প্রাইমরি গণিত। বিভিন্ন চাকরির পরীক্ষা সর্বাধিক কমন গণিত।

 



            প্রাইমারি শিক্ষক নিয়োগের গণিত স্পেশাল সাজেশন- ২০২৩

অধ্যায়- শতকরা

০১. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টকার সুদ কত হবে? ৪৫০টাকা। {২৫তম,}

০২. বার্ষিক ৪১/২ সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টকা হবে? উঃ- ৭০০ টকা।{২০তম}

০৩. ৫০০ টাকা ৪ বছরের সুদ এবং ৬০০ টাকা ৫ বছরের সুদ একত্রে ৫০০ টকা হলে সুদের হার কত? উঃ- ১০%। {১৬তম}

০৪. শতকরা ৫% হার সুদে ২০ বছরে সুদ আসলে ৫০,০০০ টাকা হলে মুলধন কত? উঃ- ২৫,০০০ টাকা। {১৪তম}

০৫.সরল সুদের হার শতকরা কত হলে যে কোন মুলধন ৮বছরে সুদে আসলে তিনগুণ হবে। উঃ- ২৫ টাকা। {১০তম}

০৬. একজন লোক ৫% হার সুদে ৫০০ টাকা ধার করেন এবং কিছু কাল পরে ৩১/২% হার সুদে আরো ৪০০ টাকা ধার করেন। দ্বিতীয় বার নেবার পর ৬ মাস পরে তিনি উভয় ধার সুদে-মুলে ৯৯৪.৫০ টাকা ধোধ করেন। প্রথমবার ধার নেওয়ার কত দিন পর ঐ ধার শোধ করেন। উঃ- {২৩তম}

০৭. কোন মুলধন ৩ বছরের সরল সুদে-মুলে ১১,০০০ টাকা হয়। সুদ আসলের ৩/৮ হলে আসল ও সুদের হার নির্ণয় কর। উঃ- {২১তম}

০৮. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মুলধন কত? উঃ- ৭০০ টাকা।

০৯. ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে? উঃ- ৪বছর। {

১০. শতকরা সুদের হার ৮ টাকা থেকে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মুলধন কত? উঃ- ১,৬০০ টাকা।

১১. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২বছর ৬ মাসের সুদ কত? উঃ- ৮০ টাকা।

১২. রহিম ৩ বছরের জন্য ৪০০ টকা ৫ বছরের জন্য ৬০০ টাকা ধার করে মোট ১৬৮ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? উঃ- ৪%।

১৩. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০ বছরে সুদে আসলে তিনগুণ হবে? উঃ- ২০ টাকা ।

১৪. বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরের যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরের তত সুদ হয়। উঃ- ৪৫০ টাকা।

১৫. বার্ষিক মুনাফার হার ৬ টাকা হলে ৮৫০ টাকায় কত বছরের মুনাফা ২৫৫ টাকা হবে? উঃ- ৫ বছর।

প্রাইমারি গণিত সাজেশন (গড়, লসাগু, গসাগু) এখানে

১৬. কোন আসল ৫ বছরে সুদ সহ ৩০৬ টাকা এবং সুদ আসলের ৯/২৫অংশ। আসল এবং শতকরা সুদের হার নির্ণয় কত।

১৭. ৮,৮৮৮ টাকা বাষিক ১০% সুদে কত বছরে সুদ আসলে ১৭,৭৭৬ টাকা হবে। উঃ-

১৮. এক ব্যক্তি ১৫,০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?

১৯. শতকরা বার্ষিক কত হার সুদে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকা ও ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হয়।

২০. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে মুলধন কত?

২১. বার্ষিক ১২১/২%সরল মুনাফায় কত বছরে মুনাফা আসলের সমান হবে? উঃ- ৮বছর।

২২. বার্ষিক ৬% হার সরল মুনাফায় কত টাকা ৪ বছরে ৮,০৬০ টাকা হবে? উঃ- ৬,৫০০ টাকা।

২৩. যদি এক টাকা বিনিয়োগ করা হয় ৮% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে, ৬ বছর শেষে মোট বিনিয়োগ কত হবে?

২৪. একজন লোক ৫৪,০০০ টাকার কিছু টাকা বিনিয়োগ করেন ৫% সরল মুনাফায় অবশিষ্ট ৪% সরল মুনাফায়। বছর শেষে ২৪৭ টাকা মুনাফা পেলেন। তিনি ৫% হারে বিনিয়োগ করলেন কত টাকা? উঃ- ৩১,০০০ টাকা।

২৫. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে। উঃ- ২০%

২৬. ৮%/৬% সরল মুনাফায় ৬,০০০/৮,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩/৬ বছরে ঐ মুনাফা হবে? উঃ- ৮%।

২৭. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার সুদ কত বেশি হবে? উঃ- ৩টাকা।

২৮. কোন আসল ২০ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে তিনগুণ হবে? উঃ- ৪০ বছরে।

২৯. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকায় ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে? উঃ- ৩%

৩০. ৬% সরল মুনাফায় ৮,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল মুনাফা হারে বিনিয়োগ ১০,০০০ টাকায় ৩ বছরে সেই মুনাফা হয়। উঃ- ৮%।

৩১. ৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে? উঃ- ৭৫০ টাকা।

৩২. বার্ষিক শতকরা কত হার সুদে ৯০০ টাকার পাঁচ বছরের সুদ ১৩৫ টাকা হবে? উঃ- ৩%

৩৩. কোন মূলধন ৮ বছরে দ্বিগুণ হলে, বার্ষিক শতকরা লাভের হার কত?

৩৪. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরের সুদ-আসলে ৪৭৬ টাকা হবে? উঃ- ৪%

৩৫. সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ, সুদে আসলে ১/৫ অংশ হবে? উঃ- ৫ বছর।

৩৬. শতকরা বাষিক কত হার সুদে কত বছরে যে কোন মূলধন দ্বিগুণ হবে? উঃ- ২০ বছর।

৩৭. বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদে আসলে ১২২৫ টাকা হবে? উঃ- ১০০০ টাকা।

৩৮. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে আসলে তিনগুণ হবে? উঃ- ২০০ টাকা।

৩৯. শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে মুলে ৮০০ টাকা হবে। উঃ- ১০ বছর।

৪০. শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত? উঃ- ৬০০ টাকা।

৪১. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সমৃদ্ধিমূল ১০৪০ টাকা হবে? উঃ- ৬৫০ টাকা।

৪২. এক ব্যক্তি ৮০,০০০ টাকা বার্ষিক ১২% হারে মুনাফায় বিনিয়োগ করলে ২ বছরে কত টাকা মুনাফা পাবে। উঃ- ১৯,২০০।

৪৩. এক ব্যক্তি ৪,৮০০ টাকা কিছুর পরিমাণ টাকা ৫% মুনাফায় বিনিয়োগ করে অবশিষ্ট টাকা ৪% মুনাফায় বিনিয়োগ করে। বছর শেষে ঐ ব্যক্তি ২০৪ টাকা মুনাফা পায়। ৫% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? উঃ- ১,২০০ টাকা।

৪৪. বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ৪ বছরের সুদ আনুমানিক কত? উঃ- ২,১৫০ টাকা।

৪৫. বার্ষিক ৬% হার সুদে ষান্মসিক চক্রবৃদ্ধিতে ২,০০০ টাকা একটি সঞ্চয়ী হিসাবে জমা রাখা হল। বছর শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? উঃ- ২,১২১.৮ টাকা।

৪৬. একজন ব্যক্তি ১০% হার চক্রবৃদ্ধিতে কোন ব্যাংকে ১,০০০ টাকা জমা রাখেন। ২য় বছরে সুদের হার বৃদ্ধি পেয়ে ১৫% হল। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদে আসলে কত টাকা পাবে? উঃ- ১,২৫৫ টাকা।

 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন