২০২০ সালের এসএসসি বাংলা ২য় পত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন সকল বোর্ড

 


২০২০ সালের এসএসসি বাংলা ২য় পত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন সকল বোর্ড SSC Bangla 2nd Paper Question 2020 All Board Update

১। কোন বাক্যে ‘পাকা’ দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? {ঢা বো}

ক. পাকা কথা চাই    

খ.পাকা দরখাস্ত করে এসেছি

গ. এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না*

ঘ. ইচড়ে পাকা ছেলেদের কথা অসহ্য

২। কোন বানানটি শুদ্ধ? {ঢা বো}

ক. পুরুষ্কার             খ.পোষাক 

গ. অভিষেক*           ঘ. ষ্টেশন

৩। কোন বাক্যটি কর্মকারকে শুন্য বিভক্তির প্রয়োগ ঘটেছে? {ঢা বো}

ক. আমার যাওয়া হলো না

খ. ডাক্তার ডাক*

গ. আমি ঢাকা যাচ্ছি

ঘ. তারা বল খেলে

৪। অনুসর্গ সাধারণত কোথায় বসে? {ঢা বো}

ক. শব্দের পূর্বে         খ. বাক্যের শেষে

গ. শব্দের মধ্যে*        ঘ. শব্দের পরে

৫। গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কী? {ঢা বো}

ক. বড় ধরনের ভুল    খ. বিশৃঙ্খলা

গ. শুরুতে ভুল*        ঘ. হতভাগ্য

৬। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? {ঢা বো}

ক. তিন প্রকার         খ. চার প্রকার*

গ. পাঁচ প্রকার          ঘ. ছয় প্রকার

৭। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? {ঢা বো}

ক. এ নদীতে প্রচুর মাছ আছে

খ. প্রভাতে সূর্য উঠলে-*

গ. রূপকথার গল্প শোন

ঘ. তুমি কোথায় যাচ্ছ

৮। ‘আমার কাজটা এখন কর’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? {ঢা বো}

ক. আদেশ*     খ. অনুরোধ

গ. উপদেশ     ঘ. বিধান

৯। ‘আমি রোজ সকালে বেড়াতে যাই’- বাক্যটি কোন কালের? {ঢা বো}

ক. সাধারণ বর্তমান                

খ. নিত্যবৃত্ত বর্তমান*

গ. পুরাঘটিত বর্তমান  

ঘ. পুরাঘটিত অতীত

১০। কোনটি ফারসি শব্দ? {ঢা বো}

ক. লুঙ্গি                খ. দারোগা

গ. হরতাল              ঘ. নামাজ*

১১। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহারণ কোনটি? {ঢা বো}

ক. দোয়াত কলম       খ. সাহেব বিবি

গ. সাহিত্যসভা*         ঘ. মনগড়া

১২। কোনটি ক্রিয়া নির্দেশক ভাবের উদাহরণ? {ঢা বো}

ক. তারা বাড়ি যাবে               

খ. মিথ্যা বলবে না*    

গ. আপনারা আসবেন 

ঘ. ভালো করে পড়লে সফল হবে

১৩। ‘ঝির ঝির করে বাতাস বইছে’- বাক্যে ‘ঝির ঝির’ কোন ধরণের দ্বিরুক্তি? {ঢা বো}

ক. সর্বনামের           খ. বিশেষণের

গ. অব্যয়ের *           ঘ. ক্রিয়ার

১৪। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? {ঢা বো}

ক. সেমিকোলন        

খ. কমা*

গ. দাড়ি               

ঘ. কোনো চিহ্ন বসে না

১৫। ‘কান্নায় শোক মন্দীভূত হয়’- ‘কান্নায়’ কোন কারকে কোন বিভক্তি? {ঢা বো}

ক. অপাদানে ৫মী     

খ.কালাধিকরণে ৭মী

গ. আধারাধিকরণে ৫মী

ঘ. ভাবাধিকরণে ৭মী*

১৬। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? {ঢা বো}

ক. ভাষা*              খ. প্রতীক

গ. ইঙ্গিত               ঘ. আচরণ

১৭। বিভক্তিহীন নামশব্দকে কী বলে? {ঢা বো, য বো}

ক. ক্রিয়াপ্রকৃতি         খ. উপসর্গ

গ. সমাস               ঘ. প্রাতিপাদিক*

১৮। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? {ঢা বো}

ক. তিনটি              খ. চারটি*

গ. পাঁচটি               ঘ. ছয়টি

১৯। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? {ঢা বো}

ক. শব্দতত্ত্ব             খ. ধ্বনিতত্ত্ব*

গ. বাক্যতত্ত্ব            ঘ. ভাষাতত্ত্ব

২০। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? {ঢা বো}

ক. জেলেনি         খ. সৎমা*

গ. ঠাকুরাণী         ঘ. সুলতানা

২১। কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান জিহ্বামূল? {ঢা বো}

ক. চ, ছ, জ, ঝ        খ. ক, খ, গ, ঘ*

গ. ট, ঠ, ড, ঢ         ঘ. ত, থ, দ, ধ

২২। ‘শরতের পর আসে বসন্ত’- এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? {ঢা বো}

ক. নৈকট্য              খ. বিরতি

গ. অল্পবিরতি*          ঘ. দীর্ঘবিরতি

২৩। ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? {ঢা বো, রা বো}

ক. শেষে               খ. মধ্যে   

গ. আদিতে             ঘ. আদি-অন্ত্যে*

২৪। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলো? {ঢা বো, য বো, চ বো}

ক. কুল, সব*          খ. গণ, বৃন্দ

গ. রা, গুলি             ঘ. পাল, যূথ

২৫। ‘শীতার্ত’ সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? {ঢা বো}

ক. শীত+অর্থ           খ. শীত+আর্ত

গ. শীত+এত           ঘ. শীত+ঋত*

২৬। বাক্যস্থিত পদসমূহের অর্ন্তগত এবং ভাবগত মিলবন্ধনের নাম- {ঢা বো, সি বো}

ক. যোগ্যতা             খ. আসত্তি*

গ. আকাঙ্ক্ষা          ঘ. পদবিন্যাস

২৭। কোনটি দেশি শব্দ নয়? {ঢা বো}

ক. কুলা    খ. ঢেঁকি    গ. হাত*     ঘ. ডিঙি

২৮। হামিদ বলল, “ তোমরা আগামীকাল এসো” পরোক্ষ উক্তিতে হবে-{ঢা বো, য বো}

ক. হামিদ তাদের পরদিন আসতে বলল

খ. হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে

গ. হামিদ বলল যে, তোমরা পরদিন এসো

ঘ. হামিদ তাদের বলল যে, তারা যেন পরদিন আসে*

২৯। নিচের কোনটি মৌলিক ধাতু? {ঢা বো}

ক.  পড়্ *   খ. দেখা    গ. ঘুমা     ঘ. হারা

৩০। “ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে”- এটি কী ধরনের বাক্য?{ঢা বো}

ক. জটিল বাক্য         খ.আশ্রিত খ-বাক্য

গ. যৌগিক বাক্য        ঘ. সরল বাক্য*

সমাস ও সমাসের শ্রেণিবিভাগএখানে

৩১। এক এককের চার ভাগের এক ভাগকে বলা হয়- {রা বো} 

ক. তেহাই              খ. চৌথা

গ. আধা                ঘ. পৌনে*

৩২। ‘মহাকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? {রা বো}

ক. মহান কীর্তি যার               

খ. মহা যে কীর্তি

গ. মহতী যে কীর্তি *                

ঘ. মহান যে কীর্তি

৩৩। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? {রা বো}

ক. সতীন*            খ.ননদ   

গ. সপত্নী            ঘ. দুঃখিনী

৩৪। ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’।- বাক্যটি কোন কালের উদাহরণ? {রা বো}

ক. সাধারণ বর্তমান                

খ. ঘটমান বর্তমান

গ. নিত্যবৃত্ত বর্তমান *               

ঘ. পুরাঘটিত বর্তমান

৩৫। কোনটি দেশি শব্দ? {রা বো}

ক. ঢেঁকি *              খ. কাগজ 

গ. আনারস             ঘ. উকিল

৩৬। ‘পরীক্ষায় সফল হও’ কোন ধরনের বাক্য? {রা বো}

ক. বিবৃতিমূলক         খ. আদেশসূচক

গ. বিস্ময়সূচক          ঘ. ইচ্ছাসূচক*

৩৭। ‘সীমার মাঝে অসীম তুমি’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? {রা বো, সি বো, দি বো}

ক. ব্যাপ্তি অর্থে        

খ. ঐকদেশিক অর্থে

গ. নিকট অর্থে        

ঘ. মধ্যে অর্থে*

৩৮। ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? {রা বো}

ক. অশনি               খ. অম্বর*

গ. বিভাধরা             ঘ. অবনী

৩৯। ধাতুর ‘গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়? {রা বো}

ক. ২টি     খ. ৩টি     গ. ৪টি*     ঘ. ৫টি

৪০। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? {রা বো}

ক. শব্দতত্ত্ব             খ. ধ্বনিতত্ত্ব*

গ. বাক্যতত্ত্ব            ঘ. ভাষাতত্ত্ব

৪১। ‘হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে।’ এ বাক্যে গরমিল শব্দের ‘গর’ কোন উপসর্গ?{রা বো}

ক. তৎসম              খ. বাংলা

গ. ফারসি              ঘ. আরবি*

৪২। ‘জগতে কীর্তিমান হও সাধনায়’ এখানে ‘সাধনায়’ কোন কারক? {রা বো}

ক. কর্তৃ                খ. কর্ম    

গ. করণ*               ঘ. অধিকরণ

৪৩। ‘তুমি বাড়ি যাবে, না আমি যাব?’ এ বাক্যে ‘না’ কী অর্থে ব্যবহার হয়েছে? {রা বো}

ক. আদেশ             খ. বিকল্প অর্থে*

গ. নিরর্থকভাবে         ঘ. বিশেষার্থে

৪৪। ‘ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- এটি কোন বাক্যের উদাহরণ? {রা বো, সি বো}

ক. সরল বাক্য*         খ. যৌগিক বাক্য

গ. জটিল বাক্য         ঘ. মিশ্র বাক্য

৪৫। ‘থেকে থেকে শিশুটি কাঁদছে’- এখানে ‘ থেকে থেকে’ দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করেছে? {রা বো}

ক. সর্তকতা           

খ. ভাবের প্রগাঢ়তা

গ. কালের বিস্তার *      

ঘ. আধিক্য

৪৬। ‘বিদ্বানকে সকলেই আদর করে’ এটি কোন বাচ্য?{রা বো}

ক. কর্তৃবাচ্য *          খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য             ঘ. কর্মকর্তৃবাচ্য

৪৭। স্কুল> ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী? {রা বো}

ক. স্বরলোপ            খ. আদি স্বরাগম*

গ. মধ্যস্বরাগম          ঘ. অন্ত্যস্বরাগম

৪৮। ‘সেইটে ছিল আমার প্রিয় কলম’-এই বাক্যে পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে? {রা বো}

ক. নির্দিষ্টতা            খ. অনির্দিষ্টতা

গ. সুনির্দিষ্টতা *         ঘ. নিরর্থকতা

৪৯। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? {রা বো}

ক. বাঁশি                খ. পঙ্কজ*

গ. বাবুয়ানা             ঘ. প্রবীণ

৫০। ‘শিক্ষায় মন সংস্কার হয়ে থাকে।’ এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে? {রা বো}

ক. নাম ধাতুর ক্রিয়া               

খ. প্রযোজক ক্রিয়া

গ. যৌগিক ক্রিয়া*                  

ঘ. মিশ্রক্রিয়া

৫১। কমার আরেক নাম কী? {রা বো}

ক. পাদটীকা            খ. পাদচ্ছেদ*

গ. পূর্ণচ্ছেদ             ঘ. পাদবন্ধন

৫২। ‘মনীষা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? {রা বো}

ক. মনস+ঈষা*           খ. মনঃ+ঈষা

গ. মনশ+ঈষা           ঘ. মনি+ঈষা

৫৩। ‘তিনি বলেন যে বইটা তার দরকার।’ বাক্যটি কিসের উদাহরণ? {রা বো}

ক. প্রত্যক্ষ উক্তির *     খ. কর্মবাচ্যের

গ. কর্তৃবাচ্যের          ঘ. পরোক্ষ উক্তির

৫৪। ‘ রোগ হলে ঔষধ খাবে।’ কোন কালের অনুজ্ঞা? {রা বো}

ক. ঘটমান বর্তমান     খ. বর্তমান কাল

গ. ভবিষ্যত কাল*       ঘ. অতীত কাল

৫৫। সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ হয় না? {রা বো}

ক. বিন     খ. ইমন    গ. অনট    ঘ. সাৎ*

৫৬। ‘কাটিতে কাটিতে ধান এলো বরষা।’ এ বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে? {রা বো}

ক. সমকাল             খ. নিরন্তরতা*

গ. সমাপ্তি               ঘ. সূচনা

৫৭। ‘মহিমা’ এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? {রা বো}

ক. মহি+মা             খ. মহা+ইমা

গ. মহা+ইমন           ঘ. মহৎ+ইমন*

৫৮। হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? এ বাক্যে ‘হের’ কোন ধাতু? {রা বো, য বো, ম বো}

ক. অজ্ঞাতমূল*         খ. বিদেশাগত

গ. সাধিত              ঘ. সংযোগমূলক

৫৯। ‘সত্য পথে থেকে সত্য কথা বল’- এ বাক্যে ‘সত্য’ কোন পদ?{রা বো}

ক. বিশেষ্য *             

খ. বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ

ঘ. ভাববাচক বিশেষণ

৬০। ‘ভ্রমরকৃষ্ণকেশ’ কোন সমাসের উদাহরণ? {য বো}

ক. মধ্যপদলোপী       খ. উপমান*

গ. উপমিত             ঘ. রূপক

দ্বন্দ্ব সমাসের বিস্তারিত ক্লিক করুন এখানে

৬১। ‘অনুজ’ এর ‘অনু’ কোন ভাষার উপসর্গ?{য বো}

ক. সংস্কৃত*            খ. ফারসি

গ. বাংলা               ঘ. হিন্দি

৬২। ‘মাতা’ এর প্রকৃতি-প্রত্যয় এর উদাহরণ? {য বো}

ক. মা+তা         খ. মা+তৃচ*

গ. মা+তৃ         ঘ.  মা+ত্রী

৬৩। ‘সাহিত্যিক’ এর ‘ষ্ণিক’ প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? {য বো}

ক. বিষয়               খ. ভাবার্থে

গ. দক্ষ বা বেত্তা*       ঘ. অপত্য

৬৪। সমাসনিষ্পন্ন যে সব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে কী বলে? {য বো

ক. যৌগিক শব্দ        খ. রূঢ়ি শব্দ

গ. মৌলিক শব্দ        ঘ. যোগরূঢ় শব্দ*

৬৫। কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম? {য বো}

ক. স্বয়ং, খোদ, আপনি*

খ. সব, সকল, তাবৎ

গ. যে, যিনি, যারা

ঘ. এরা, ইহারা, ইনি

৬৬। ‘সারারাত বৃষ্টি হয়েছে’ এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি? {য বো}

ক. কর্মে শুন্য           খ. কর্তায় শুন্য

গ. অধিকরণে শুন্য*     ঘ. অপাদানে শুন্য

৬৭। সেবার তাকে সুস্থই দেখেছিলাম- এটি কোন কালের বাক্য?{য বো}

ক. সাধারণ অতীত    

খ. নিত্যবৃত্ত অতীত

গ. ঘটমান অতীত     

ঘ. পুরাঘটিত অতীত*

৬৮। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে? {য বো}

ক. তুমি কি এখন যাবে?*

খ. মরলে কি কেউ ফেরে?

গ. জন্মিলে মরিতে হবে

ঘ. আজ গেলেও যা, কাল গেলেও তা

৬৯। ‘চেষ্টা কর, সবই বুঝতে পারবে।’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? {য বো}

ক. আদেশ         খ. বিধান

গ. অনুরোধ         ঘ. সম্ভাবনা*

৭০। বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে? {য বে}

ক. ১০     খ. ১৫      গ. ২০*     ঘ. ২৫

৭১। কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে? {য বো}

ক. শিক্ষকদের ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন*

খ. ছেলেরা ফুটবল খেলছে

গ. রাখাল গরুকে ঘাস খাওয়ায়

ঘ. বাঘ-মহিষে এক ঘাটে জল খায়

৭২। ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।’ ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? {য বো}

ক. ব্যাপার              খ. প্রার্থনা

গ.প্রসঙ্গ                ঘ. নিমিত্ত*

৭৩। উপকারীর উপকার স্বীকার করে যে- এক কথায় কী হবে? {য বো}

ক. কৃতার্থ              খ. কৃতজ্ঞ*

গ. কৃতঘ্ন             ঘ. অকৃতজ্ঞ

৭৪। ‘পালের গোদা’ বাগধারাটির অর্থ কী? {য বো}

ক. দলপতি*             খ. অহিনকুল

গ. শ্রমবিমুখ            ঘ. অতিবৃদ্ধ

৭৫। ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? {য বো}

ক. অর্ণব *             খ. বিভব  

গ. মেদিনী              ঘ. ফণী

৭৬। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কী বলে? {য বো}

ক. কর্তৃবাচ্য            খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য *           ঘ. কর্মকর্তৃবাচ্য

৭৭। বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়? {য বো}

ক. এক বলার দ্বিগুণ সময়*

খ. এক সেকেন্ড

গ. এক বলতে যে সময় প্রয়োজন

ঘ. থামার প্রয়োজন নেই

৭৮। কোনটি সঠিক বানান {য বো}

ক. প্রতিষ্টান            খ.অভিসেক

গ. চিকির্ষা              ঘ. পুরুস্কার*

৭৯। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?{য বো}

ক. পরিবর্তনশীল       

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট*

গ. তদ্ভব শব্দবহুল     

ঘ. বক্তৃতার জন্য বেশি উপযোগী

৮০। কোন ব্যঞ্জনধ্বনির উচ্চারণস্থান অগ্রতালু? {য বো}

ক. ক খ গ ঘ          খ. চ ছ জ ঝ*

গ. ট ঠ ড ঢ           ঘ. ত থ দ ধ

৮১। নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? {য বো}

ক. জন্ম> জম্ম          খ. পাকা> পাক্কা

গ. চারি> চাইর         ঘ. শুনিয়া> শুনে*

৮২। কোন  শব্দে স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে? {য বো}

ক. ব্যাকরণ             খ. কৃপণ

গ. বাণিজ্য*              ঘ. লক্ষণ

৮৩। ত্ ও দ্ এর পরে হ থাকলে ত্ ও দ্ স্থলে দ্ এবং হ্ এর স্থলে ধ হয়। এ নিয়মে উদাহরণ নিচের কোনটি? {য বো}

ক. তন্মধ্যে         খ. উচ্ছেদ

গ. উড্ডীন          ঘ. পদ্ধতি*

৮৪। নিত্যস্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? {য বো}

ক. সৎমা               খ. অসূর্যম্পশ্যা*

গ. দাই                 ঘ. ঘোষজা

৮৫। ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’- এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি বোঝাতে কী ব্যবহৃত হয়েছে? {য বো}

ক. ভাবের গভীরতা                

খ. পৌনঃপুনিকতা

গ. অনুভূতি বা ভাব                

ঘ. বিশেষণ*

৮৬। বিশেষ নিয়মে সাধিত স্ত্রী বাচক শব্দ কোনটি? {কু বো}

ক. সেবিকা         খ. সুন্দরী

গ. নেত্রী*           ঘ. জেলেনি

৮৭। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? {কু বো}

ক. পাগলে কিনা বলে *

খ. বনে বাঘ আছে

গ. ফুলে ফুলে বাগান ভরেছে      

ঘ. অন্ধ জনে দেহ আলো

৮৮। সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে? {কু বো}

ক. বিশেষ্যের পূর্বে  *   

খ. বিশেষ্যের পরে

খ. বিশেষণের পূর্বে    

ঘ. বিশেষণের পরে

৮৯। কোন গুচ্ছের সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু? {কু বো}

ক. আ যা বট শিখ

খ. তা যা আছ শিখ

গ. আ থাক বট শিখ

ঘ. আ থাক আছ বট*

৯০। অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণের কোন কারককে স্বীকার করেন না? {কু বো}

ক. কর্তৃকারক          খ. কর্মকারক

গ. সম্প্রদান কারক*     ঘ. অপাদান কারক

কর্মধারয় সমাসের বিস্তারিত আলোচনাএই লিঙ্কে

৯১। ‘কাছা ঢিলা’ বাগধরাটির অর্থ কী? {কু বো}

ক. অপদার্থ             খ. অকর্মা

গ. অসাধু               ঘ. অসাবধান*

৯২। ‘রোগ হলে ওষুধ খাবে’। কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? {কু বো}

ক. আদেশে             খ. বিধান অর্থে*

গ. সম্ভাবনায়            ঘ. অনুরোধে

৯৩। নিচের কোনটি দেশি শব্দ? {কু বো}

ক. চন্দ্র                 খ. ডাব *    

গ. হরতাল             ঘ. চিনি

৯৪। ‘আমাকে সাহায্য করুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার করা হয়েছে? {কু বো}

ক. অনুরোধ            খ. আদেশ

গ. প্রার্থনা *            ঘ. উপদেশ

৯৫। ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- এর সংকুচিত রূপ হলো-{কু বো}

ক. ঐতিহাসিক          খ. ইতিহাসবেত্তা*

গ. ইতিহাসিক          ঘ. ইতিহাসবিদ

৯৬। সমাসবদ্ধ পদের অংশগুলো বিভিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? {কু বো, সি বো}

ক. কোলন              খ. ড্যাস

গ. হাইফেন*            ঘ. লোপ চিহ্ন

৯৭। ‘বিপদাপন্ন’ কোন তৎপুরুষ সমাস? {কু বো}

ক. দ্বিতীয়া*             খ. তৃতীয়া

গ. চতুর্থী               ঘ. পঞ্চমী

৯৮। সমধাতুজ কর্মপদের উদাহরণ কোনটি? {কু বো}

ক. খোকাকে কাঁদিও না।

খ. সাইরেন বেজে উঠল।

গ. সাপুড়ে সাপ খেলায়।

ঘ. বেশ এক ঘুম ঘুমিয়েছি।*

৯৯। ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’- এটা কোন বাচ্যের উদাহরণ? {কু বো}

ক. কর্মকর্তৃবাচ্য*        খ. কর্মবাচ্য

গ. কর্তৃবাচ্য             ঘ. ভাববাচ্য

১০০। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে? {কু বো}

ক. স্বরসঙ্গতি*          খ. অপিনিহিতি

গ. অসমীকরণ          ঘ. স্বরলোপ

১০১। কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে? {কু বো}

ক. তুমি এখন যেতে পার।*

খ. আমি এইমাত্র এলাম।

গ. শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন।

ঘ. হামিদ দেখে খুশি হলাম

১০২। কোনটি অগ্রদন্তমূলীয় বর্ণ?{কু বো}

ক. প       খ. ট       গ. ঠ       ঘ. থ*

১০৩। ‘বিগড়’ ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়? {কু বো}

ক. ভীত হওয়া          খ. ছিন্ন হওয়া

গ. নষ্ট হওয়া *         ঘ. সিক্ত হওয়া

১০৪। বাংলায় ‘ঋ’ কে কী বলা যায় না? {কু বো}

ক. ধ্বনি                খ. বর্ণ     

গ. ব্যঞ্জনধ্বনি          ঘ. স্বরধ্বনি*

১০৫। কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ? {কু বো}

ক. ধরণী               খ. চিকুর  

গ. তিমির               ঘ. অদ্রি*

১০৬। ‘অন্বেষণ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী? {কু বো}

ক. অন্ব+এষণ          খ. অনু+এষণ*

গ. অন্ব+ষন             ঘ. অনু+ষণ

১০৭। এ দেশের মাঝে একদিন সব ছিল। এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? {কু বো}

ক. সর্বত্র               খ. মধ্যে    

গ. একদেশিক*         ঘ. ব্যাপ্তি

১০৮। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কী কী? {কু বো}

ক. উ এবং ঊ          খ. এ এবং ঐ

গ. ঐ এবং ঔ*         ঘ. ই এবং ঈ

১০৯। কোনো কোনো ধ্বনির উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে কী বলে? {কু বো}

ক. অল্পপ্রাণ             খ. মহাপ্রাণ*

গ. অঘোষ              ঘ. ঘোষ

১১০। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? {কু বো}

ক. তিন প্রকার*        খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার          ঘ. ছয় প্রকার

১১১। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? {কু বো}

ক. আল    খ. আরি    গ. অন্ত     ঘ. আও*

১১২। ‘সে দিন কি আর আসবে?’ এ বাক্যে ‘আর’ অব্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে? {কু বো}

ক. নিরাশায় অর্থে *    খ. পুনরাবৃত্তি অর্থে

গ. সম্ভাবনা অর্থে       ঘ. তুলনায় অর্থে

১১৩। কোনটি ফারসি শব্দ? {কু বো}

ক. ইসলাম             খ. খোদা*

 গ. ধর্ম                ঘ. ঈমান

১১৪। কোনটিতে ‘যুক্ত’ অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? {কু বো}

ক. টেকো*             খ. গেছো 

গ. মেছো               ঘ. গেঁয়ো

১১৫। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? {কু বো}

ক. অভাব               খ. গায়েপড়া

গ. জলদ*              ঘ. ভোজন

১১৬। ‘দৌহিত্র’ শব্দটি অর্থগতভাবে- {চ বো}

ক. রূঢ় শব্দ            খ. যৌগিক শব্দ*

গ. যোগরূঢ় শব্দ        ঘ. তদ্ভব শব্দ

১১৭। কোন শব্দটি আ+এ= ঐ নিয়মে সাধিত সন্ধি? {চ বো}

ক. জনৈক*             খ. সদৈব

গ. হিতৈষী              ঘ. সবৈধ

১১৮। কোনটি নিপাতনের সিদ্ধজাত সন্ধি? {চ বো}

ক. পতঞ্জলি*           খ. পরিস্কার

গ. কলটা               ঘ. গবাক্ষ

১১৯। সৌরভ, তারুণ্য কোন ধরনের শব্দ? {চ বো}

ক. ভাববাচক বিশেষ্য   

খ. গুণবাচক বিশেষণ

গ. গুণবাচক বিশেষ্য*

ঘ. ভাব বিশেষণ

১২০। কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ? {চ বো}

ক. নন্দন               খ. তমসা  

গ. চিকুর*              ঘ. মেঘলা

তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিত এই লিঙ্কে

১২১। কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়? {চ বো}

ক. ও, এবং            খ. কিংবা, বরং

গ. যদি, যেন*          ঘ. এবং, কিন্তু

১২২। মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে- {চ বো}

ক. ৮, ১০, ৩২         খ. ৮, ১২, ৩০

গ. ১০, ৮, ৩২*        ঘ. ১২, ৮, ৩০

১২৩। উচ্চারণস্থান অনুযায়ী র, ড়, ঢ় কোন ধরনের বর্ণ?{চ বো}

ক. তালব্য              খ. মূর্ধন্য

গ. কম্পন              ঘ. তাড়নজাত*

১২৪। ‘চাবি’ কোন ভাষার শব্দ? {চ বো}

ক. ওলন্দাজ            খ. ফরাসি

গ. ফারসি              ঘ. পুর্তগিজ*

১২৫। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? {চ বো}

ক. তৎসম*             খ. অর্ধ তৎসম

গ. তদ্ভব               ঘ. দেশি

১২৬। স্বরভক্তির অপর নাম কী? {চ বো}

ক. সম্প্রকর্ষ*           খ. বিপ্রকর্ষ

গ. স্বরলোপ             ঘ. অভিশ্রুতি

১২৭। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? {চ বো}

ক. অপিনিহিতি          খ. অভিশ্রুতি

গ. অসমীকরণ*         ঘ. দ্বিত্বব্যঞ্জন

১২৮। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? {চ বো}

ক. ছাত্রী            খ. দাদি *    

গ. আয়া            ঘ. সৎমা

১২৯। ণত্ব-ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে ব্যবহার হয়? {চ বো}

ক. তৎসম*             খ. অর্ধতৎসম

গ. দেশি                ঘ. বিদেশি

১৩০। আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়? {চ বো}

ক. আকাঙ্ক্ষা          খ. সাপেক্ষ

গ. নির্দেশক            ঘ. অনুজ্ঞা*

১৩১। ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়।’ বাক্যে ‘উঠলে’ কোন ক্রিয়া? {চ বো}

ক. সমাপিকা            খ. অসমাপিকা*

গ. যৌগিক             ঘ. মিশ্র

১৩২। ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য? {চ বো}

ক. সংজ্ঞাবাচক         খ. গুণবাচক

গ. বস্তুবাচক            ঘ. ব্যক্তিবাচক*

১৩৩। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি? {চ বো}

ক. চন্দ্র যে মুখ         খ. চন্দ্র রূপ মুখ

গ. মুখ চন্দ্রের ন্যায়*    ঘ. মুখ  ও চন্দ্র

১৩৪। ‘সুতি কাপড় অনেক দিন টেকে’- কোন বাচ্যের উদাহরণ? {চ বো, সি বো, দি বো}

ক. কর্তৃবাচ্য            খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য             ঘ. কর্মকর্তৃবাচ্য*

১৩৫। যে নারীর সন্তান বাঁচে না- এক কথায় কী হবে? {চ বো}

ক. অনূঢ়া               খ. বীরপ্রসূ

গ. বিবোঢ়া              ঘ. মৃতবৎসা*

১৩৬। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে? {চ বো}

ক. অচিন দেশের অচেনা মানুষ

খ. অজপাড়া গাঁয়ের অজমূর্খ

গ. সুদিনে সুকাজ সম্পন্ন

ঘ. ইতিপূর্বে এই ইতিহাস শুনিনি*

১৩৭। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? {চ বো}

ক. শরীল               খ. পিচাশ*

গ. ফাগুন               ঘ. ধোপা

১৩৮। ‘আমাকে পড়তে হচ্ছে’ -শব্দটি কোন বাচ্য?{চ বো}

ক. কর্তৃবাচ্য*           খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য            ঘ. কর্মকর্তৃবাচ্য

১৩৯। অন্যায় কাজ করো না- বাক্যে ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করেছে? {চ বো}

ক. নির্দেশক ভাব       খ. অনুজ্ঞা ভাব*

গ. সাপেক্ষ ভাব        ঘ. আকাঙ্ক্ষা ভাব

১৪০। ‘লিখ’ আদি গণের সদস্য কোনটি? {চ বো}

ক. চল     খ. চিন*     গ. উঁচা     ঘ. লুকা

১৪১। যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদেরকে বলে-{চ বো}

ক. অজ্ঞাতমূলক ধাতু  *

খ. অপরিবর্তনীয় ধাতু

গ. প্রকারান্ত ধাতু                  

ঘ. অসম্পূর্ণ ধাতু

১৪২। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কেমন উচ্চারণ হয়? {চ বো, ম বো

ক. সংবৃত*              খ. বিবৃত 

গ. প্রকৃত                ঘ. অপ্রকৃত

১৪৩। আক্ষেপ প্রকাশে অতীতের কোন কাল ব্যবহৃত হয়? {চ বো}

ক. বর্তমান             খ. ভবিষ্যত*

গ. নিত্যবৃত্ত অতীত      ঘ. অতীত

১৪৪। প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তিতে কী হবে? {চ বো} 

ক. আগের দিন         খ. পূর্বদিন

গ. পরদিন*            ঘ. সেদিন

১৪৫। ভাষার মূল উপাদান কী? {সি বো}

ক. র্বণ                 খ. ধ্বনি*

গ. শব্দ                 ঘ. বাক্য

১৪৬। উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনিটি যুক্ত করা হয়? {সি বো}

ক. ই       খ. উ       গ. অ*       ঘ. এ

১৪৭। দন্ত্যমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনটি? {সি বো}

ক. ড*       খ. দ       গ. ব       ঘ. জ

১৪৮। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে? {সি বো}

ক. ব্যজ্ঞন বিকৃতি       খ. ব্যঞ্জনচ্যুতি

গ. বিষমীভবন          ঘ. ধ্বনি বিপর্যয়*

১৪৯। কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়? {সি বো}

ক. বণিক*              খ. তৃণ    

গ. পাষাণ               ঘ. উষ্ণ

১৫০। তত্ত্ব এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? {সি বো}

ক. তৎ+ত্ত          খ. তৎ+ত্ব

গ. তদ্+ত্ত          ঘ. তদ্+ত*


১৫১। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? {সি বো}

ক. চাকর               খ. কবিরাজ

গ. মরদ                ঘ. দাদা*

১৫২। কোন কোন শব্দে বচনভেদ হয়? {সি বো}

ক. বিশেষ্য ও বিশেষণ

খ. বিশেষ্য ও সর্বনাম

গ. সর্বনাম ও ক্রিয়া

ঘ. বিশেষণ ও সর্বনাম

১৫৩। ‘মহাজ্ঞান’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? {সি বো}

ক. মহান যে জ্ঞান      খ. মহা যে জ্ঞান

গ. মহৎ  যে জ্ঞান*     ঘ. মহতী যে জ্ঞান

১৫৪। ‘সঙ্গে’ অর্থে ‘অনু’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে? {সি বো}

ক. অনুকম্পা*          খ. অনুশীলন

গ. অনুকার             ঘ. অনুশোচনা

১৫৫। ‘কাজটি ভালো দেখায় না’ -বাক্যে কোন ধরনের ধাতুর উদাহরণ রয়েছে? {সি বো}

ক. নাম ধাতু          

খ. প্রযোজক ধাতু

গ. কর্মবাচ্যের ধাতু*    

ঘ. সংযোগমূলক ধাতু

১৫৬। উপজীবীকা অর্থে এ-প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? {সি বো}

ক. মেটে               খ. মুটে*    

গ. নেয়ে                ঘ. ভাদুরে

১৫৭। যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে কী বলে? {সি বো, দি বো}

ক. দেশি শব্দ          খ. যৌগিক শব্দ*

গ. রূঢ়ি শব্দ            ঘ. যোগরূঢ় শব্দ

১৫৮। কোনটি ভাববাচক বিশেষ্য?{সি বো}

ক. দেখা*               খ. পঞ্চায়েত 

গ. সৌরভ              ঘ. তারল্য

১৫৯। ‘কত না হারানো স্মৃতি জাগে আজও মনে।’ বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহার হয়েছে? {সি বো}

ক. অনুসর্গ অব্যয়       খ. অনন্বয়ী অব্যয়

গ. বিয়োজক অব্যয়     ঘ. বাক্যাংলঙ্কার*

১৬০। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? {সি বো}

ক. বিশেষ্য পদ         খ. সর্বনাম পদ

গ. ক্রিয়া পদ*          ঘ. বিশেষণ পদ

১৬১। ‘আমি দেখেছি।’- বাক্যের ক্রিয়াপদ কোন কালের? {সি বো}

ক. সাধারণ অতীত

খ. পুরাঘটিত অতীত

গ. সাধারণ বর্তমান*

ঘ. পুরাঘটিত বর্তমান

১৬২। ‘পরীক্ষা’ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? {সি বো}

ক. লবণটা চেখে দেখ*

খ. সন্দেশগুলো খেয়ে ফেল

গ. বৃষ্টি থেমে গেল

ঘ. আমাকে করতে দাও

১৬৩। প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় কী যোগ করার নিয়ম ছিল? {সি বো}

ক. অ      খ. ও       গ. হ*       ঘ. হে

১৬৪। অসম্পূর্ণ ধাতু কোনটি? {সি বো}

ক. যা      খ. থাক    গ. শিখ্     ঘ. শুন্

১৬৫। ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’ বাক্যে ‘বাড়ি’ কোন কারক? {সি বো}

ক. অপাদান             খ. অধিকরণ*

গ. কর্ম                 ঘ. করণ

১৬৬। যার অন্য কোনো উপায় নেই-এর সংক্ষিপ্ত রূপ কোনটি? {সি বো, দি বো}

ক. নাচার               খ. নিরুপায়

গ. অনন্যেপায়*         ঘ. অনুনপায়

১৬৭। ‘মাথা ব্যথা’ অর্থ কী? {সি বো}

ক. ভাবনা করা         খ. দায়িত্ব গ্রহণ

গ. অশান্তি              ঘ. আগ্রহ*

১৬৮। ‘বক ধার্মিক’ বাগধারাটির অর্থ কী? {সি বো}

ক. একগুঁয়ে            খ. ভণ্ড সাধু*

গ. অত্যন্ত গরিব        ঘ.গুরুত্বহীন ব্যক্তি

১৬৯। ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? {সি বো, দি বো}

ক. স্থাবর*   খ. শান্ত    গ. নশ্বর    ঘ. মৃদু

১৭০। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন যতিচিহ্ন বসে? {ব বো}

ক. কমা*              খ. কোলন 

গ. সেমিকোলন         ঘ. দাঁড়ি

১৭১। ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি? {ব বো}

ক. ফণী                খ. শৈল   

গ. ভুজ                 ঘ. সবিতা*

১৭২। যে বহুব্রীহি সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে- {ব বো}

