১৭তম শিক্ষক নিবন্ধন সাজেশন ইতিহাস

 



সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা

সাজেশন: ইতিহাস (স্কুল পর্যায় সমাজবিজ্ঞান শিক্ষক)

ক বিভাগ- রচনামূলক প্রশ্ন


ক. ধর্মপালের রাজত্বকালে সংঘটিত ত্রিপক্ষীয় সংঘর্ষের বিবরণ দাও।

খ. ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বাংলা বিজয় সম্পর্কে লিখুন।

গ. ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মুসলিম শাসন সম্পর্কে আলোচনা করুন।

ঘ. দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব পর্যালোচনা করুন।

ঙ. শেরশাহের শাসন সংস্কার আলোচনা করুন।

চ. ফরায়েজী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ফরাজেয়ী আন্দোলনের ফলাফল সম্পর্কে লিখুন।

ছ. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ কী ছিল? এটি কেন রদ করা হয়েছিল?

জ. ভার্সাই চুক্তির প্রধান ধারা গুলি আলোচনা করুন।

ঝ. প্রথম/দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লিখুন।

ঞ. হিজরত কী? মহানবি (সা) কেন মদিনায় হিজরত করেছিলেন?

ট. ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর (রা) এর অবদান মূল্যায়ন করুন।

ট. সেনদের আদি নিবাস কোথায় ছিল? বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করুন।

ঠ. হোসেন শাহী বংশের শাসনকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?

ড. পলাশির যুদ্ধের কারণ সমূহ বর্ণনা করুন। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী ব্যাখ্যা করুন।

ঢ. ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করুন।


খ বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্ন


১. মাৎস্যন্যায়ম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করুন।

২. বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ আলোচনা করুন।

৩. বাবুরকে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠা বলা হয় কেন?

৪. শেরশাহের সংস্কার সমূহ উল্লেখ করুন।

৫. আমেরিকা কেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল?

৬. মুসেলিনি কে ছিলেন?

৭. মদিনা সনদের প্রধান কয়েকটি ধারা উল্লেখ কর।

৮. মদিনা সনদের প্রধান কয়েকটি ধারা উল্লেখ করুন।

৯. মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

১০. ১৯৪৭ সালের ভারত শান আিইনের প্রধান কয়েকটি ধারা লিখুন।

১১. বখতিয়ার খলজির সহজ বাংলা জয়ের কারণ কী?

১২. ১৯১১ বঙ্গভঙ্গ রদ কেন হয়েছিল?

১৩. মুহম্মদ বিন তুঘলঘ কেন প্রতীক মুদ্রা চালু করেন?

১৪. ১৭৮৯ সালের বিপ্লব ও ফ্রান্সের সামাজিক অবস্থার বিবরণ দিন।

১৫. ফ্যাসিবাদ কী?

১৬. খারেজীদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করুন।

১৭. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?

১৮. হিটলার কে?

১৯. আলীগড় আন্দোলন কী?

২১. আকবরের দীন ই ইলাহি প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল?

 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন