সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব; আগস্ট।

 




বাংলাদেশ

প্রশ্ন:- দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ- খিলগাও, ঢাকা

প্রশ্ন:- দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোথায়?

উঃ- চাঁপাইনবাবগঞ্জ

প্রশ্ন:-  দেশের প্রথম বীজ পরীক্ষাগার হিসেবে International Seed Testing Association(ISTA)-এর স্বীকৃতি ও সনদ লাভ করে কোনটি?

উঃ- এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি।

প্রশ্ন:- পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection (ETC) কর্যক্রম চালু করা হয় কবে?

উঃ- ৫ জুলাই ২০২৩।

প্রশ্ন:- দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি?

উঃ- ৬৮৪টি

প্রশ্ন:- প্রথম বাংলাদেশি হিসেবে ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’- এর দুর্গম ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন কে?

উঃ- ইকরামুল হাসান শাকিল।

প্রশ্ন:- আগারগাও- মাতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হয় কবে?

উঃ- ৭ জুলাই ২০২৩।

প্রশ্ন:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি?

উঃ- দুঃসাহসী খোকা ( পরিচালক মুশফিকুর রহমান গুলজার)

প্রশ্ন:- প্রথম বাংলাদেশি হিসেবে ইতালিভিত্তিক ‘সিভিটেলা রানিয়েরি স্থাপত্য পুরস্কার২০২৫’- এ ভূষিত হন কে?

উঃ- স্থপতি রিজভী হাসান।

প্রশ্ন:- বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে?

উঃ- ৫২টি

প্রশ্ন:- ১৮ জুলাই ২০২৩ ‘অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অ্যাপারেল সামিটের আয়োজন করে কোন প্রতিষ্ঠান?

উঃ- বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA)

প্রশ্ন:- চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম কী?

উঃ- অপরাজিতা।

প্রশ্ন:- দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি?

উঃ- বাংলাবান্ধা স্থলবন্দর(তেঁতুলিয়া, পঞ্চগড়)

সেপ্টেম্বর মাসের প্রশ্নোত্তর পর্ব দেখুন

  

আন্তর্জাতিক

প্রশ্ন:- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) নতুন মহাসচিব কে?

উঃ- আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ভেলাস্কো (পানামা)।

প্রশ্ন:- ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কী?

উঃ- Indian National Development Inclusive Alliance (INDIA)

প্রশ্ন:- SOFR’র পূর্ণরূপ কী?

উঃ- Secured Overnight Financing Rate

প্রশ্ন:- Saint Sebastian Tended by Two Angels নামের বিখ্যাত চিত্রকর্মটি কার?

উঃ- শিল্পী পিটার পল রুবেন্স।

প্রশ্ন:- ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান?

উঃ- International Commission on Stratigraphy (ICS)

প্রশ্ন:- ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রের নির্মাতা কে?

উঃ- ড্যানিয়েল গর্ডন।

প্রশ্ন:- ১২ জুলাই ২০২৩ বিশ্বের প্রথম তরল মিথেনচালিত রকেট Zhuque-2 এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ?

উঃ- চীন।

প্রশ্ন:- ২২-২৩ জুন ২০২৩ ‘নিউ গ্লোবাল ফিন্যান্সিয়াল প্যাক্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ- প্যারিস, ফ্রান্স।

প্রশ্ন:- রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পান কে?

উঃ- মিশেল বুলক। তিনি ১৮ সেপ্টেম্বর ২০২৩ দায়িত্ব গ্রহণ করবেন।

প্রশ্ন:- ২৪ জুলাই ২০২৩ বাংলাদেশ বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনের কততম সদস্যপদ লাভ করে?

উঃ- ৮৫তম।

প্রশ্ন:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন?

উঃ- অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।

প্রশ্ন:- চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে?

উঃ- ১৩ জুলাই ২০২৩।

প্রশ্ন:- ২৫ জুন ২০২৩ নরেন্দ্র মোদিকে মিসর কোন পদকে ভূষিত করে?

উঃ- মিসরের সর্বোচ্চ রাষ্ট্রিয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’।

প্রশ্ন:- বিশ্বির প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কী?

উঃ- ডিঙ্গভ্যাক্সিয়া (ফরাসি প্রতিষ্ঠান সানোফির)।

প্রশ্ন:- ১ জুলাই ২০২৩ পূর্ব তিমুরের নতুন প্রথানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে?

উঃ- জানানা গুসমাও।

প্রশ্ন:- ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গীর্জা কোথায় অবস্থিত?

উঃ- ওডেসা, ইউক্রেন।

প্রশ্ন:- ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ জি ২০- এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- নয়াদিল্লী, ভারত।

প্রশ্ন:- ১২ জুলাই ২০২৩ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানির নাম কী?

উঃ- ‘এক্সএআই’(সদর দপ্তর সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন:- চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উঃ- ওয়াং ই।

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা প্রবেশ করুন

ক্রীড়াঙ্গন

প্রশ্ন:- টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?

উঃ- মার্কেতা ভন্দ্রসোভা (চেক প্রজাতন্ত্র)

প্রশ্ন:- ২০২৩ সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে?

উঃ- কার্লোস আলকারাজ (স্পেন)।

প্রশ্ন:- উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উঃ- ইংল্যান্ড; রার্নাস আপ স্পেন।

প্রশ্ন:- ১৪ জুলাই ২০২৩ আন্তর্জাতিক টি-২০ তে ৫০তম হ্যাট্রিক করেন কে?

উঃ- করিম জানাত (আফগানিস্তান)।

তথ্য সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স

 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন