এসএসসি সাজেশন- ২০২৩ বাংলা দ্বিতীয় পত্র

 



এসএসসি সাজেশন- ২০২৩
বাংলা ২য় পত্র (সকল বোর্ড)

. অনুচ্ছেদ লিখ {যেকোনো একটি}                                        

ক. জাতীয় পতাকা              খ. বইমেলা

গ. বৈশাখী মেলা                      ঘ. স্বাধীনতা দিবস

ঙ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       চ. বাংলা নববর্ষ

ছ. কম্পিউটার                        জ. মোবাইল ফোন

ঝ. বিশ্ববিদ্যালয়                      ঞ. জাদুঘর

ট. পদ্মাসেতু                          ঠ. মেট্রোরেল

২. সারমর্ম বা সারাংশ লিখ {যেকোনো একটি}

সারমর্ম:

ক. আসিতেছে শুভদিন .... ...... .... আসে নব উত্থান। {মূলবই পৃষ্ঠা: ১৩৮}

খ. বসুমতি তুমি এতই কৃপণা .... .... .... তাহে নিতান্তই ছাড়ে। {মূলবই পৃষ্ঠা: ১৩৮}

গ. এসেছে নতুন শিশু তাকে .... ..... .... এ আমার দৃঢ় অঙ্গীকার। {মূলবই পৃষ্ঠা: ১৩৮}

ঘ. ওরে নবীন, ওরে আমার কাঁচা ... .... .... আয় দুরন্ত আয়রে আমার কাঁচা। {মূলবই পৃষ্ঠা: ১৪০}

ঙ. দৈন্য যদি আসে আসুক ..... ...... .... উর্ধ্বে দু হাত বাড়াস। {মূলবই পৃষ্ঠা: ১৪০}

সারাংশ

ক. অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময়। {মূলবই পৃষ্ঠা: ১৩৬}

খ. সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। {মূলবই পৃষ্ঠা: ১৩৪}

গ. অভ্যাস ভয়ানক জিনিস-একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। {মূলবই পৃষ্ঠা: ১৩৫}

ঘ. মহাসমুদ্রের শত বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত। {মূলবই পৃষ্ঠা: ১৩৫}

ঙ. মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। {মূলবই পৃষ্ঠা: ১৩৫}

ভাব-সম্প্রসারণ:

ক. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। {মূলবই পৃষ্ঠা: ১৪৮}

খ. ভোগে নয় ত্যাগেই সুখ। {মূলবই পৃষ্ঠা: ১৪৯}

গ. মেঘ দেখে কেউ করিস নে ভয়। {মূলবই পৃষ্ঠা: ১৪৯}

ঘ. প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না। {মূলবই পৃষ্ঠা: ১৩৮}

ঙ. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। {মূলবই পৃষ্ঠা: ১৪৫}

চ. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। {মূলবই পৃষ্ঠা: ১৪৪}

ব্যক্তিগত চিঠি-পত্র:

ক. ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখ।

খ. এসএসসি পরীক্ষার পর দিনগুলি কীভাবে কাটাবে জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখ।

গ. শিক্ষাসফরের গুরুত্ব জানিয়ে ভাই/ বন্ধুর কাছে একটি পত্র লিখ।

ঘ. সাম্প্রতিক পড়া একটি বই সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখ।

দরখাস্ত/আবেদন পত্র

ক. তোমার বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লিখ।

খ. তোমার এলাকা/বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যান/ প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লিখ।

গ. সহকারি শিক্ষক (বাংলা) পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লিখ।

সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি:

ক. তোমার এলাকায় রাস্তা সংস্করণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি চিঠি লিখ।

খ. তোমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি চিঠি লিখ।

গ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরির জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি চিঠি লিখ।

মানপত্র/আমন্ত্রণপত্র:

ক. এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে একটি মানপত্র লিখ।

খ. তোমার স্কুলে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র লিখ।

প্রতিবেদন:

ক. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা নববর্ষ/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/ স্বাধীনতা দিবস/ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‍উপলক্ষ্যে একটি প্রতিবেদন রচনা কর।

খ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

রচনা:

ক. প্রাকৃতিক দূর্যোগ।                 খ. সময়ানুবর্তিতা।

গ. কৃষিকাজে বিজ্ঞান।                ঘ. মাদকাসক্তি।

ঙ. বাংলাদেশের উৎসব।              চ. বাংলাদেশের পর্যটন শিল্প।

ছ. অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ।      জ. ভাষা আন্দোলন।

ঝ. শ্রমের মর্যাদা।                    ঞ. অধ্যাবসায়।


সাজেশনটি ডাউনলোড করুন এখানে

 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন