এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন- ২০২৪। HSC 2024





এইচএসসি সাজেশন- ২০২৪

বিষয়- বাংলা ২য় পত্র (সকল বোর্ড)

{বন্ধনীর মধ্যে থাকা বোর্ডের নাম ঐ বোর্ডের জন্য গুরুত্ব নির্দেশ করে।}

 

১. ‘অ’ ধ্বনির উচ্চারণের নিয়ম লিখ (আদি, মধ্য ও অন্ত্য)। {যশোর, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট}

২. ‘এ’ ধ্বনি উচ্চারণের নিয়ম লিখ। {ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম}

৩. ‘ব’ ফলা উচ্চারণের নিয়ম লিখ। {ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ}

৫. ‘ম’ ফলা উচ্চারণের নিয়ম লিখ । {যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ}

৪. নিন্মোক্ত শব্দগুলির উচ্চারণ লিখ:

রাষ্ট্রপতি, শ্রদ্ধাস্পদ, নক্ষত্র, অত্যাবশ্যক, দায়িত্ব, প্রায়শ্চিত্ত, মর্যাদা, স্বল্প, ব্যবহার, একা, পদ্য, বৈশাখ, ব্যতীত, উদ্যোগ, অতীত, অকৃতজ্ঞ, অতঃপর, অদ্য, ব্যাখ্যা, মন, ব্রাক্ষণ, অধ্যক্ষ, তটিনী, অনিঃশেষ, ঐশ্বর্য, বিজ্ঞপ্তি, ব্রহ্মাণ্ড, দীনবন্ধু, সমন্বয়, চর্যাপদ, আবৃত্তি, পুনঃপুন, বৈসাদৃশ্য, আশ্রম, ষান্মাসিক, ভবিষ্যৎ, ঐকমত, শ্রবণ, প্রত্যক্ষ, গ্রীষ্ম, উহ্য, উদ্বাস্তু, বৈশাখ, ছাত্র, চিহ্ন, একাডেমি, ধার্য, প্রণীত, আহ্বান, পক্ষ, হৃদপিণ্ড, নদী, বিশ্বাস, ঐতিহ্য, শ্রাবণ, উপমা, প্রেত্মাতা, দ্রষ্টব্য, প্রশ্ন, বিজ্ঞাপন, ব্যতিক্রম, গণতন্ত্র, অসহ্য, দুঃখ, গ্রহণ, উল্লাস, চিহ্নিত, স্বাগত, প্রণীত, নক্ষত্র, আবশ্যক, অদ্বিতীয়, অরণ্য, বঞ্চিত, ভরসা, লক্ষ্য, প্রভাত,

৫. প্রমিত বাংলা বানানের নিয়ম লিখ। {যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ}

প্রমিত বাংলা বানানের নিয়ম নোটটি পেতে দেখুন এই লিংক

৬. ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের নিয়মগুলি লিখ। {ঢাকা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ}

৭. নিন্মোক্ত শব্দগুলির বানান লিখ: মনোপুত, আবিস্কার, পৈত্রিক, আকাংখা, নিশিথিনি, প্রনয়ন, মনকষ্ট, সাতন্ত্র্য, অধিনস্থ, কুজ্জটিকা, মুমুর্ষু, সম্বর্ধনা, নুন্যতম, প্রোজ্জ্বলন, ষ্টেডিয়াম, শিরচ্ছেদ, প্রাণীবিদ্যা, স্বত্ত্বা, বিদূষি, প্রতিযোগীতা, প্রনয়িণী, কথোপোকথন, গীতাঞ্জলী, ভৌগলিক, জৈষ্ট্য, অপোরাহ্ন, উচ্ছাস, শ্রমজিবী, শার্ন্তনা, দৈর্ণ্যতা, জাজ্জল্যমান, প্রতিদন্দ্বি, ফটোষ্ট্যাট, দুর্বিসহ, হীনমন্যতা, দৈন্যতা, বৈয়াকরণিক, ঔজল্য, সমিচিন বিভিষন, অপেক্ষমান, পুননির্মান, শশ্মান, ইতিমধ্যে, মরিচিকা, পানিনী, নমস্কার, সহযোগীতা, বুদ্ধিজিবী, বাংগালী, মহত্ব, আনুষাঙ্গিক, দুরাবস্থা, আনুষাঙ্গিক, উপরোক্ত, আবিস্কার, স্বরস্বতী, বিভিষিকা, কৃতিবাস, অহোরাত্রি, নুপুর, শ্রদ্ধাঞ্জলী, পরজীবি, মনোজোগ, নিরস, মনিষি, শিরোমনি, পল্লীগ্রাম, দূর্বলতা, প্রত্নতাত্তিক, ব্যাবহার, সোনালী, সুস্থ্য, নির্দোষী, বন্দোপাধ্যায়, বিদ্বান, পিপিলিকা, শান্ত্বনা, বাল্মিকি, ষ্টেশন, পরান, ধংস,

৮. বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর। {ঢাকা, যশোর, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ}

৯. বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর। {ঢাকা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট}

১০. ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর। {ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ}

১১. আবেগ কাকে বলে? শ্রেণিবিভাগ আলোচনা কর। {ঢাকা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ}

