সাধারণ জ্ঞান; জুলাই, বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক

 




বাংলাদেশ প্রসঙ্গ

১. বঙ্গবন্ধুর ২০০ ভাষণ সম্বলিত ‘ভায়েরা আমার’ বইয়ের নামকরণ ও ভূমিকা লিখেছেন কে?

ক. শেখ রেহানা             খ. নজরুল ইসলাম

গ. ড. ফখরুল আলম       ঘ. শেখ হাসিনা*

২. দেশের বেশিরভাগ মানুষ চলতি বছর ডেঙ্গুর কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন?

ক. ডেন-২*                 খ. ডেন-১

গ. ডেন-৩                  ঘ. ডেন-৪

৩. বাংলাদেশের নারী বাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. মিহির                   খ. মাহেনাও

গ. বেগম *                  ঘ. সওগাত

৪. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত ছিল?

ক. ৭২.৩ বছর              খ. ৭১.৪ বছর

গ. ৭৩.৪ বছর              ঘ. ৭২.৪ বছর*

৫. বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতিতে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার কত নির্ধারণ করা হয়েছে?

ক. ৯%                     খ. ১০.১২%*

গ. ১১%                     ঘ. ১২%

৬. বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?

ক. ১১%                    খ. ৭.৭%

গ. ৬.২% *                  ঘ. ৬.৭%

৭. জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ‘গ্লোবাল ফুড আউটলুক-২০২২’ অনুসারে ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?

ক. দ্বিতীয়                   খ. চতুর্থ

গ. তৃতীয় *                  ঘ. পঞ্চম

৮. ৭ জুন বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব মুদ্রায় কোন দেশের ঋণ পরিশোধ করেছে?

ক. চীন*                    খ. যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য                 ঘ. জাপান

৯. ২০২৩-২৪ অর্থবছরের বাজেট মোট জিডিপির কত শতাংশ?

ক. ১৪.৫%                  খ. ১৫.২%*

গ. ১৩.২৫%                ঘ. ১০.১৫%

১০. প্রথমবারের মতো প্রদত্ত জাতীয় চা পুরস্কার-২০২৩ এ কোন ব্যক্তি ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর’ পুরস্কার পেয়েছেন?

ক. মালা রায়                খ. সুলতা ভৌমিক

গ. উপলক্ষী ত্রিপুরা*        ঘ. অন্তরা দেবী

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দেখুন ২০২৩ এখানে

১১. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুসারে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কত?

ক. ১৪,৫০০টি              খ. ১৪,২৫০টি

গ. ১৪,৮০০টি               ঘ. ১৪,২০০টি*

১২. বিশ্বব্যাংক-নোমাড প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক. সপ্তম*                   খ. তৃতীয়

গ. পঞ্চম                    ঘ. দশম

১৩. জাতীয় সংসদে ‘আয়কর বিল-২০২৩ করে পাশ হয়?

ক. ২৭ মে ২০২৩           খ. ১৮ জুন ২০২৩*

গ. ১৫ জুন ২০২৩          ঘ. ১ জুন ২০২৩

১৪. ২১ জুন পর্যন্ত দেশে ব্যাংক কোম্পানি আইন কতবার সংশোধিত হয়েছে?

ক. ৬                       খ. ৭*

গ. ১০                      ঘ. ৮

১৫. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ অনুসারে রপ্তানি খাতে তৈরি পোশাক ও নিটওয়্যারের অবদান কত?

ক. ৮৪.৫৮%*              খ. ৮০.৫৮%

গ. ৮৫.৫৮%                ঘ. ৮৭.৫০%

১৬. জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজল্যুশন সর্বসম্মতিক্রমে করে গৃহীত হয়?

ক. ২৩ জুন ২০২৩          খ. ২৫ জুন ২০২৩

গ. ১৪ জুন ২০২৩*         ঘ. ১২ জুন ২০২৩

১৭. ১৪ জুন দেশের কোথায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার? 

ক. চট্টগ্রামের পতেঙ্গা        খ. পটুয়াখালীর কলাপাড়া

গ. কক্সবাজারের মহেশখালী ঘ. কক্সবাজারের সেন্টমার্টিন

১৮. ৪ জুন দেশের প্রথম সমুদ্র গবেষণা কেন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়?

ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়*  

খ. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়       

ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৯. দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি কারখানা কোথায় স্থপিত হচ্ছে?

ক. শেখ মুজিব শিল্পনগর, চট্টগ্রাম*

খ. মুজিবনগর শিল্পাঞ্চল, কুষ্টিয়া

গ. জাপানি শিল্পনগর, নারায়ণগঞ্জ

ঘ. রাজশাহী বিসিক

২০. মহাসড়কে ঘটমান অনিয়ম ও সমস্যার অভিযোগ জানাতে ১১ জুন বাংলাদেশ হাইওয়ে পুলিশের চালু করা অ্যাপের নাম কী?

ক. পুলিশ বিডি.ডট          খ. হ্যালো এইচপি*

গ. রোড মার্চ                ঘ. হাইওয়ে ফাস্ট

বাংলাদেশের আদমশুমারি এখানে

২১. ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩’ এর খসড়া কবে মন্ত্রিসভায় চুড়ান্তভাবে অনুমোদিত হয়?

ক. ২৮ মে ২০২৩           খ. ১২ জুন ২০২৩*

গ. ২১ জুন ২০২৩          ঘ. ৩১ মে ২০২৩

২২. জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান কত?

ক. তৃতীয়                   খ. প্রথম*

গ. দ্বিতীয়                   ঘ. চতুর্থ

২৩. দ্বিতীয় বাংলাদেশি হিসাবে দেশের কোন ক্রিকেটার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বেকর্ড গড়েন?

ক. নাজমুল হোসেন শান্ত*  খ. মুমিনুল হক

গ. লিটন দাস               ঘ. মুশফিকুর রহমান


আন্তর্জাতিক প্রসঙ্গ

১. সাত বছর বন্ধ থাকার পর ৬ জুন কোন দেশ সৌদি আরবে পুনরায় দূতবাস খুলেছে?

ক. ইরান*                  খ. সেনেগাল

গ. ইসরাইল                ঘ. লিবিয়া

২. ‘অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে লাতিন আমেরিকার কোন দেশ চ্যাম্পিয়ান হয়?

ক. ব্রাজিল                  খ. ভেনিজুয়েলা

গ. প্যারাগুয়ে                ঘ. উরুগুয়ে*

৩. বিশ্বব্যাংক-নোমাড প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত *                  খ. রাশিয়া

গ. জার্মানি                  ঘ. যুক্তরাজ্য

৪. ১৩ জুন ফেডারেল আদালতে অভিযু্ক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে?

ক. হেনরি কিসিঞ্জার         খ. বিল ক্লিনটন

গ. ডোনাল্ড ট্রাম্প*          ঘ. বারাক ওবামা

৫. ভারতের নতুন সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?

ক. ২৮ মে ২০২৩*                   খ. ২৬ মে ২০২৩

গ. ২৫ মে ২০২৩           ঘ. ২৪ মে ২০২৩

৬. ১৫ জুন ভারতের গুজরাট উপকূলে আঘাত হানা ‘বিপর্যয়’ এর নামকরণ করেছে কোন দেশ?

ক. ভারত                   খ. বাংলাদেশ*

গ. জাপান                   ঘ. থাইল্যান্ড

৭. ১৯ জুন কোন দেশ ৬৫টি উন্নয়নশীল দেশের জন্য নতুন বাণিজ্যিক সুবিধা চালু করেছে?

ক. যুক্তরাষ্ট্র                 খ. কানাডা

গ. জাপান                   ঘ. যুক্তরাজ্য*

৮. সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি কোন চাকরিতে নিযুক্ত হয়েছেন?

ক. কলামিস্ট*              খ. স্পিকার

গ. সংগঠক                  ঘ. কূটনীতিক

৯. বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়?

ক. ১৪ জুন*                খ. ১৪ জুলাই

গ. ১৪ আগস্ট               ঘ. ১৪ সেপ্টেম্বর

১০. ২২ জুন ইউক্রেনের সম্মেলন-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. যুক্তরাজ্য*               খ. কানাডা

গ. ব্রাজিল                   ঘ. সুইডেন

নিয়োগ পরীক্ষা বঙ্গবন্ধু প্রসঙ্গ Click Here

১১. কোন দেশ কাতারের সঙ্গে পুনরায় কুটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে?

ক. ওমান                   খ. সংযুক্ত আরব আমিরাত*

গ. কুয়েত                   ঘ. সৌদি আরব

১২. ১৪ জুন প্রকাশিত ইউরোপীয় পরিবেশ সংস্থার প্রতিবেদনে বৈরী আবহাওয়ার কারণে চার দশকে ইউরোপে কত মানুষের মৃত্যুর তথ্য এসেছে?

ক. ৫ লাখ                  খ. ৩ লাখ

গ. ২ লাখ*                 ঘ. ৪ লাখ

১৩. ‘বিশ্ব শরণার্থী দিবস’ কত তারিখে পালিত হয়?

ক. ২০ জুন*                খ. ২১ জুন

গ. ১৮ জুন                  ঘ. ২৫ জুন

১৪. সুইজারল্যান্ডের নতুন জলবায়ু বিল অনুযায়ী, দেশটি কত সালের মধ্যে জীবাশ্ম জ্বালানী শূন্য হবে?

ক. ২০৩০ সালে            খ. ২০৩৫ সালে

গ. ২০৫০ সালে*           ঘ. ২০৪৫ সালে

১৫. ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধে আফ্রিকার ‍কয়টি দেশ মধ্যস্থতা করছে?

ক. ৩টি                     খ. ৫টি

গ. ৯টি                      ঘ. ৭টি*

১৬. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘গ্লোবাল ফুড আউটলুক’ প্রতিবেদন অনুযায়ী চাল উৎপাদনে বিশ্বের র্শীষ দেশ কোনটি?

ক. চীন*                    খ. ভারত

গ. শ্রীলংকা                  ঘ. রাশিয়া

১৭. জুন মাসে অনুষ্ঠিত মাইসিসির বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ানশিপের ফাইলান জেতে কোন দেশ?

ক. ইংল্যান্ড                 খ. অস্ট্রেলিয়া*

গ. ভারত                   ঘ. পাকিস্তান

১৮. বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামজয়ী পুরুষ টেনিস খেলোয়াড় (২৩টি) কে?

ক. নোভাক জোকোভিচ*    খ. রজার ফেদেরার

গ. রাফায়েল নাদাল         ঘ. পিট স্যাম্প্রাস

১৯. মাইগভইন্ডিয়া এর তথ্য অনুযায়ী ডিজিটাল লেনদেনে শীর্ষ দেশ কোনটি?

ক. ব্রাজিল                  খ. থাইল্যান্ড

গ. চীন                      ঘ. ভারত*

২০. ১ জুন কোন দেশের আইনসভার ঋণসীমা বিল পাশ হয়?

ক. চীন                     খ. ভারত

গ. যুক্তরাষ্ট্র*                ঘ. দক্ষিণ কোরিয়া

নিয়োগ পরীক্ষায় প্রধানমন্ত্রীকে নিয়ে যত প্রশ্ন Here

২১. কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. ফ্রান্স                     খ. যুক্তরাজ্য*

গ. কানাডা                  ঘ. যুক্তরাষ্ট্র

২২. ১১ জুন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?

ক. তাইওয়ান               খ. যুক্তরাষ্ট্র

গ. সিঙ্গাপুর*                ঘ. জার্মানী

২৩. ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান কোন সাগরের নিরাপত্তায় যৌথ নৌবাহিনী গঠনের পরিকল্পনা করেছে?

ক. পারস্য উপসাগর*       খ. মেক্সিকো উপসাগর

গ. বঙ্গোপসাগর             ঘ. প্রশান্ত মহাসাগর

২৪. রিসেপ তাইয়েপ এরদোয়ান কবে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন?

ক. ২৮ মে ২০২৩           খ. ১ জুন ২০২৩

গ. ২ জুন ২০২৩            ঘ. ৩ জুন ২০২৩*

২৫. ২-৪ জুন ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ প্রতিরক্ষা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?

ক. সিঙ্গাপুর*                খ. ভিয়েতনাম

গ. জাপান                   ঘ. দক্ষিণ কোরিয়া

আগস্ট মাসের সাধারণ জ্ঞান আপডেট এখানে


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন