অনুচ্ছেদ; স্বাধীনতা দিবস; এসএসসি, এইচএসসি অনুচ্ছেদ; স্বাধীনতা দিবস;

 



অনুচ্ছেদ; স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল এদেশের রক্তক্ষয়ী সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম। এ দিনটি স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদার বর্ণিল স্মারক। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু গণমানুষের রায়কে উপেক্ষা করে পাকিস্তান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করে। এদেশের মানুষ তা কিছুতেই মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি আন্দোলন শুরু করে। এদেশের মানুষের আন্দোলনে ভীত হয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাংলাদেশের নিরস্ত্র নিরীহ ধর্ষণ অগ্নিসংযোগসহ নানা ধরনের বর্বরতা চালায়। এদেশের অকুতোভয় বাঙালিও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরাধ গড়ে তোলে। দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ । ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতিবছর এই দিনে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদায় পালন করা তা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবের ও মর্যাদার একটি দিন।


অনুচ্ছেদ কম্পিউটার পড়তে ক্লিক করো এখানে

সমাসের প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা এখানে


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন