প্রভাষক/শিক্ষক নিবন্ধন লিখিত
পরীক্ষা ভালো করার জন্য কিছু পরামর্শ
ক.
লিখিত পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো সময় ম্যানেজমেন্ট অর্থ্যাৎ সময়ের
মধ্যে আপনার প্রশ্নের সকল উত্তর দিতে পারা। অধিকাংশ সময় আমরা প্রথম প্রশ্নের উত্তর
বড় লিখতে গিয়ে এতটা সময় নষ্ট করি যে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো আকারে ছোট ও মানসম্মত
হয়ে ওঠে না।
খ.
লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘণ্টা অর্থ্যাৎ ১৮০ মিনিট। আপনার এই ১৮০ মিনিট
থেকে কমপক্ষে ১৫ মিনিট বাদ দিলে আপনার সময় থাকে ১৬৫ মিনিট থাকে। আপনি আপনার প্রশ্ন
সংখ্যা দিয়ে সময়কে ভাগ দিন।
গ.
বড় প্রশ্নের সময় নির্ধারণ করুন কমপক্ষে ২৭ মিনিট করে মোট সময় দিন ৮১ মিনিট, ব্যাখ্যার
জন্য সময় রাখুন ৭ মিনিট করে ২১ মিনিট। সময় সব প্রশ্নের জন্য সমান হলে উত্তর সমান হয়
ঠিক তেমনি মূল্যায়নের ক্ষেত্রের নম্বর সমান পাওয়া যায়। ব্যাকরণ অংশে ১৫মিনিট ও রচনায়
৪৮ মিনিট। লেখা শেষ করে আসাটাই জরুরি।
#
বাংলা বিষয় ব্যতীত যারা অন্যান্য বিষয়ের আছেন তারা তাদের সময় ভাগ করে নেওয়ার চেষ্টা
করুন।
ঘ.
পরিস্কারভাবে লেখার চেষ্টা করুন। উত্তরপত্রের লেখা স্পষ্ট হওয়া জরুরি।
ঙ.
অল্প লিখুন কিন্তু বেশি লিখতে গিয়ে ভুল লিখে আসবেন না।
চ.
মাথা ঠাণ্ডা রাখুন, ভালো যেটা পারবেন সেটা দিয়ে শুরু করুন।
ছ.
সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী।