প্রফেসরস জব সলিউশন (বাংলা-২০২১)



প্রফেসরস জব সলিউশন (বাংলা-২০২১) 

প্রাচীন যুগ

  1. চর্যাপদ’ কোন যুগের কাব্য?- প্রাচীন যুগের (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ২০২১)
  2. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা?- মাত্রাবৃত্ত (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১)
  3. চর্যাপদের আদি কবি কে?- লুইপা (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্রাফট ইন্সট্রাক্টর ২০২১)
  4. ‘শূণ্যপুরাণ’ হলো?- ধর্মীয় তত্ত্বের গ্রন্থ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০২১)
  5. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন?- মৈথলী (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০২১)
  6. ‘মর্সিয়া’ শব্দটি কোন ‍ভাষা থেকে এসেছে?- আরবি (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০২১)
  7. পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?- মিশ্র (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০২১)


মধ্যযুগ

  1. ‘বড়ু চণ্ডীদাসের কাব্য’ গ্রন্থের সম্পাদক– মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রকৌশলী(কমার্শিয়াল)২০২১)
  2. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?- লালন সাঁই (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১)
  3. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝানো হয়?- একরকম কৃত্রিম কবিভাষা (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ২০২১)
  4. আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে?- প্রাকৃতপৈঙ্গল (বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর সিকিউরিটি অফিসার ২০২১)
  5. শ্রীকাষ্ণকীর্তন কাব্যের সম্পাদক- বসন্তরঞ্জণ রায়  (CAAB এর সিকিউরিটি অফিসার ২০২১)
  6. খনার বচনের উপজীব্য হচ্ছে- কৃষি কাজ (CAAB এর সিকিউরিটি অফিসার ২০২১)
  7. বাংলা ভাষার প্রথম মুসলিম কবি কে?- শাহ মুহম্মদ সগীর (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্রাফট ইন্সট্রাক্টর ২০২১)
  8. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এ প্রার্থনাটি করেছে- ঈশ্বর পাটনী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্রাফট ইন্সট্রাক্টর ২০২১)
  9. মনসামঙ্গল কাব্যের প্রথম কবি কে?- কানাহরি দত্ত (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ক্রাফট ইন্সট্রাক্টর ২০২১)
  10. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি কার?- ভারতচন্দ্র (বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয়ের অডিটর ২০২১)
  11. ‘চন্দ্রাবতী’ হলেন- বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি (বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয়ের অডিটর ২০২১)


প্রফেসরস জব সলিউশন বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান লিঙ্ক

 

আধুনিক যুগ
  1. জীবনানন্দ দাশ রচিত নয়- অদ্ভুত এক আঁধার (BCIC’21)
  2. পাদচ্ছেদ বলা হয় কোন যতি চিহ্নকে? – কমা (BCIC’21)
  3. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?- মাসিক পত্রিকা
  4. শামসুর রহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?- সোনার বাংলা (BCIC’21)
  5. ‘নলি’ অর্থ কী?- নল (BCIC’21)
  6. দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ-গীতিকা’র কোন খণ্ড ‘মৈমনসিংহ গীতিকা’ নামে প্রকাশিত হয়?– প্রথম খণ্ড (BCIC’21)
  7. ‘নেমেসিস’ নাটকের পটভূমি- মন্বন্তর (BCIC’21)
  8. শহীদ কাদরীর ‘সঙ্গতি’ ’কবিতাটি কোন কবির ‘সংগতি’ কবিতার প্যারোডি?- অমিয় চক্রবর্তী (BCIC’21)
  9. রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ কোন কাব্যগ্রন্থে প্রকাশিত?- মানসী(BCIC’21)
  10. সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?- জলসাঘর (BCIC’21)
  11. ‘তাতারি’ কোন উপন্যাসের চরিত্র?- ক্রীদাসের হাসি(BCIC’21)
  12. শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিনে’র শেষ খণ্ড কোনটি?- পূর্বরাত্রি পূর্বদিন (BCIC’21)
  13. অমর একুশের প্রথম কবিতা কোনটি?-কাঁদতে আসিনি,ফাঁসির দাবী নিয়ে এসেছি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  14. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?– পায়ের আওয়াজ পাওয়া যায় (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  15. রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন? – ১৯১৩ (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  16. ‘কবর’ নাটকের রচয়িতা কে?- মুনীর চৌধুরী (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  17. ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ কী? – কুপরামর্শ দেওয়া (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  18. ‘দশাসই’ শব্দের অর্থ- লম্বা-চওড়া (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  19. হুমায়ুন আহমেদের ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত? – মুক্তিযুদ্ধ (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  20. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?- পদ্মরাগ (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  21. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে? – আলতাফ মাহমুদ (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  22. বাংলা ভাষায় সনেটের জনক কে? – মাইকেল মধুসূদন দত্ত (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  23. ‘জল’ শব্দের সমার্থক শব্দ- উদক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১)
  24. আধুনিক বাংলা কবিতায় ‘ভোরের পাখি’ কে?- বিহারীলাল চক্রবর্তী (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ‘২১)
  25. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?- জাহান্নাম হইতে বিদায় (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ‘২১)
  26. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ এ চরণটি কে লিখেছেন?- কাজী নজরুল ইসলাম (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ‘২১)
  27. বাংলা গদ্যের জনক কে?- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ‘২১)
  28. ছড়া কোন ছন্দে রচিত হয়?- স্বরবৃত্ত (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  29. ‘শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি’- গানটির রচয়িতা কে?- গৌরীপ্রসন্ন মজুমদার (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  30. ‘মুজিব-লেলিন-ইন্দিরা’- কাব্যগ্রন্থের লেখক কে?- নির্মলেন্দু গুণ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  31. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?- হুমায়ুন কবির (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  32. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?- প্রমথ চৌধুরী (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  33. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ?- ছোটগল্প (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  34. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?- বীরঙ্গনা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  35. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?- সবুজপত্র (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  36. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?- বরিশাল (সহকারী উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  37. Ballad কী?- গীতিকা (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের’ ‘২১)
  38. ‘পাঞ্জেরি’ শব্দের অর্থ কী?- আলোকবর্তিকা (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি’  ‘২১)
  39. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’ উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে- পোস্টমাস্টার (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি’  ‘২১)
  40. ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এর রচয়িতা কে?- শামসুর রহমান (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি’  ‘২১)
  41. ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িকা কে?- হুমায়ুন আহমেদ (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  42. ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে?- আহমেদ ইমতিয়াজ বুলবুল (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  43. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?- কামিনী রায় (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  44. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?- বরিশালে (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  45. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?- প্রমথ চৌধুরী (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  46. চাচা কাহিনী’ এর লেখক কে?- সৈয়দ মুজতবা আলী (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  47. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?- দিগদর্শন (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  48. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?- ইংরেজ আমলের জেলখানা (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  49. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো?- অন্ত্যমিল নেই (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  50. ‘তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।’ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?- কারাগারে রোজনামচা (উপ-খাদ্য পরিদর্শক  ‘২১)
  51. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার লেখা?- জহির রায়হান (আরডিএ’২১)
  52. ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (আরডিএ’২১)
  53. ‘তোমাকে অভিবাদন, বাংলাদেশ’- কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?- সৈয়দ শামসুল হক (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  54. ‘ইউসুফ জোলায়খা’র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?- শাহ মুহম্মদ সগীর (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  55. ‘জাগ্রত বাংলাদেশ’ কার রচনা?- আহমদ ছফা (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  56. ‘লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার’ চরণটির রচয়িতা কে?- হাসন রাজা (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  57. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?- বিষবৃক্ষ (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  58. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ চরণটির রচয়িতা কে?- অতুলপ্রসাদ সেন (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  59. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্য কোনটি?- বন্দী শিবির থেকে (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  60. কোন চরিত্রটি ‘বিষাদসিন্ধু’ গ্রন্থের অন্তর্গত নয়?- রাধা (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  61. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?- মতিচুর (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  62. কোন উপাখ্যানটি পাওয়া যায়- মৈমনসিংহ গীতিকা’য়?- মহুয়া (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  63. ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের রচয়িতা কে?- প্যারীচাঁদ মিত্র (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  64. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম- ব্যথার দান (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  65. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো- ধুমকেতু,লাঙল, নবযুগ (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  66. ‘আমরি বঁধুয়া আনআড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া’ বাক্যটি কার রচনা?- দ্বিজ চণ্ডীদাস (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  67. জাহানারা ইমাম রচিত স্মৃতিকথাভিত্তিক গ্রন্থটি হচ্ছে- একাত্তরের দিনগুলি (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  ‘২১)
  68. ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে লেখা উপন্যাস কোনটি?- কর্ণফুলী (সিকিউরিটি প্রিন্টিং’  ‘২১)
  69. আল-মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?- দৈনিক গণকণ্ঠ (সিকিউরিটি প্রিন্টিং’  ‘২১)
  70. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।’ কার উক্তি?- প্রমথ চৌধুরী (সিকিউরিটি প্রিন্টিং’  ‘২১)
  71. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা- ছিন্নপত্র (সিকিউরিটি প্রিন্টিং’  ‘২১)
  72. নিচের কোনটি উপন্যাস নয়?- বলাকা (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  73. ‘তিতসি একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?-  অদ্বৈত মল্লবমর্ণ (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  74. কোন উপন্যাস অবলম্বনে ‘বাঙলা’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে?- ওঙ্কার (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  75. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য- জীবনাভূতির গভীরতায় (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  76. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের মূল পটভূমি ছিল- পানিপথের তৃতীয় যুদ্ধ (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  77. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?’ এ উক্তিটি কার?- মাইকেল মধুসূদন দত্তের (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  78. ‘সব্যসাচী লেখক’ বলা হয়- নির্মলেন্দু গুণ (CAAB) এর সিকিউরিটি অফিসার  ‘২১)
  79. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির লেখক কে?- শেখ মুজিবুর রহমান (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  80. বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি কে?- ঈশ্বরচন্দ্র গুপ্ত (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  81. ফটিক চরিত্রটি আমরা রবীন্দ্রনাথের কোন গল্পে পাই?- ছুটি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  82. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?- মুনীর চৌধুরী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  83. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের একটি- উপন্যাস (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  84. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?- বিহারীলাল চক্রবর্তী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  85. ‘সবুজপত্র’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?- প্রমথ চৌধুরী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  86. ‘একাত্তরের দিনগুলি’ কী জাতীয় রচনা?- দিনলিপি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  ‘২১)
  87. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক?- যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না (CAG’২১)
  88. ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?- পঞ্চাশের মন্বন্তর (CAG’২১)
  89. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?- শেষের কবিতা (CAG’২১)
  90. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?- কানাডা (CAG’২১)
  91. বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- কৃপার শাস্ত্রের অর্থভেদ (CAG’২১)
  92. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা- আবুল ফজল (CAG’২১)
  93. ‘বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা কে?- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (CAG’২১)
  94. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম?-  (CAG’২১)
  95. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?- কুহেলিকা (CAG’২১)
  96. উপন্যাস কোন যুগের সৃষ্টি?- আধুনিক যুগের (CAG’২১)
  97. কথাসাহিত্য বলতে বুঝায়- ছোটগল্প (CAG’২১)
  98. ‘নেমেসিস’ নাটকের মূল উপজীব্য বিষয়- সামাজিক অবিচার ও লাঞ্ছনা (CAG’২১)
  99. ‘কিংবদন্তি’ শব্দের সঠিক অর্থ- লোকশ্রুতি (CAG’২১)
  100. ‘তিমির হননের কবি’ কে?- জীবনানন্দ দাস (CAG’২১)
  101. ‘বিমলা-কুমুদিনী’ কোন দুটি উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র?- ঘরে-বাইরে (NSI’  ‘২১)
  102. মোহম্মদ নাসিরউদ্দিন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন?- সওগাত (NSI’  ‘২১)
  103. মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?- জাহান্নাম হইতে বিদায় (NSI’  ‘২১)
  104. ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?- হাসান হাফিজুর রহমান (NSI’  ‘২১)
  105. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা?- আনোয়ার পাশা (NSI’  ‘২১)
  106. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?- আরেক ফাল্গুন (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘২১}
  107. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো- অন্তমিল নেই (বেসামরিক বিমান’২১)
  108. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?- বসন্ত (বেসামরিক বিমান’২১)
  109. ‘নেমেসিস’ গ্রন্থের লেখক- নুরুল মোমেন (বেসামরিক বিমান’২১)
  110. ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের রচয়িতা- আবু ইসহাক (বেসামরিক বিমান’২১)
  111. ‘গীতাঞ্জলি’ কি ধরনের রচনা?- কাব্যগ্রন্থ (বেসামরিক বিমান’২১)
  112. সঠিক বানান কোনটি?- বিকিরণ (বেসামরিক বিমান’২১)
  113. রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন- কালের যাত্রা (বেসামরিক বিমান’২১)
  114. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক- ভদ্রার্জুন (বেসামরিক বিমান’২১)
  115. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা- ড. মযহারুল ইসলাম (বেসামরিক বিমান’২১)
  116. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা- ছিন্নপত্র (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন) ২০২১)
বিগত চাকরির পরীক্ষায় আসা এককথায় প্রকাশ এখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন