১৮তম শিক্ষক নিবন্ধন সাজেশন বাংলা ভাষা ও সাহিত্য


 



১৮তম শিক্ষক নিবন্ধন সাজেশন ২০২৪

বিষয়ঃ- বাংলা ভাষা ও সাহিত্য

{যে কোন তিনটি(তিন বিভাগ হতে) প্রশ্নের উত্তর দাও}

ক-বিভাগ

০১. ক-সেট

(ক) ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সভ্যতার মুখোশটাকে খুলে দিয়েছেন-আলোচনা করুন। {১০ম},

(খ) সভ্যতার সংকট’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করুন।

অথবা খ-সেট

(ক) বাংলার জাগরণে কারা, কী ভূমিকা পালন করেছেন? ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অবলম্বনে আলোচনা করুন।

(খ) রজাবন্দীর জবানবন্দী প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করুন। / ‘রাজবন্দীর জবানবন্দী’ বসতুত একজন দেশপ্রেমিক রাজদ্রোহীর দলিল।’ উক্তিটি বিশ্লেষণ করুন।

খ-বিভাগ

০২. ক-সেট

(ক) ‘প্রাগৈতিহাসিক’ গল্পে আদিম জৈব প্রবৃত্তির রূপায়ণের মাধ্যমে জীবন সত্যেও যে রূপ তুলে ধরা হয়েছে তা আলোচনা করুন। {১০ম}

(খ) ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে ভিখু চরিত্র আলোচনা করুন।

অথবা খ-সেট

(ক) ছোট গল্প হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি গল্পের সার্থকতা বিচার করুন।

(খ) “একরাত্রি’ একটি অপূর্ব সৃষ্টি, প্রথম হতে শেষ পর্যন্ত একটি সুগীত সংগীতের মতো ধ্বনিত হয়েছে।” গল্পকাহিনী আলোচনা করে উক্তিটির সার্থকতা বিচার করুন।

অথবা গ-সেট

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুই মাচা’ গল্প অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ করুন।

(খ) বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পুই মাচা’ গল্পে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি।’ ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করুন।

গ-বিভাগ

০৩. ক-সেট

ক. ‘বনলতা সেন’ একটি অসামান্য আধুনিক কবিতা।

খ. ‘বনলতা সেন’ কবিতা অনুসারে কবির প্রেম ও প্রকৃতি চেতনা আলোচনা কর।

গ. ‘বনলতা সেন’ কবিতা অনুসারে কবির ইতিহাস, ভূগোল চেতনা আলোচনা কর।

অথবা খ-সেট

ক. ‘কবর’ কবিতা অবলম্বনে বৃদ্ধ দাদুর জীবনের করুন কাহিনী বর্ণনা করুন।

খ. কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে- উক্তিটি বিশ্লেষণ করুন।

গ. শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ কবিতার পটভূমি ব্যাখ্যা করুন।

৪. ব্যাখ্যা লিখুনঃ-

প্রবন্ধ অংশঃ-

১.        মানুষের মধ্যে যাকিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কুপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। {সভ্যতার সংকট}

২.       বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামন্যতা নির্ধারিত হওয়া উচিত। {বাঙ্গালা ভাষা}

৩.       যত মত তত পথ। {বাঙালা ভাষা}

৪.       জ্ঞানে মনুষ্য মাত্রেরই তুল্যাধিকার। {বাঙ্গালা ভাষা}

৫.       প্রেমের তাগিদে বিচিত্র জীবনধারায় যে স্নাত হয় নি সে তো অসংস্কৃত।{সংস্কৃতির কথা}

৬.       প্রথম বয়সে রসের অতিমাত্রায় চর্চা করলে শেষ বয়সে জীবন তিতো হয়ে ওঠে। {সংস্কৃতির কথা}

৭.       যে সমাজে বহু ব্যক্তির যৌবন আছে, সে সমাজেরই যৌবন আছে। {যৌবনের গান}

৮.       পুরাতনকে আকড়ে ধরাই বার্ধক্য/বার্ধক্য কিছু কাড়তে পাওে না বেল কিছু ছাড়তেও পারে না। । {যৌবনের গান}

