প্রাইমারি শিক্ষক নিয়োগের গণিত স্পেশাল সাজেশন - ২০২৩, অনুপাত-সমানুপাত
০১. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলে মিশ্রণের অনুপাত ৭:৩
ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে। উঃ- ৮০লিঃ। {১০তম,স.মাধ্য’১১,
প্রাই’১০,০৯,০৮,রেজি,প্রাই’১২ পল্লী উন্নয়ন’০৭,শ্রম মন্ত্র’০৬}
০২. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২. যদি পানি অপেক্ষা
দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? উঃ- ৪লিঃ। {১১তম}
০৩. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত? উঃ- ৩৫:৭২/১০৫:২১৬
{১২তম,গণপূর্ত’০৬}
০৪. কঃখ = ৪:৭ এবং খঃগ = ৫:৬ হলে কঃখঃগ = ? উঃ- ২০:৩৫:৪২।
{১৬তম,তথ্য অফিসার’০৫}
০৫. একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার
অনুপাত ৩:১ এতে কি পরিমাণ সোনা মিশালে ৪:১ হবে? উঃ- ৪গ্রাম। {১৬,২১তম,খাদ্য’১১}
০৬. দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে
অনুপাতটি হবে ২:৩। সংখ্যা দুইটি কি কি? উঃ- ১০ ও ১৬। {২০তম, প্রাই’১২,০৯,০৮, পরিবার’১১,
শ্রম মন্ত্র’০৯,০৬}
০৭. ১০০০ টাকা ক ও খ ১:৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর
অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২:১:১ অনুপাতে ভাগ করে নেয়। মেয়ে কত টাকা পাবে? উঃ-
২০০ টাকা। {২১তম,প্রাই’০৯}
০৮. ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ
করলে টুকরো গুলোর সাইজ কত হবে? উঃ- ৯,২১,৩০ মিঃ। {২২তম}
০৯. ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে ক এর ১৭ ভাগ খ
এর ৩ ভাগ ও গ এর ৪ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে খ এর ভাগ কত? ৯ কেজি। {২৩তম}
১০. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১ দুধের পরিমাণ
যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? উঃ- ২লিটার। {২৬তম,সহ জজ’১১}
বিগত বছরে নিয়োগ পরীক্ষার গড় অঙ্ক এখানে
১১. ৩,৯,৪ এর সমানুপাতিক কত? উঃ- ১২। {৩০তম}
১২. যদি দুইটি সংখ্যার যোগফর ও গুণফল যথাক্রমে ২০ ও
৯৬ হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত? উঃ- ৫/২৪। {৩১তম}
১৩. একটি শ্রেণিতে ছাত্র ছাত্রীর অনুপাত ৬:৭ ঐ শ্রেণিতে
মোট ছাত্র-ছাত্রী ৭৭ জন হলে ছাত্র সংখ্যা কত? উঃ- ৩৫ জন। {স.মাধ্যমিক’০৪}
১৪. আবিদ, আবির ও আনোয়ারের মধ্যে কিছু টাকা ৩:৫:৭ অনুপাতে
ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ কত? উঃ- ৭৫০ টাকা। {প্রাই’০৬}
১৫. একটি সোনার গয়নার ভর ২০ গ্রাম। এতে সোনা ও তামা
৩:১ হলে তামার পরিমাণ কত? উঃ- ৫গ্রাম। {প্রাই’০৬}
১৬. তিনটি ক্রমিক সমানুপাতির প্রান্তিয় রাশিদ্বয়ের গুণফল
৩৬। ৩য় রাশি ১২ হলে ক্রমিক সমানুপাতটির মধ্য রাশি কত? উঃ- ৬। {প্রাই’০৯}
১৭. ৪৯৫ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম
অংশের পার্থক্য কত টাকা? উঃ- ১৩৫টাকা। {প্রাই’০৮}
১৮. একজন লোক সপ্তাহে ২,২০০ টাকা আয় করেন এবং ১,৬৫০
টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত হবে? উঃ- ১:৪। {প্রাইমারি’০৮}
১৯. ২১/৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও
অকটেনের অনুপাত ৪:৩/৭:৩ এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে ৩:৪/৩:৭।
উঃ- ৭/৪০গ্যালন। {প্রাইমারি’০৯}
২০. ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে
অর্ন্তবিভক্ত করে? ২:১। {প্রাইমারি’০৯,জজ’১০,স্বরাষ্ট্র’০৬}
২১. একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা এর সাথে
প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১:৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা এর দর
কত? উঃ- ৯৫ টাকা। {প্রাইমারি’০৮}
২২. এক ভাই ও বোন তাদের সংগ্রহীত ৫,০০০ টাকার ডাক টিকিট
নিজেদের মধ্যে ৫:৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে
৩:১:১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কয়টি করে ডাক টিকিট পাবে? উঃ- ৬২৫ টাকা।
{প্রাইমারি’০৯}
২৩. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের
নম্বরের অনুপাত ৬:৭, তবে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? উঃ- ৯:১৪। {প্রাইমারি’০৯}
২৪. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭, তাদের ক্ষেত্রফলের
অনুপাত কত? উঃ- ৪:৯। {প্রাইমারি’০৯,১০}
২৫. ৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের
অনুপাত ৩:১ এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে ৫:২। উঃ- ২গ্যালন।
{প্রাইমারি’০৯}
বিগত বছরের সুদকষা অঙ্ক এখানে
২৬. কিছু টাকা ক,খ,গ এর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া
হলো, যাতে ক এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ এর অংশ গএর ৪ গুণের সমান হয়, তাহলে তাদের
অংশের অনুপাত কত? উঃ- ৮:৪:১। {প্রাইমারি’১০}
২৭. একজন দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা
দরের দুই ধরণের চা কি অনুপাতে মিশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০
পয়সা হবে? উঃ- ৭:৩। {প্রাইমারি’১০}
২৮. দুটি রাশির অনুপাত ৮:১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর
রাশি কত? উঃ- ৭৫। {প্রাইমারি’১০}
২৯. ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা
বেশি বেতন পেলে খ এর বেতন কত? ১,০০০ টাকা। {প্রাইমারি’১০,১১,১২}
৩০. কোন অনুপাতের উভয় পদের সাথে ১ যোগ করলে অনুপাতটি
৩:৪ এবং উভয় পদ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২:৩ হবে? উঃ- ৫:৭। {রেজি,প্রাই’১১}
৩১. ১৬:২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের
মান ১/২ হবে? উঃ- ৭। {রেজি,প্রাই’১১}
৩২. ৬৪ থেকে ৭:৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি হবে?
উঃ- ৫৬। {রেজি,প্রাই’১১}
৩৩. দুইটি রাশির অনুপাত ৭:১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব
রাশি কত? উঃ- ৫৬। {রেজি,প্রাই’১১}
৩৪. কঃখ = ৫:৬ এবং খঃগ = ৩:১০ হলে কঃগ =? উঃ- ৫:২০।
{রেজি,প্রাই’১১,নিবন্ধন’১১}
৩৫. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:২।
ঐ মিশ্রণে এসিড ও পানির অনুপাত কত? উঃ- ৪৯ লি ও ১৪লি। {রেজি,প্রাই’১১}
৩৬. ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে?
উঃ- ২৮। {রেজি,প্রাই’১১}
৩৭. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাত ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম
অংশের পার্থক্য কত টাকা। উঃ- ৩৯ টাকা। {রেজি,প্রাই’১১}
৩৮. ৩২ লিটার অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের
অনুপাত ৫:৩ এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে ৪:৫। উঃ- ১৩লিটার।
{রেজি,প্রাই’১২}
৩৯. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে? উঃ- মধ্য
রাশি। {রেজি,প্রাই’১২}
৪০. কঃখ = ২:৩, খঃগ = ৬:৭ হবে তবে কঃগ = ? উঃ- ৪:৭।
{থানা শিক্ষা’১০,নিবন্ধন’১১}
৪১. পনির ও মনিরের আয়ের অনুপাত ৫:৪। মনির ও তপনের আয়ের
অনুপাত ৩:৪। পনিরের আয় ১২০ টাকা হলে তপনের আয় কত? {নিবন্ধন’০৯}
৪২. ৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতি কত? উঃ- ১২। {নিবন্ধন’১০}
৪৩. ৪, ৪ ১/২, ২ এর চতুর্থ সমানুপাতি কত? উঃ- ২ ১/৪
{শিক্ষক নিবন্ধন’১১}
৪৪. ৪০ কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত ৮:১ ঐ
দ্রবণে কী পরিমাণ চিনি মিশ্রিত করলে পানির
ও চিনির অনুপাত হবে ৮০:১৯।
৪৫. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ । সংখ্যা
দুইটির অনুপাত কত? উঃ- ২:১। {স্বরাষ্ট্র’১১}
৪৬. ৯,৮০০টাকা ২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর
অংশের পার্থক্য কত? উঃ- ২,১০০ টাকা। {খাদ্য’১১}
৪৭. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫%। সংখ্যা দুইটির
অনুপাত কত? উঃ- ৯:২। {কৃষি মন্ত্রনালয়’১১}
৪৮. ৪০ মিটার একটি দীর্ঘ রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে
দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত? উঃ- ২০ মিটার। {খাদ্য’০৯}
৪৯. দুইটি সংখ্যার বিয়োগফল ৩৩ এবং তাদের অনুপাত ৮:৫,
সংখ্যা দুইটি কি কি? উঃ- ৮৮ ও ৫৫।
৫০. ৪:৯ এর ব্যস্তানুপাত কত? উঃ- ৯:৪। {প্রাইমারি’১১}
৫১. ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামুল মোট ২৪০ রান
করল। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২:৩ বাশার ও এনামুলের রানের অনুপাত ৩:২ হলে এরা
প্রত্যেতে কে কত রান করেছে? উঃ- ৮০,১২০ ও ৮০। {প্রশাসনিক কর্মকর্তা’০৫}
৫২. কঃখ = ৪:৫, খঃগ = ২:৩ অনুপাতে যদি ক এর ৮০০ টাকা
থাকে তাহলে গ এর টাকার পরিমাণ কত? উঃ- ১,৫০০ টাকা। {পল্লী উন্নয়ন’০৬}
৫৩. শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১:১০ এবং তার মাসিক
সঞ্চয় ১০০০ টাকা হলে তার মাসিক আয় কত? উঃ- ১,০০০ টাকা। {প্রশাসনিক কর্মকর্তা, মহিলা
ও শিশু’০৭}
৫৪. ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৪:৩ এবং গম
ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৫:৪ হলে ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও ১ কুইন্টাল
গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত? ১৫: ১৬। {মহিলা’০৭}
৫৫. মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত ৭:৫ এবং তাদের
মাসিক বেতনের সমষ্টি ১২,০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ টাকা ও ১৫০
টাকা প্রতি মাসে হলে একবছর পর তাদের বেতনের অনুপাত হবে? উঃ- ১৪৪:১০৩। {অর্থ মন্ত্রনালয়’০৭}