আগস্ট; সাধারণ জ্ঞান; বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক; কারেন্ট অ্যাফেয়ার্স

 


বাংলাদেশ প্রসঙ্গ

১. ১২ জুলাই ২০২৩ কমিশনিং করা ‘বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি’ কোথায় অবস্থিত?

ক. পাথরঘাটা               খ. কুতুবদিয়া, কক্সবাজার

গ. কলাপাড়া, পটুয়াখালী*   ঘ. হাতিয়া, নোয়াখালী

২. এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে?

ক. ফাতিমা ইয়াসমিন*      খ. শরিফা খান

গ. মোহাম্মদ সলীমউল্লাহ    ঘ. মো. হাবিবুর রহমান

৩. ২৫ জুন ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?

ক. চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম

খ. চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম

গ. বগুড়ার দই              

ঘ. ওপারের সবগুলো*

৪. ২০ জুলাই ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?

ক. বাংলাদেশের শীতলপাটি*         খ. সিলেটের মণিপুরি শাড়ি

গ. নাটোরের কাঁচাগোল্লা     ঘ. বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগল

৫. দেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) কে?

ক. মো. নুরুল ইসলাম*     খ. মাসুদ তআহমেদ

গ. মোহাম্মদ মুসলিম চৌধুরী ঘ. গোলাম কিবরিয়া

৬. বাংলাদেশের নৌবাহিনীর ১৭তম প্রধান কে?

ক. মোহাম্মদ নাজমুল হাসান* খ. আওরাঙ্গজেব চৌধুরী

গ. জহির উদ্দীন আহমেদ     ঘ. মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ

৭. ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্রের হারে শীর্ষ বিভাগ কোনটি?

ক. রংপুর                   খ. ময়মনসিংহ

গ. বরিশাল*                ঘ. রাজশাহী

৮. ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্রের হার কম বিভাগ কোনটি?

ক. চট্টগ্রাম                  খ. সিলেট

গ. ঢাকা*                    ঘ. খুলনা

৯. ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশে প্রায়োগিক সাক্ষরতার হার (৭+) কত?

ক. ৬১.৬৬%                খ. ৬২.৯২%*

গ. ৬৩.৯৭%                ঘ. ৬৫.২৩%

১০. বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর?

ক. ৯ বছর                  খ. ১০ বছর

গ. ১২ বছর*                ঘ. ১৫ বছর

সাধারণ জ্ঞান জুলাই আপডেট এখানে

১১. বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে?

ক. কে জি মুসতাফা*       খ. কে জি মুস্তফা

গ. কে জি মোস্তফা          ঘ. কামরুল হাসান

১২. ২০২২-২৩ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত?

ক. ৮.৭১%                  খ. ৯.০২%*

গ. ৯.৩৯%                  ঘ. ১০.০৩%

১৩. ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?

ক. তৈরি পোশাক*          খ. চামড়া ও চামড়াজাত

গ. হোম টেক্সটাইল          ঘ. পাট ও পাটজাত

১৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে?

ক. ১ জুলাই ২০২৩         খ. ৭ জুলাই ২০২৩

গ. ১১ জুলাই ২০২৩*       ঘ. ১৫ জুলাই ২০২৩

১৫. ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

ক. যুক্তরাজ্য*               খ. যুক্তরাষ্ট্র

গ. দক্ষিণ কোরিয়া          ঘ. নেদারল্যান্ড

আন্তর্জাতিক প্রসঙ্গ

১৬. ৩০ জুন ২০২৩ জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে?

ক. MINUSMA*           খ. MINURSO

গ. MONUSCO             ঘ. UNMISS

১৭. জুলাই ২০২৩ কোন দুটি দেশ কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে?

ক. মিসর-তুরস্ক*            খ. সুইডেন-তুরস্ক

গ. ইরান-সৌদিআরব       ঘ. লেবানন- ইসরায়েল

১৮. প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দু’বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে?

ক. নরসিমা রাও            খ. অটল বিহারি বাজপেয়ি

গ. মনমোহন সিং            ঘ. নরেন্দ্র মোদি*

১৯. বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কী?

ক. পেন্টাগন                খ. সুরাট ডায়মন্ড বোর্স*

গ. উইলিস টাওয়ার         ঘ. পেট্রোনাস টুইন টাওয়ার

২০. ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা?

ক. উত্তর কোরিয়া           খ. ইউক্রেন

গ. বেলারুশ                ঘ. রাশিয়া*

২১. ৭ জুলাই ২০২৩ কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুত সম্পূর্ণভাবে ধ্বংস করে?

ক. চীন                     খ. যুক্তরাষ্ট্র*

গ. রাশিয়া                   ঘ. যুক্তরাজ্য

২২. বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি?

ক. Yomiuri Shimbun   খ. Wall Street Journal

গ. Wiener Zeitung      ঘ. Hildesheimer Allgemeine Zeitung

২৩. মাইক্রোব্লগিং সাইট Threads কবে যাত্রা শুরু করে?

ক. ১ জুলাই ২০২৩         খ. ৫ জুলাই ২০২৩*

গ. ৯ জুলাই ২০২৩         ঘ. ১২ জুলাই ২০২৩

২৪. Threads’র মালিকানা প্রতিষ্ঠান কোনটি?

ক. Alibaba                খ. Amazon

গ. Apple                  ঘ. Meta*

২৫. ১৮ জুন ২০২৩ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিলসমাধি ঘটে কোন ডুবোযানের?

ক. Ictineu                খ. Seawise Giant

গ. Titanic                 ঘ. Titan*

২৬. ১৬ জুলাই ২০২৩ কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করে?

ক. যুক্তরাজ্য*               খ. চীন

গ. তাইওয়ান                ঘ. দক্ষিণ কোরিয়া

২৭. বর্তমানে CPTPP চুক্তি স্বাক্ষর করা দেশ কয়টি?

ক. ১১টি                    খ. ১২টি*

গ. ১৩টি                    ঘ. ১৪টি

২৮. ৬ জুলাই ২০২৩ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়?

ক. Qdenga                খ. Novavax

গ. Leqembi*             ঘ. Ervebo

২৯. European Sky Shield Initiative (ESSI) এর প্রস্তাবক কে?

ক. ওলাফ শলৎজ*          খ. অ্যাঞ্জেলা মার্কেল

গ. বরিস জনসন            ঘ. ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রশ্নোত্তর পর্ব আগস্ট এখানে

সংস্থা-সংগঠন

৩০. সার্কের ১৫তম মহাসচিব কে?

ক. আমজাদ হোসেন সিয়াল খ. আহমেদ সেলিম

গ. গোলাম সারওয়ার*      ঘ. অর্জুন বাহদুর থাপা

৩১. বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি?

ক. ১৯১টি                   খ. ১৯২টি

গ. ১৯৩টি                   ঘ. ১৯৪টি*

৩২. ১০ জুলাই ২০২৩ কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়?

ক. যুক্তরাষ্ট্র*                খ. ইসরায়েল

গ. রাশিয়া                   ঘ. ভেনেজুয়েলা

৩৩. সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ কতটি?

ক. ৬টি                     খ. ৭টি

গ. ৮টি                      ঘ. ৯টি*

৩৪. ৪ জুলাই ২০২৩ কোন দেশ SCO’র নবম সদস্যপদ লাভ করে?

ক. ভারত                   খ. ইরান*

গ. পাকিস্তান                ঘ. বাংলাদেশ

রিপোর্ট-সমীক্ষা

৩৫. ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?

ক. আইসল্যান্ড*             খ. ডেনমার্ক

গ. আয়ারল্যান্ড              ঘ. নিউজিল্যান্ড

৩৬. ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিন্ম দেশ কোনটি?

ক. দক্ষিণ কোরিয়া          খ. ইসরায়েল

গ. ইয়েমেন                 ঘ. আফগানিস্তান*

৩৭. ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক. ৭৯তম                  খ. ৮৮তম*

গ. ১০৭তম                 ঘ. ১২৬তম

৩৮. ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

ক. আইসল্যান্ড*             খ. নরওয়ে

গ. ফিনল্যান্ড                ঘ. নিউজিল্যান্ড

৩৯. ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে সর্বনিন্ম দেশ কোনটি?

ক. ইরান                    খ. আলজেরিয়া

গ. শাদ                     ঘ. আফগানিস্তান*

৪০. ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?

ক. ৫৯তম*                 খ. ১০৩তম

গ. ১১৫তম                 ঘ. ১১৬তম

৪১. প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত*                  খ. মেক্সিকো

গ. চীন                      ঘ. ফিলিপাইন

৪২. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কত?

ক. দ্বিতীয়                   খ. পঞ্চম

গ. সপ্তম*                   ঘ. অষ্টম

সম্মেলন

৪৩. ১৫তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

ক. ১৮-২০ আগষ্ট ২০২৩   খ. ২২-২৪ আগষ্ট ২০২৩*

গ. ২২-২৪ সেপ্টেম্বর ২০২৩ ঘ. ২২-২৪ অক্টোম্বর ২০২৩

৪৪. ১৫তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা*

খ. বেইজিং, চীন

গ. কলকাতা, ভারত         

ঘ. মস্কো, রাশিয়া

৪৫. ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ক. ১১-১২ জুলাই ২০২৩*   খ. ১৪-১৫ জুলাই ২০২৩

গ. ১৭-১৮ জুলাই ২০২৩    ঘ. ২০-২১ জুলাই ২০২৩

৪৬. ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. মাদ্রিদ, স্পেন           খ. ব্রাসেলস, বেলজিয়াম

গ. লন্ডন, যুক্তরাজ্য          ঘ. ভিলনিয়াস, লিথুয়ানিয়া*

ক্রীড়াঙ্গন

৪৭. ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ?

ক. ভারত*                  খ. নেপাল

গ. মালদ্বীপ                  ঘ. বাংলাদেশ

৪৮. নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে?

ক. শামীম সুলতানা          খ. সালমা খাতুন

গ. ফারজানা হক*          ঘ. নিগার সুলতানা

৪৯. ২৩ সেপ্টেম্বর- ৮ অক্টোম্বর ২০২৩ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

ক. টোকিও, জাপান         খ. নয়াদিল্লী, ভারত

গ. হ্যাংঝু, চীন*             ঘ. জাকার্তা, ইন্দোনেশিয়া

৫০. কোন বিশ্বকাপ জয়ী দল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটি আংশগ্রহণ করতে পারছেনা?

ক. ওয়েস্ট উইন্ডিজ*        খ. শ্রীলংকা

গ. পাকিস্তান                ঘ. ইংল্যান্ড

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন