২০২২ সালের নিয়োগ পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
1. দুয়ের মধ্যে একটি -অন্যতম
2. ক্ষুদ্র বিন্দু -ফুটকি
3. হাতের কব্জি-মনিবদ্ধ
4. পা ধোয়ার জল- পাদ্য
5. মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন -উপাবৃত্ত
6. ন্যায় শাস্ত্র জানেন যিনি - নৈয়ায়িক
7. স্তন্য পান করেন যে - স্তন্যপায়ী
8. ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণি -বলাকা
9. দু’বেলা ভতের বিনিময়ে কাজ করে যে - পেটেভাতে
10. বিশ্বজনের জন্য হিতকর - বিশ্বজনীন
11. পরে কি হবে ভাবে না যে - অদূরদর্শী
12. প্রতিষ্ঠা লাভ করেছে যিনি - প্রতিষ্ঠা লব্ধ
13. যে নারীর সৌর্ন্দাযের নিন্দা করা যায় না - অনিন্দ্য সুন্দরী
14. যা সাধারনের মধ্যে দেখা যায় না - অনন্য সাধারণ
15. দুই বার জন্ম হয় যার - দ্বিজ
16. দমন করা যায় না যা - অদম্য
17. খেয়া পার করে যে - পাটনি
18. দাড় রক্ষার জন্য যিনি নিযুক্ত - দারোয়ান
19. আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যোপান্ত
20. অতিদীর্ঘ নয় যা - নাতির্দীঘ
21. জয় করার ইচ্ছা - জিগীষা
22. অপকার করার ইচ্ছা - অপচির্কীষা
23. অরণ্যে জাত অগ্নি - দাবানল
24. জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী
25. যার কোন উপায় নেই - নিরুপায়
26. হিসাব করে চলে না যে- বেহিসাবি
27. দিনের শেষভাগ - সায়াহ্ন
28. চোখের দ্বারা গৃহীত - গোচর
29. নিন্দা করতে ইচ্ছুক - জুগুপ্সা
30. অনুভব হচ্ছে এমন - প্রতীয়মান
31. অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন
32. ঋষির দ্বারা উক্ত - আর্য
33. অনুকরন করার ইচ্ছা - অনুচির্কীষা
34. মৃত্তিকা দ্বারা নির্মিত - মৃন্ময়
35. যাহা পান করা যায় - পেয়
36. অরিকে জয় করেছে যে - অরিজিৎ
37. অনেক অভিজ্ঞতা আছে যার - বহুদর্শী / ভূয়োদর্শী
38. নাড়ী জ্ঞান নেই যার - আনাড়ী
39. জানা যায় না - অজ্ঞেয়
40. আনন্দ প্রদান করে যে - আনন্দপ্রদ
41. নিজেকে হত্যা করে যে - আত্মঘাতী
42. উদিত হচ্ছে যা - উদীয়মান
43. কাঁচের তৈরী ঘর - শিশমহল
44. কর্মে অতিশয় কুশল - কর্মঠ
45. ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা
46. পুনঃপুনঃ কাঁদছে যা - রোরুদ্যমান
47. আরোহণ করে যে - আরোহী
48. রীতিকে অতিক্রম না করে - যথারীতি
49. শিক্ষা গ্রহণ করেছে যে - শিক্ষানবিশ
50. যা সাধারনের মধ্যে দেখা যায় না - অনন্য সাধারণ
51. যে নারীর সৌর্ন্দযের নিন্দা করা যায় না - অনিন্দ্য সুন্দরী
52. প্রতিষ্ঠা লাভ করেছে যিনি - লব্ধ প্রতিষ্ঠা
53. পরে কি হবে ভবে না যে - অদূরদর্শী
54. বিশ্বজনের জন্য হিতকর - বিশ্বজনীন
55. কেউ জানতে পারে না এমন ভাবে - অজ্ঞাতসারে
56. যার এক বিষয়ে চিত্ত আবদ্ধ - একাগ্রচিত্ত
57. অন্তরকে জানেন যিনি - অন্তর্যামী
58. একই সময়ে বর্তমান - সমসাময়িক
59. একই গুরুর শিষ্য - সতীর্থ
60. চিরকাল মনে রাখার যোগ্য - চিরস্মরনীয়
জব সলিউশন ২০২১ বাংলা ২য় সকল প্রশ্ন এখানে
61. ডাক বহন করে যে - ডাক হরকরা
62. হত্যা করে যে - হন্তারক
63. মাটি ভেদ করে উঠে যে - উদ্ভিদ
64. যে সহ্য করতে পারে - সহিষ্ণু
65. অনেক দেখেছে যে - বহুদর্শী
66. ঋণ দেয় যে - উত্তমর্ণ
67. নষ্ট হবার স্বভাব যার - নশ্বর
68. মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন - উপাবৃত্ত
69. এ পযর্ন্ত যার শত্রু জন্মায় নি - অজাতশত্রু
70. খেলায় দক্ষ যে - খেলোয়ার
71. যে রব শুনে এসেছে - রবাহুত
72. যা সংখ্যা দ্বারা নির্ণেয় করা যায় না - অসংখ্য
73. অন্তিমকাল উপস্থিত হয়েছে যার - মুমূর্ষু
74. যা ভেদ করা কঠিন - দুর্ভেদ্য
75. ক্ষুদ্র নদী - সারনি
76. নিজেকে বড় ভাবে যে - হামবড়া
77. গম্ভীর ধ্বনি - মন্দ্র
78. হাতির বাসস্থান - গজগৃহ
79. যা দমন করা কষ্ট কর - দুদর্মনীয়
80. আদরের সাথে - সাদরে
81. রাজ হাঁসের ডাক - ক্রেঙ্কার
82. দর্শন করা হয়েছে এমন - প্রেক্ষিত
83. সাপ ধরতে পটু - সাপুড়ে
84. যা লাভ করা দুঃসাধ্য - সধ্যতীত
85. দগ্ধ হইতেছে এমন - দাহ্যমান
86. ফুল হইতে তৈরী - ফুলেল
87. দুয়ের মধ্যে একটি - অন্যতর
88. স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে - স্বৈরাচারী
89. গরুর খুরে চিহ্নিত স্থান - গোষ্পদ
90. হাতির শাবক - করভ
91. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক
92. যে নারী সুন্দরী - রামা
93. পা ধোয়ার জল - পাদ্য
94. স্তন্য পান করে যে - স্তন্যপায়ী
95. ফেলে দেয়ার যোগ্য - ফেলনা
96. ক্ষমা করার ইচ্ছা - চিক্ষিমিষা
97. যা অতিক্রম করা যায় - অতিক্রম্য
98. গাছের নতুন পাতা - কিশলয়
99. হিত করার ইচ্ছা - হিতৈষা
100.হিত ইচ্ছা করে যে - হিতৈষী
101.বুকে হেঁটে চলে - সরীসৃপ
102.অল্পকাল বাস করে যে - আগন্তুক
103.উভয় হাত চলে যার - সব্যসাচী
104.উপস্থিত বুদ্ধি আছে যার - প্রত্যুৎপন্নমতি
105.যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা
106.আয়ুর পক্ষে হিতকর - আয়ুষ্য
107.সহজে পরিপাক হয় - পাচ্য
108.সহজে পরিপাক হয় না - দুষ্পাচ্য
109.যা বিনা আয়াসে লাভ করা যায় - অনায়াসলভ্য
110.যা বিনা যত্নে লাভ করা হয়েছে - অযত্নসম্ভূত
111.যে নারীর স্বামী বিদেশে থাকে - প্রোষিতভর্তৃকা
112.দেখা যায়নি যা - অদৃষ্টপূর্ব
113.উদরই সব যার - উদরসর্বস্ব
114.অনেক দেখেছে যে - ভূয়োদর্শী
115.যা কষ্টে নিবারণ করা যায় না - অনিবার্য
116.যা পূর্বে দেখা যায় নি এমন - অদৃষ্টপূর্ব
117.যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর
118.দিবসের শেষ ভাগ - অপরাহ্ন
119.জল পানের জন্য দেয়া অর্থ - জল পানি
120.অসম সাহস যাহার - অসমসাহসিক
121.যা জয় করা যায় না - অজেয়
122.বলার ইচ্ছা - বিবক্ষা
123.শত্রুকে দমন করে যে - শত্রুঘ্ন
124.অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা
125.অসম্ভব কান্ড ঘটাতে যিনি অতিশয় পটু - অঘটন-ঘটনপটিয়সী
126.দূরকে যিনি দেখতে পান - দূরদর্শী
127.অনুকরন করতে ইচ্ছুক - অনুচিকীর্ষু
128.নুনের অভাব - আলুনি
129.জীবিত থেকে ও যে মৃত - জীবন্মৃত
130.আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত
131.রাত্রির শেষ ভাগ - পররাত্র
132.সম্পূর্ণরুপে বিবেচনা করা হয়নি এমন - অসমীক্ষিত
133.যার কিছু নেই - অকিঞ্চন
134.প্রশংসার যোগ্য - প্রশংসার্হ
135.যা ভেদ করা দুঃসাধ্য - দুর্ভেদ্য
136.একইকালে বর্তমান - সমসাময়িক
137.যা নত করা যায় না - অনত
138.যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে - বর্ধিষ্ণু
139.অতি গুণবান পুত্রের জননী - রত্নগর্ভা
140.চক্ষুর নিমেষ কাল - পলক
141.তর্কের সঙ্গে বর্তমান - সর্তক
142.রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট - দৃশ্যপট
143.বাইরে আদব-কায়দায় দক্ষ অথচ ফাঁকিবাজ - লেফাফাদুরস্ত
144.রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ - প্রত্যুষ
145.যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা
146.লাফিয়ে চলে যে - প্লবগ
147.স্পৃহা হারিয়েছে যে - বীতস্পৃহ
148.রোদন করছে যে - রোরুদ্যমান
149.যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার
150.তালু থেকে উচ্চারিত - তালব্য
151.দান করার ইচ্ছা - দিৎসা
152.জেনে ও যে পাপ করে - জ্ঞানপাপী
153.উপকার করিবার ইচ্ছা - উপচিকীর্ষা
154.বক্তৃতা দানে পটু যিনি - বাগ্মী
155.শুনতে মধুর শোনা যায় যাহা - শ্রুতিমধুর
156.ঈষৎ পরিমাণ উষ্ণ যাহা - করোষ্ণ
157.যা উচ্চারণ করতে কষ্ট হয় - দুরুচ্চার্য
158.যার বংশ পরিচয় কেউ জানে না - অজ্ঞাত কুলশীল
159.মরণ পথের প্রতীক্ষা করছে যে - মুমূর্ষা
160.অন্য দিকে মন দেয় না - অনন্যমনা
161.অলংকারের ধ্বনি - শিঞ্জন
162.যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদিত
163.এক থেকে শুরু করে ক্রমগত - একাদিক্রমে
164.বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন
165.দেখিবার ইচ্ছা - দিদৃক্ষা
166.ক্রমে যাহা আসিয়াছে - ক্রমাগত
167.মধু পান করে যে- মধুপ
168.যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব
169.আবেগ জনিত কণ্ঠস্বর - গদগদ
170.কাজে প্রথম ব্রতী হওয়া- হাতেখড়ি
171.যা লাফিয়ে চলে- প্লাবগ
172.দেবলেকের সুকণ্ঠ গায়ক- কিন্নর
173.নিন্দা করার ইচ্ছা- জুগুপ্সা
174.গোপন করতে ইচ্ছুক- জুগুপ্সু
175.নিন্দা করা হয়েছে এমন- জুগুপ্সিত
176.যিনি স্মৃতিশাস্ত্র জানেন- স্মর্ত
177.যে সূর্যের উপাসনা করে- সূর্যোপাসক
178.দর্শন করা হয়েছে এমন - দর্শিত
179.যে নারী কখনো সূর্য স্পর্শ করেনি - অসূর্যস্পশ্যা
180.আপনাকে পন্ডিত মনে করে যে - পন্ডিতম্মন্য
181.যার স্বভাব বালকের মতো - বালকোচিত
182.অরিকে দমন করে যে - অরিন্দম
183.যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা - অজ্ঞাতকুলশীল
184.ইন্দ্রিয় জয় করেছে যে - জিতেন্দ্রিয়
185.যা ধারণ করে - ধর্ম
186.যা বলা হবে - বক্ষ্যমান
187.মর্মভেদ করে যায় যা - মর্মভেদী
188.নিতান্ত দগ্ধ যে সময় - নিদাঘ
189.খাইবার ইচ্ছা - ক্ষুধা
190.বাঘের চামড়া - কৃত্তি
191.যার বসন আগলা- অসংবৃত