১২. যোজক কাকে বলে? যোজকের শ্রেণিবিভাগ আলোচনা কর। {সকল বোর্ড}

১৩. ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্ণয় কর।

ব্যাকরণিক শব্দ শ্রেণি নোট দেখুন

১৪. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর। {ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা, সিলেট}

১৫. বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর। {যশোর, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ}

১৬. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুনাগুন লিখ। {ঢাকা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট}

বাক্য সংক্রান্ত সকল আলোচনা এখানে

১৭. সমাস কাকে বলে? সমাসের শ্রেণিবিভাগ আলোচনা কর/ প্রয়োজনীয়তা আলোচনা কর। {সকল বোর্ড}

১৮. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর। নিন্মোক্ত শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর:

১৯. উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণিবিভাগ আলোচনা কর/ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে আলোচনা কর। নোটটি দেখুন

২০. পারিভাষিক শব্দ বা অনুবাদ লিখ: নোট পেতে প্রবেশ করুন

২১. খুদে গল্প / সংলাপ রচনা:

ক. নিরাপদ সড়ক চাই নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

খ. পদ্মাসেতু নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

গ. সম্প্রতি সময়ে পড়া একটি বই সম্পর্কে নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ঘ. নতুন শিক্ষাক্রম সম্পর্কে নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ঙ. মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

চ. বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ছ. মেট্রোরেল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

জ. শ্রমিক দিবস বা শ্রমিক নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ঝ. পহেলা বৈশাখের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে৮ দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ঞ. মাদকাশক্তির কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ট. মোবাইল ফোন অপব্যবহারের কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

ঠ. নারীর প্রতি সহিংসতা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সংলাপ রচনা কর।

 

 

২২. ভাব-সম্প্রসারণ:

ক. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

খ. অতৃপ্তি অসুখের মূল

গ. জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

ঘ. কীর্তিমানে মৃত্যু নেই।

ঙ. প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।

চ. পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।

ছ. রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

জ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।

ঝ. সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।

ঞ. মনরে কহ ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে

ট. প্রকৃতির উপরে আধিপত্য নয়, চাই প্রকৃতির সাথে মৈত্রীর সম্বন্ধ

২৩. সারাংশ/ সারমর্ম:

সারাংশ:

ক. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ...... সন্দেহ থাকে না।

খ. জাতি শুধু বাইরের ..... লেখক ও সাহিত্যিকদের।

গ. মানুষের জীবনকে একটি দোতলা......কল্পনার রস আস্বাদন করা যায়।

ঘ. অতীতকে ভুলে যাও...... আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে।

ঙ. জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ...... বিরাট দেহে শক্তি জেগে ওঠে।

চ. মানুষের মূল্য কোথায়... চরিত্রবান মানেই এই।

ছ. নিন্দা না থাকিলে .... গৌরব দেওয়াই মস্ত একটা কাজ।

জ. মানুষের মনেও যখন............. আষ্টেপৃষ্ঠে সে আবদ্ধ।

ঝ. প্রকৃত জ্ঞানের স্পৃহা ছাড়া ........... উন্মোচিত হবে না।

ঞ. সত্যিকার মানবকল্যাণ মহৎ ...... মূল্যবোধের উৎসারণ।

 

সারমর্ম:

ক. দৈন্য যদি আসে আসুক.... দু হাত বাড়াস।

খ. কোথায় স্বর্গ কোথায় নরক....আমাদেরই কুড়ে ঘরে।

গ. পরের মুখে শেখা বুলি ..... কোথাও পাবি নারে।

ঘ. পরের কারণে স্বার্থ দিয়া..... প্রত্যেকে আমরা পরের তরে।

ঙ. নিন্দুকেরে বাসি আমি ...... তাহার কৃপা ভরে।

চ. দণ্ডিতের সাথে দণ্ডদাতা ..... তুমি তার কাছে।

ছ. মরিতে চাহিনা আমি ........... রচিতে পারি অমর আলয়।

জ. শুধু গাফলতে ......... গিয়াছে তাদের সেতারা শশী।

ঝ. সন্ধ্যা যদি নামে পথে ........... নবীন আশ্বাসে।

ঞ. ক্ষমা যেথা ক্ষীণ..... যেন তৃণ সম দহে।

ট. অদ্ভুত আঁধার এক.......... আজ তাদেরও হৃদয়।

 

২৪. আবেদন পত্র/ প্রতিবেদন রচনা: সিলেবাস উপযোগী। বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেওয়া যেতে পারে।

২৫. প্রবন্ধ রচনা

ক. বাংলাদেশের পর্যটন শিল্প।                  খ. স্বদেশপ্রেম।

গ. পদ্মাসেতু।                                  ঘ. স্বপ্নের মেট্রোরেল।

ঙ. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।             চ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার।

ছ. বাংলাদেশের পোশাকশিল্প।                  জ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।

ঝ. মাদকাসক্তি।                                ঞ. অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ।

ট. মানবকল্যাণে বিজ্ঞান।                       ঠ. বাংলাদেশের উৎসব।

 

সাজেশনটির Pdf Download করে নিন Click Here

{বি: দ্র: উপরিউক্ত তালিকায় দেওয়া কোনো রচনা যদি ২০২৩  সালের সংশ্লিষ্ট বোর্ডে এসে থাকে তবে তার জন্য সে বিষয়ের রচনাটি গুরুত্বপূর্ণ নয়।}


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন