাদেশের কবিতায় কবি আহসান হাবিবের কবিত্ব ও কবিতার আলোচনা করুন। {১১তম}

ট. ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ শিরোনামে একটি নিবন্ধ রচনা করুন।

 ব্যাকরণ অংশ

ক. বাংলা ভাষায় বিদেশি প্রভাব আলোচনা করুন। {৮ম, ১০ম}

খ. ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের পরিচয় দিন এবং বাংলা ভাষার অবসান নির্ণয় করুন। {৩য়}

গ. বাংলা ভাষায় অনার্য প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। {৫ম, ৯ম, ১৩তম}

ঘ. ণ-ত্ব বিধান কাকে বলে? উদহারণসহ পাঁচটি ণ-ত্ব বিধানের নিয়ম লিখুন। {২য়, ৪র্থ,৬ষ্ঠ}

ঙ. ছন্দ কাকে বলে? ছন্দ কত প্রকার ও কী কী? সংক্ষিপ্ত আলোচনা করুন। {৭ম}

চ. অর্থালঙ্কার কাকে বলে? উদহারণসহ দুটি অর্থালঙ্কারের পরিচয় দিন। {৪র্থ}

ছ. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর। {৮ম, ১১তম, ১২তম, ১৫তম}

জ. কী কী কারণে ভাষা পরিবর্তিত হয়? উদারণসহ বর্ণনা করুন। {৮ম, ১২তম}

ঝ. সংজ্ঞা সহ ভাষাতত্ত্বের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য আলোচনা কর। {৯ম, ১৩তম}

ঞ. প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত ভাষার বিভিন্ন স্তর আলোচনা করুন। {১১তম, ১৫তম}

ট. ণত্ব/ষত্ব বিধান কী? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম আলোচনা করুন। {১০ম, ১৩তম, ১৫তম}

ঠ. মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ঠ্য লিখুন। {১৩তম, ১৫তম}

ড. স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লিখুন। {১৪তম}


সাজেশনটির Pdf Download করুন এখানে Click

বি: দ্র

·         প্রশ্নের পাশের সংখ্যা নিবন্ধন পরীক্ষার কততম নির্দেশক।

·         প্রতিটি প্রশ্ন সেট আকারে আসে তাই পছন্দ মতো সহজ যেগুলো মনে হয় সেগুলো পড়বেন।

·         বিগত সকল নিবন্ধন পরীক্ষার প্রশ্ন একনজরে আনা হয়ে যাতে আপনার পছন্দ মতো বেছে পড়তে পারেন।

·         প্রভাষক নিবন্ধন পরীক্ষার উপরিউক্ত প্রশ্নগুলোর হ্যান্ড ওয়েবসাইটে প্রকাশ হবে ইন শা আল্লাহ।

·         বাগধারা ও অন্যান্য ব্যাকারণ অংশ নিজের মতো করে পড়ে নিতে হবে।

মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

সহকারী শিক্ষক (বাংলা)

দশম শিক্ষক নিবন্ধন

মেধাক্রম-



1 মন্তব্যসমূহ

  1. আসসালামু আলাইকুম, আপনার ওয়েবসাইট সাইট থেকে উপকৃত হলাম।স্যার প্রভাষক নিবন্ধনে বাংলায় বেশি মার্ক তোলার উপর কিছু গুরুত্বপূর্ণ টিকস এন্ড টিপস চাই। অল্পসময়ে ভালো কিছু করার উপায় জানতে চাই। ধন্যবাদ স্যার

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন