আদমশুমারি-২০২২ সাধারণ জ্ঞান; নিয়োগ পরীক্ষা প্রস্তুতি।

 



বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি


  • জাতীয় জনসংখ্যা দিবস- ২ ফেব্রুয়ারি।
  • বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই।
  • উপমহাদেশে প্রথম আদমসুমারি করেন- লর্ড মেয়ো (১৮৭২ সালে)।
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়- ১৯৭৪ সালে।
  • বাংলাদেশে এখন পর্যন্ত আদমশুমারি হয়েছে- ৬টি (১৯৭৪, ১৯৮১,১৯৯১,২০০১, ২০১১, ২০২২)।
  • জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট- NIPORT.
  • NIPORT প্রতিষ্ঠিত হয়- ১৯৭৭ সালে (আজিমপুর, ঢাকা)।
  • জনশুমারি বাস্তবায়ন করে- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
চাকরির পরীক্ষায় বঙ্গবন্ধুকে নিয়ে যত প্রশ্ন দেখুন

 

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা- ২০২২ 

  • ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়- ১৫-২১ জুন, ২০২২।
  • পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী, বর্তমানে আদমশুমারির নতুন নাম- জনশুমারি।
  • দেশের ১ম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়- ২০২২ সালে (৬ষ্ঠ জনশুমারি)।
  • আদমশুমারির পরিবর্তে প্রথমবারের মত জনশুমারি শব্দটি ব্যবহৃত হয়- ২০২২ সালে।
  • পরবর্তী জনশুমারি অনুষ্ঠিত হবে- ২০৩১ সালে।

 

বিশ্ব জনসংখ্যা রিপোর্ট- ২০২২


  • মোট জনসংখ্যা- ১৬,৫১,৫৮,৬১৬ জন। (মোট জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ- ৮ম)
  • জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২২%।
  • প্রতিবন্ধী জনসংখ্যা- ১.৪৩%।
  • জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকি.মি)- ১,১১৯ জন। (জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশ- ৬ষ্ঠ)
  • পুরুষ ও নারীর অনুপাত- ৯৮.০৪:১০০।
  • সাক্ষরতার হার- ৭৪.৬৬% (৭ বছর+) (পুরুষ-৭৬.৫৬%, নারী-৭২.৮%)।
  • স্বাক্ষরতার হারে শীর্ষ বিভাগ ঢাকা ও সর্বনিন্ম- বিভাগ ময়মনসিংহ।
  • স্বাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর ও সর্বনিন্ম- জেলা জামালপুর।
  • দেশে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি চাকমা ও কম ভীল।
  • বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা- ৫০টি।
  • জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম- বরিশাল বিভাগে (৬৮৮জন)।
  • জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি- ঢাক বিভাগ (২১৫৬ জন)।
  • দেশে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা- ১৬,৫০,১৫৯ জন (০.৯৯%)।
  • জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) ২০২২ সালের জনসংখ্যা প্রতিবেদনটি- ৪৫তম।
  • বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে ৮ম, সার্কভুক্ত দেশের তালিকায়- ৩য়, মুসলিম বিশ্বে- ৪র্থ।
  • জনসংখ্যা ঘনত্বে বাংলাদেশ- ৬ষ্ঠ।
  • বিশ্বের মোট জনসংখ্যা- ৭৯৫.৪০ কোটি (বর্তমান- ৮০০ কোটি)।
  • বাংলাদেশের মোট জনসংখ্যা- ১৬ কোটি ৭৯ লক্ষ।
  • বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ০.৯৯%।
  • বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১%।
  • বিশ্বে গড় আয়ু- পুরুষ- ৭১ বছর ও নারী- ৭৬ বছর।
  • জনসংখ্যা ঘনত্বে শীর্ষ দেশ- মোনাকো।
  • নারী প্রতি প্রজনন হার- ২.৪ জন।
  • জনসংখ্যায় বিশ্বের- শীর্ষ দেশ- চীন, সর্বনিন্ম- টুভ্যালু।
  • জন্মহারে বিশ্বের- শীর্ষ দেশ- সিরিয়া (৫.৫%), সর্বনিন্ম- লেবানন (-১.৩%)।
  • শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ- দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, স্লোভাকিয়া।
নিয়োগ পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে যত প্রশ্ন এখানে

 

আদিবাসী ভাষা দশক: ২০২২-২০৩২


  • মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা (তংস্মাসে)।
  • ‘ম্রো’ ভাষায় প্রথম ব্যাকরণ বইয়ের নাম- ততোং।
  • মারমা বাংলা অভিধানটি সংকলন করেছেন- জুয়েল বড়ুয়া।
  • বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগস্ট।
  • জাতিসংঘ সর্বপ্রথম আদিবাসীদের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়- ৯ আগস্ট, ১৯৮২।
  • বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়- ১৯৯৫ সাল থেকে।
  • আন্তর্জাতিক আদিবাসী বর্ষ- ১৯৯৩ সাল।
  • আদিবাসী ভাষা বর্ষ- ২০১৯ সাল।
  • আদিবাসী ভাষা দশক- ২০২২-২০৩২।
  • আদিবাসী অধিকার সনদ পাস হয়- ১৩ সেপ্টেম্বর, ২০০৭।
  • জাতিসংঘের আদিবাসী অধিকার সনদে ভোট দানে বিরত থাকে- বাংলাদেশ।
  • বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা- ৫০।
  • উপজাতিদের ভাষা মোট- ৩২টি।
  • সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে- ২৩(ক) অনুচ্ছেদে।
  • সংবিধানে নৃ-গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়- ১৫তম সংশোধনীতে (২০১১ সালে)।
  • জাতীয় সংসদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন পাস হয়- ২০১০ সালে।
  • সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- চাকমা।
  • নৃ-গোষ্ঠীর বসবাস- সর্বোচ্চ রাঙামাটি, সর্বনিন্ম- লালমনিরহাট।
  • ধর্মভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর- সর্বোচ্চ- বৌদ্ধ (৪৫.৩৬%), সর্বনিন্ম - মুসলিম (২.৬৪%)।
  • NCTB ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ করেছে।
  • মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ হওয়া ৫টি নৃ-গোষ্ঠী হল- চাকমা, মারমা, ত্রিপুরা (ককবরক), গারো ও ওঁরাও (সাদরি)।
  • জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ- ২০২১

 

জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ- ২০২১


  • জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ প্রকাশ করে- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
  • প্রতিবেদন অনুযায়ী- মোট প্রতিবন্ধী- ৪০,৩৩,২৬৮ জন।
  • মোট প্রতিবন্ধী জনসংখ্যার হার- ২.৮০%।
  • বিভাগ অনুযায়ী প্রতিবন্ধিতার হার সবচেয়ে বেশি- খুলনায় এবং কম- সিলেটে।

বাংলাদেশের কৃষি ও কৃষিজ সম্পদ নিয়ে সাধারণ জ্ঞান লিঙ্ক


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন