বহুব্রীহি সমাস কী? বহুব্রীহি সমাসের বিস্তারিত আলোচনা কর।

 



বহুব্রীহি সমাস কী? বহুব্রীহি সমাসের বিস্তারিত আলোচনা কর।

সংজ্ঞাঃ যে সমাসে সমস্যামান পদগুলোর অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে ইঙ্গিত করা হয় তাকে বহুব্রীহি সমাস বলে।

যেমন—আশীতে বিষ আছে যার - আশীবিষ। এখানে ‘আশী’ বা ‘বিষ’ এর অর্থকে প্রধানভাবে না বুঝিয়ে সাপকে বুঝানো হয়েছে। আমার মতে বহুব্রীহি সমাস

ক. সমানাধিকরণ বহুব্রীহি

খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ. ব্যাতিহার বহুব্রীহি

ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

ঙ. নঞ বহুব্রীহি

চ. উপমাত্মক বহুব্রীহি

ছ. সংখ্যাবাচক বহুব্রীহি

জ. অলুক বহুব্রীহি

ঝ. সহার্থক বহুব্রীহি

ঞ. উপপদ বহুব্রীহি

ক. সমানাধিকরণ:  বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ ও উত্তরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন-

  • ভাগ্য হত হয়েছে যার হতভাগ্য
  • গৌর বর্ণ অঙ্গ যার - গৌরাঙ্গ
  • বদ মেজাজ যার বদমেজাজী
  • উন কম পাঁজর যার - উনপঁজুরে
  • দশ আনন যার দশানন, ইত্যাদি।

খ. ব্যধিকরণ বহুব্রীহি : বহুব্রীহি সমাসের উভয় পদ বিশেষ্য হলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন-

  • পঙ্ক কেশ যার- পক্ককেশ
  • বীণা পানিতে যার - বীণাপানি
  • আশীতে (দাঁত) বিষ আছে যার - আশীবিষ
গ. ব্যতিহার বহুব্রীহি : পূর্ব ও উত্তর পদের মধ্যে একই প্রকার কাজ বুঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস। এই সমাসে পূর্বপদে ‘আ’ ও পরপদে ‘ই’ থাকে। 

  • কানে কানে যে কথা - কানাকানি;
  • হাতে হাতে যে লড়াই - হাতাহাতি
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি : যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। 

  • এক দিকে চোখ যার- একচোখা
  • হরেক রকম বুলি যার- হরবোলা
  • মৃগের নয়নের ন্যায় নয়ন যার- মৃগনয়না

ঙ. উপমাত্মক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে একটি উপমানপদ থাকে তাকে উপমাত্মক বহুব্রীহি বলে। যেমন—

  • দিল দরিয়ার মতো যার = দিলদরিয়া
  • হাঁড়ির মতো মুখ যার হাঁড়ি মুখো
  • কমলের ন্যায় অক্ষি যার-কমলাক্ষ
  • চন্দ্রের ন্যায় মুখ যার = চন্দ্রমুখী।
চ. দ্বিগু বহুব্রীহি:  পূর্ব পদে সংখ্যাবাচক থেকে যে বহুব্রীহি সমাস হয় তাকে দ্বিগু বহুব্রীহি সমাস বলে। যেমন-
  • সে (তিন) তার যাতে- সেতার
  • পাঁচ সের ওজন যার -পাঁচসেরী
  • বিশ গজ পরিমাপ যাহা - বিশগজী
  • দুই দিকে অপ যেখানে- দ্বীপ
ছ. অলুক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিভক্তি থাকে এবং সে বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন—
  • গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে - গায়ে হলুদ;
  • মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে - মুখেভাত;
  • কানে খাট যে - কানেখাট
  • মাথায় পাগড়ি যার - মাথায়পাগড়ি, ইত্যাদি ।
জ. সহাৰ্থক বহুব্রীহি- যে বহুব্রীহি সমাসে সহিত, সমান, সাথে অর্থে ‘স’ বা ‘সহ’ পূর্বপদে থাকে তাকে সহার্থক বহুব্রীহি বলে। যেমন—
  • স্ত্রীর সহিত বর্তমান - সস্ত্রীক
  • আদরের সহিত বর্তমান - সাদর
  • সমান উদর যার - সহোদর

ঝ. উপপদ বহুব্রীহি: উপপদ বা বিশেষ্য পদের সাথে কৃদন্ত পদের যে বহুব্রীহি সমাস হয় এবং পূর্ব বা পরপদের প্রাধান্য না থেকে অন্য পদের প্রাধান্য থাকে তাকে উপপদ বহুব্রীহি সমাস বলে। যেমন—

  • বিনয়ের সাথে বর্তমান - সবিনয়
  • সমান গোত্র যার- সগোত্র ইত্যাদি।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন