প্রশ্ন: অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে? বৈশিষ্ট্য বর্ণনা কর।
যে ছন্দের পর্ব অন্য ছন্দের তুলনায় সবচেয়ে
দীর্ঘ হয় এবং যা পড়তে গেলে শব্দ ধ্বনির একটি অতিরিক্ত তান বা সুরের জন্ম হয় তাকে অক্ষরবৃত্ত
ছন্দ বলে। এই ছন্দের মূল পর্ব হয় সাধারণত আট বা দশ মাত্রার। এই পর্ব দৌর্ঘের কারণে
বাগ যন্ত্রের ক্লান্তি এড়ানোর জন্য ধীর লয়ে এই ছন্দ পাঠ করতে হয়। এই ছন্দকে মিশ্র ছন্দ,
যৌগিক ছন্দ, তান প্রধান ছন্দ বা পয়ার জাতীয় ছন্দ বলা হয়।
অক্ষরবৃত্ত
ছন্দের একটি বড় বৈশিষ্ট্য হল এই যে তা পড়তে গেলে শব্দ ধ্বনির একটি তান বা সুর শুনা
যায়। অবশ্য গানের সুরের চেয়ে তা দুর্বলতর।
হে দারিদ্র্য তুমি মোরে/ করেছ মহান
তুমি মোরে দানিয়াছ/ খ্রীষ্টের সম্মান।
অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য
০১. অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব আট বা
দশ মাত্রার হয়ে থাকে। যেমন
হাজার বছর ধরে/ আমি পথ হাটিতেছি/ পৃথিবীর
পথে ৮+৮+৬
সিংহল সমুদ্র থেকে/ নিশীথের অন্ধকারে/
মালয় সাগরে ৮+৮+৬
০২. অক্ষরবৃত্ত ছন্দের একটি বড় বৈশিষ্ট্য
হল যে পড়তে গেলে শব্দ ধ্বনির একটি অতিরিক্ত তান বা সুরের জন্ম হয়।
০৩. অক্ষরবৃত্ত ছন্দের লয় ধীর এবং গতিবেগ
মন্থর। যেমন
কি গাহিবে, কি শুনাবে!/ বলো মিথ্যা আপনার
সুখ
মিথ্যা আপনার দুঃখ/ স্বার্থমগ্ন যে জন
বিমুখ
০৪. এই ছন্দের পর্ব বৈচিত্র বিশেষভাবে
লক্ষ্যণীয়। অক্ষরবৃত্তের পর্ব সাধারণত দীর্ঘ হয়। এই ছন্দের পয়ার দুই পর্বের, ত্রিপদী
তিন পর্বের এবং চৌপদী চার পর্বের হয়ে থাকে।
মহাভারতের কথা/ অমৃত সমান
কাশীরাম দাশ কহে/ শুনে পূণ্যবান।
০৫. অক্ষরবৃত্ত ছন্দে যুক্ত অক্ষর সংশ্লিষ্ট
উচ্চারণ হয়। যেমন
পাখি সব করে রব/ রাতি পোহাইল
০৬. অক্ষরবৃত্ত ছন্দে যতি ও ছেদ ভাব অনুযায়ী
পড়ে। আট মাত্রা ও ছয় মাত্রার পড়ে যতি পড়লেও ছেদ যে কোন জায়গায় পড়তে পারে।
এতক্ষণে* অরিন্দম/ কহিলা বিষাদে
জানিনু* কেমনে আসি/ লক্ষণ পশিল
রক্ষপুরে।
০৭. অক্ষরবৃত্ত ছন্দে সাধারণত সাধু ভাষা
ব্যবহার হয় এবং গম্ভীরভাব প্রকাশ করে। যেমন
হে দারিদ্র্য তুমি মোরে/ করেছ মহান
তুমি মোরে দানিয়াছ/ খ্রীষ্টের সম্মান।
০৮. অক্ষরবৃত্ত ছন্দ অত্যন্ত বৈচিত্র
পূর্ণ। এর নানা শাখা প্রশাখা রয়েছে। যেমন, পয়ার, ত্রিপদী, চৌপদী, অমিত্রক্ষর,মুক্তক, গৈরিশ ইত্যাদি।
একথা জানিতে তুমি/ ভারত ঈশ্বর শাজাহান
কালস্রোতে ভেসে যায়/ জীবন যৌবন ধনমান
(মহাপয়ার)
সতত হে নদ তুমি/ পড় মোন মনে
সতত তোমারি কথা/ ভাবি এ বিরলে। (অমিত্রাক্ষর)
০৯. স্বরবৃত্তের মত অক্ষরবৃত্তও বাংলা
ভাষার বনেদী ছন্দ।
১০. অক্ষরবৃত্ত ছন্দের শোষণ ক্ষমতা সর্বাধিক।
দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ
/ দুঃসাধ্য সিন্ধান্ত
স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে জানুন এখানে