৯.       আমি ভগবানের হাতের বীণা। বীণা ভাঙলে ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে?। {রাজবন্দীর জবানবন্দী}

১০.      দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। {রাজবন্দীর জবানবন্দী}

গল্প অংশ

১১.      আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাড়াইয়া অনন্ত আনন্দের স্বাদ পাইয়াছি। {একরাত্রি}

১২.      সে মনে বুঝিল কলিযুগেও ধর্ম আছে। {হুযুর কেবলা}

১৩.      ইহার চেয়ে তোমার কলব ফাটিয়া যাইবে। {হুযুর কেবলা}

১৪.      দাম চড়িল সব জিনিসের কমিল কেবল মানুষের। {নতুন জন্ম}

১৫.      লেখাপড়া নাইবা জানলে, জজ ব্যরিস্টার না হলে কি মানুষ হওয়া যায় না। {নতুন জন্ম}

১৬.      দুইজনে ভোরেরর প্রতীক্ষা করে। {নতুনজন্ম}

১৭.      ওরা মানুষ কুকুর নয়। {নয়নচারা} 

১৮.      অমাবস্যার অন্ধকারে আকাশভরা তারা তখন ঝিকমিক করিতেছে। ঈশ^রের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। {প্রাগৈতিহাসিক}

১৯.      মরিবে না সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় সে বাঁচিবেই। {প্রাগৈতিহাসিক}

কবিতার অংশ

২০.      বিম্বিসার অমোকের ধূসর জগতে--- সেখানে ছিলাম আমি; আরো দূও অন্ধকার বিদর্ভ নগরে। {বনলতা সেন}

২১.      ওই দূরবনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে------বড় সাধ আজ জাগে। {কবর}

২২.      একটি বধুর সংসার উজার করে হাহাকার...................খাঁ খাঁ গোরস্থান হয়ে যায়। {কবর}

২৩.      দিন দিন আয়ুহীন, হীন বল দিন,দিন.....তবুও এ আশার নেশা ছুটিল না, একি দায়। {আত্মবিলাপ}

২৪.      তুমি থাকে তাহাদেও জ্ঞাতি.. ......... তোমারে করি নমস্কার। {ঐকতান}

২৫.      আমার কবিতা, জানি জানি......বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। {ঐকতান}

২৬.      যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছে। {ঐকতান}

২৭.      নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে? {সেনালী কাবিন}

২৮.      ফোটায় ফোটা দুইটি গ-............ তোরে মরণ ব্যথার ছলে।

২৯.      ঘারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুজে আর...............আজকে তোমার আমার মাঝে সপ্তপারাবার।


ব্যাকরণ অংশ

ক. ণ-ত্ব ও ষত্ব বিধান কাকে বলে। পাঁচটি করে নিয়ম লিখুন।

খ. সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করুন। {অনুচ্ছেদ থাকবে}

গ. বাংলা ভাষায় বানান বিভ্রাটের কারণগুলো বিশ্লেষণ করুন।

ঘ. প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।

ঙ. বাংলায় অনুবাদ, সহকারী শিক্ষক পদে আবেদন পত্র, কোন সমস্যা নিরসনে সংবাদ পত্রে লিখন অথবা পত্র লিখন থেকে একটি প্রশ্ন থাকবে।

 

রচনাঃ-

১.        স্বদেশ প্রেম।

২.       বিজ্ঞান ও আধুনিক জীবন বা মানব কল্যাণে বিজ্ঞান।

৩.       নারী শিক্ষার গুরুত্ব।

৪.       বাংলাদেশের অর্থনীতি, গামেন্টর্স শিল্প বর্তমান ও ভবিষ্যত।

৫.       পরিবশে দূষণ ও তার প্রতিকার।

৬.       প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ।

৭.       বিশ্ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রভাব।

৮.       বাংলাদেশের সামাজিক উৎসব।

৯.       দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার।

সাজেশনটির Pdf Download করুন Click Here 


মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান তারেক
বিএ সম্মান, এমএ বাংলা {বিএড}
সরকারি বি.এল কলেজ। খুলনা।
[email protected]
Help line- 01917-894595


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন