বাংলাদেশ
প্রশ্ন:- জাতীয় পেনশন কর্তৃপক্ষের
নির্বাহী চেয়ারম্যান কে?
উঃ- কবিরুল ইজদানী খান।
প্রশ্ন:- ঢাকা মেট্রোপলিটন পুলিশের
(DMP) নতুন কমিশনারের নাম কী?
উঃ- হাবিবুর রহমান।
প্রশ্ন:- সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে
যুক্ত হয়?
উঃ- জাপান; Official Security
Assistance (OSA)।
প্রশ্ন:- পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস
অধিদপ্তরের বর্তমান নাম কী?
উঃ- পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস
অধিদপ্তর।
প্রশ্ন:- ১৯ সেপ্টেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে কমিউনিটি ক্লিনিক তৈরির জন্য কোন প্রতিষ্ঠান বিশেষ সম্মাননায় ভূষিত করে?
উঃ- ব্রাউন ইউনিভার্সিটির ওয়ারেন অ্যালপার্ট
মেডিকেল স্কুল, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
চৌধুরী কবে জাতীয় সংসদে সকল ভূমি জরিপ বাতিল ঘোষণা করেন?
উঃ- ১২ সেপ্টেম্বর ২০২৩।
প্রশ্ন:- ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’
কোন ধরনের স্যাটেলাইট হবে?
উঃ- আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।
প্রশ্ন:- সেপ্টেম্বর ২০২৩ দেশের কোন
সরকারি হাসপাতালে প্রথম ‘টেস্টটিউব শিশুর’ জন্ম হয়।
উঃ- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রশ্ন:- বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে
অবদান রাখায় ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পান কে?
উঃ- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
মোহা. নূর আলী।
প্রশ্নোত্তর পর্ব সেপ্টেম্বর দেখুন এখানে
প্রশ্ন:- সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা
ইনস্টিটিউটের (BARI) উদ্ভারিত নতুন জাতের কাঁঠালের নাম কী?
উঃ- বারি কাঁঠাল-৬।
প্রশ্ন:- বেসরকারি খাতে দেশের বৃহৎ
বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত।
উঃ- চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়
(এটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র)।
প্রশ্ন:- BPPA’র পূর্ণরূপ কী?
উঃ- Bangladesh Public
Procurement Authority।
প্রশ্ন:- বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী
কত শতাংশ?
উঃ- ২৩.২%। উল্লেখ্য, সাক্ষরতার হার
৭৬.৮%।
প্রশ্ন:- বর্তমানে দেশে গুরুত্বপূর্ণ
তথ্য পরিকাঠামো (CII) ঘোষিত প্রতিষ্ঠান কতটি?
উঃ- ৩৪টি।
প্রশ্ন:- ২০২৪ সালের অস্কারের ৯৬ তম
আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিবে কোন চলচ্চিত্র?
উঃ- পায়ের তলায় মাটি নাই।
প্রশ্ন:- বাণিজ্যিকভাবে ঢাকা-ভাঙ্গা
রেল চলাচল উদ্বোধন করা হবে কবে?
উঃ- ১০ অক্টোবর ২০২৩।
প্রশ্নোত্তর পর্ব আগস্ট দেখতে ক্লিক করুন
আন্তর্জাতিক
প্রশ্ন:- ৪ সেপ্টেম্বর ২০২৩ মধ্যপ্রচ্যের
কোন দেশ ইসরায়েল নতুন দূতাবাস উদ্বোধন করে?
উঃ- বাহারাইন
প্রশ্ন:- সম্প্রতি ভারতের লাদাখে উদ্বোধন
হওয়া সামরিক ঘাটির নাম কী?
উঃ- নয়োমা।
প্রশ্ন:- ইউক্রেনের নতুন মুসলিম প্রতিরক্ষা
মন্ত্রীর নাম কী?
উঃ- রুস্তেম উমেরভ।
প্রশ্ন:- ১০ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্র
কোন দেশের সঙ্গে Comprehensive Strategic Partnership চুক্তি স্বাক্ষর করে?
উঃ- ভিয়েতনাম।
প্রশ্ন:- আর এস-২৮ সারামাত কোন দেশের
ক্ষেপণাস্ত্র?
উঃ- রাশিয়া।
প্রশ্ন:- Five eyes কোন দেশগুলোর গোয়েন্দা সংস্থাকে বোঝানো হয়?
উঃ- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড,
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গোয়েন্দা জোট।
প্রশ্ন:- India- Middle
East-Europe Economic Corridor (IMEC) নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয় কবে?
উঃ- ৯ সেপ্টেম্বর ২০২৩।
প্রশ্ন:- সম্প্রতি পর্তুগালের ছয় তরুণ-তরুণী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কতটি দেশের বিরুদ্ধে মামলা করেন?
উঃ- ৩২টি।
প্রশ্ন:- জাতিসংঘের ৭৮তম অধিবেশনের
সভাপতি কে?
উঃ- ডেনিস ফ্রান্সিস (ত্রিনিদাদ অ্যান্ড
টোবাগো)।
প্রশ্ন:- কুখ্যাত থায়ারওয়াদ্দি কারাগার
কোন দেশে অবস্থিত?
উঃ- মিয়ানমার।
প্রশ্ন:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন কবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়?
উঃ- সেপ্টেম্বর ২০২৩।
নিয়োগ পরীক্ষায় মুজিব শতবর্ষ দেখুন
ক্রীড়াঙ্গন
প্রশ্ন:- ক্রিকেট ইতিহাসে প্রথম লাল
কার্ড পান কে?
উঃ- সুনীল নারাইন; ক্যারিবিয়ান প্রিমিয়াম
লিগে (CPL)।
প্রশ্ন:- এশিয়া কাপ ২০২৩ ফাইনালে ম্যান
অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কে?
উঃ- মোহাম্মদ সিরাজ; ভারত।
প্রশ্ন:- বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে
ICC’র তিন ফরম্যাটেই শীর্ষস্থান দখল করে কোন দেশ?
উঃ- ভারত।
প্রশ্ন:- চীনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান
গেমসের মাসকটের নাম কী
উঃ- ৩টি- কংকং, লিয়ানলিয়ান ও চেনচেন।
প্রশ্ন:- ভারতে অনুষ্ঠিত ১৩তম ওয়ানডে
বিশ্বকাপের থিম সং এর শিরোনাম কী?
উঃ- দিল জশন বলে।