ক. অলুক বহুব্রীহি *                 

খ. প্রত্যয়ন্ত বহুব্রীহি

গ. সংখ্যাবাচক বহুব্রীহি

ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

১৭৩। প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ? {ব বো}

ক. বাংলা উপসর্গ       খ. ফারসি উপসর্গ

গ. তৎসম উপসর্গ*     ঘ. আরবি উপসর্গ

১৭৪। কৃৎ-প্রত্যয় সাধিত পদটিতে বলা হয়- {ব বো}

ক. কৃদন্ত পদ*         খ. ক্রিয়া পদ

গ. ক্রিয়া বিশেষণ       ঘ. ক্রিয়া প্রকৃতি

১৭৫। পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি? {ব বো}

ক. চিন্তা করো না, কালই আসছি।

খ. এতক্ষণ আমি অঙ্ক করেছি।*

গ. সন্ধ্যায় সূর্য অস্ত যায়।

ঘ. সে ভাত খায়।

১৭৬। কোনটি ভাববাচ্যের উদাহরণ? {ব বো}

ক. আমার যাওয়া হবে না*

খ. আমি যাব না।

গ. বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।

ঘ. কাজটা ভালো দেখায় না।

১৭৭। বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে? {ব বো}

ক. প্রথমে              খ. বিশেষ্যের পূর্বে*

গ. সর্বনামের পূর্বে      ঘ. শেষে

১৭৮। ‘সাপুড়ে সাপ খেলায়’- কোন ক্রিয়াপদের উদাহরণ? {ব বো}

ক. মিশ্র ক্রিয়া          খ. যৌগিক ক্রিয়া

গ. সকর্মক ক্রিয়া       ঘ. প্রযোজক ক্রিয়া*

১৭৯। অর্থগতভাবে শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? {ব বো}

ক. দুই ভাগে           খ. তিন ভাগে*

গ. চার ভাগে           ঘ. পাঁচ ভাগে

১৮০। ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’- এটি কোন কর্তৃকারকের উদাহরণ? {ব বো, দি বো}

ক. মূখ্য কর্তা           খ. ব্যতিহার কর্তা*

গ. প্রযোজক কর্তা      ঘ. প্রযোজ্য কর্তা


১৮১। কোন গুচ্ছের সবগুলো ধাতু ‘ফিরা’  আদিগণের অর্ন্তভুক্ত? {ব বো}

ক. কিন্, র্ঘি, র্ফি, জিত্

খ. কাটা, ডাকা, বাজা, আগা

গ. ছিটা, শিখা, ঝিমা, চিরা*

ঘ. শোয়া, খোঁচা, গোছা, যোগা

১৮২। তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থ মধ্যম পুরুষের ভবিষ্যতাকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি? {ব বো}

ক. -ও                  খ. -স     

গ. -ইস*               ঘ. -হও

১৮৩। সম্বোধন পদ কিসের অংশ? {ব বো}

ক. বাক্যের*            খ. পদের

গ. কারকের            ঘ. সমাসের

১৮৪। ‘বিদেশে যে থাকে’-এক কথায় কী হবে? {ব বো}

ক. বিদেশি          খ. প্রবাসী*

গ. পরবাসী         ঘ. ভিনদেশি

১৮৫। কোন শব্দটি স্বভাবতই ‘ণ’ হয়? {ব বো}

ক. ব্যাকরণ             খ. ঘণ্টা

গ. হরিণ                ঘ. লবণ*

১৮৬। ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।’এখানে ‘মাঝারে’  শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? {ব বো}

ক. বাইরে              খ. মধ্যে *   

গ. সঙ্গে                ঘ. ব্যাপ্তি

১৮৭। ‘রা’ বিভক্তির ব্যবহার পাওয়া যায়? {ব বো}

ক. প্রাণিবাচক শব্দে   

খ. অপ্রাণিবাচক শব্দে

গ. কেবল উন্নত প্রাণিবাচক শব্দে*

ঘ. প্রাণিবাচক এবং অপ্রাণিবাচক উভয়ের ক্ষেত্রে

১৮৮। ‘মুখ চন্দ্রের ন্যায়’ কোন সমাসের উদাহরণ? {ব বো}

ক. মধ্যপদলোপী        খ. উপমান

গ. রূপক               ঘ. উপমিত*

১৮৯। নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে? {ব বো}

ক. সারাটি সকাল বসে আছি তোমার আশায়*

খ. সবটুকু ওষুধই খেয়ে ফেল

গ. দশ তা কাগজ দাও

ঘ. গোটা সাতেক আম আন

১৯০। তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থ্যাৎ ১ থেকে ৪ পর্যন্ত কোন নিয়মে সাধিত? {ব বো}

ক. হিন্দি*               খ. বাংলা  

গ. ইংরেজি              ঘ. সংস্কৃত

১৯১। নিমরাজি শব্দে ‘নিম’ কোন উপসর্গ?{ব বো}

ক. আরবি              খ.ইংরেজি 

গ. হিন্দি                ঘ. ফারসি*

১৯২। ‘মনুষ্য’ কোন শব্দের উদাহরণ? {ব বো}

ক. তদ্ভব               খ. অর্ধ-তৎসম

গ.তৎসম*              ঘ. বিদেশি শব্দ

১৯৩। সব ভাষার ব্যাকরণেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়? {ব বো}

ক. ২টি     খ. ৩টি     গ. ৪টি*    ঘ. ৫টি

১৯৪। ‘নাবিক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? {ব বো}

ক. নো+ইক         খ. নৌ+ইক*

গ. নে+ইক         ঘ. নৈ+ঈক

১৯৫। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? {ব বো}

ক. ২২টি               খ. ২৩টি  

গ. ২৪টি                ঘ. ২৫টি*

১৯৬। বস্তুর ধ্বনির অনুকার কোনটি? {ব বো}

ক. ঝিকিমিকি           ঝ.ঝমঝম*

গ. ঘেউ ঘেউ           ঘ. হি হি

১৯৭। নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি? {ব বো}

ক. দাই*          খ. বাদশা  

গ. গয়লা          ঘ. ধোপা

১৯৮। সরল বাক্যের উদাহরণ কোনটি? {ব বো}

ক. বয়স তার হয়েছে কিন্তু বুদ্ধি হয় নি

খ. যাদের বুদ্ধি নেই, তারাই একথা বিশ্বাস করবে

গ. সত্য কথা না বলে বিপদে পড়েছি*

ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান কর

১৯৯। ‘বিষমীভবন’ এর উদাহরণ কোনটি? {ব বো}

ক. সকাল> সক্কাল

খ. লাফ> ফাল

গ. শরীর> শরীল*

ঘ. জানালা> জান্লা

২০০। ‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’-এক কথায় কী হবে? {দি বো}

ক. অপরিণামদর্শী       খ. অবিমৃষ্যকারী*

গ. অবিসংবাদিত        ঘ. অদৃষ্টপূর্ব

২০১। ফলাহার> ফলার, ধ্বনি পরিবর্তনের নিয়মানুযায়ী এটিকে কী বলা হয়? {দি বো}

ক. অর্ন্তহতি*           খ. ব্যঞ্জচ্যুতি

গ. অভিশ্রুতি           ঘ. বিষমীভবন

২০২। ‘জাত’ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? {দি বো}

ক.ব্যাপারি               খ. উমোদারি

গ. দোকানি             ঘ. ভাগলপুরি*

২০৩। নির্দেশক সর্বনামের পরে টা, টি, যুক্ত হলে তা কী হয়ে যায়? {দি বো}

ক. সুনির্দিষ্ট             খ. নির্দিষ্ট*

গ.অনির্দিষ্ট              ঘ. নিরর্থক

২০৪। বাংলা ভবিষ্যত কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহার হয় না? {দি বো}

ক. উত্তম পুরুষ*         খ. নাম পুরুষ

গ. মধ্যম পুরুষ         ঘ. তুচ্ছার্থক পুরুষ

২০৫। ‘তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন বাক্যের উদাহরণ? {দি বো}

ক. মিশ্রবাক্য            খ. জটিল বাক্য

গ. যৌগক বাক্য        ঘ. সরল বাক্য*

২০৬। কোন বানানটি শুদ্ধ?{দি বো}

ক. মুমুর্ষু    খ. মমূর্ষু    গ. মুমূর্ষু*    ঘ. মুমূর্ষ

২০৭। ‘অহর্নিশ’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? {দি বো}

ক. অহঃ+নিশ           খ. অহঃ+নিশা*

গ. অহ+নিশা            ঘ. অহ+নিশ

২০৮। ‘খ্রিষ্টাব্দ’ মিশ্র শব্দটি কোন কোন শব্দের মিলনে সৃষ্টি হয়েছে? {দি বো}

ক. ইংরেজি+তৎসম*    

খ.ইংরেজি+ বাংলা

গ. ইংরেজি+ ফারসি

ঘ. ফারসি+ আরবি

২০৯। পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে স্ত্রীবাচক শব্দে ‘নী’ হয় এর উদাহরণ কোনটি? {দি বো}

ক. ঠাকুরানী            খ. বাঘিনী

গ. ভিখারিনী*           ঘ. গোয়ালিনী

২১০। যোগরূঢ় শব্দ গঠিত হয় কোন প্রক্রিয়ায়? {দি বো}

ক. সন্ধির মাধ্যমে      

খ. উপসর্গ যোগে

গ. সমাসনিষ্পন্ন হয়ে *  

ঘ. প্রত্যয় যোগ


২১১। ‘উভয় সংকট’ এর সমার্থক বাগধারা কোনটি? {দি বো}

ক. শাপে বর           খ. শাঁখের করাত*

গ. খ- প্রলয়            ঘ. গোঁফখেজুরে

২১২। এক এককের চার ভাগের তিনভাগ(৩/৪) কে পরবর্তী সংখ্যার কী বলা হয়? {দি বো}

ক. সোয়া               খ. পৌনে*  

গ. তেহাই              ঘ. পোয়া

২১৩। ‘লজ্জা প্রকাশে নিচের কোন বাক্য ব্যবহার করা হয়েছে? {দি বো}

ক. ছিঃ তোমার এই কাজ

খ. ছিঃ ছিঃ তার সাথে পারলে না*

গ. তুমি এত নীচ!

ঘ. আঃ ভালো লাগছে না, এখন যাও

২১৪। ছেলেটিকে চোখে চোখে রেখো-এ বাক্যে ‘চোখে চোখে’ দ্বিরুক্তি কী অর্থে ব্যবহৃত হয়েছে? {দি বো}

ক. সর্তকতা *           

খ. ভাবের প্রাগঢ়তা

গ. কালের বিস্তার      

ঘ. আধিক্য

২১৫। ‘অপনোদন’ শব্দে ‘অপ’ উপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে?{দি বো}

ক. স্থানান্তর*            খ. বিপরীত

গ. নিকৃষ্ট               ঘ. বিকৃত

২১৬। প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে কী অনুসারী করতে হয়? {দি বো}

ক. পুরুষ               খ. বচন   

গ. অর্থ*                ঘ. ক্রিয়া

২১৭। কোন গুচ্ছের সবগুলো ধাতু উঠ্- আদিগণের অর্ন্তভুক্ত? {দি বো}

ক. শুন, খুঁজ, ডুব, তুস*

খ. সহ্, কহ্, বস্, শুন্

গ. লিখ্, কিন্, বাহ্, ড্

ুঘ. কিহ্, ডুব্, লিখ্, শুন

২১৮। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথকভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? {দি বো}

ক. ড্যাস*             খ. কোলন ড্যাস 

গ. সেমিকোলন         ঘ. কমা

২১৯। ‘তিনি গতকাল হাটে যান নি’-এটি কোন কালের উদাহরণ? {দি বো}

ক. ঘটমান বর্তমান                

খ. সাধারণ বর্তমান

গ. পুরাঘটিত অতীত *  

ঘ. ঘটমান অতীত

২২০। ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়? {দি বো}

ক. চতুর্থী               খ. ষষ্ঠী    

গ. সপ্তমী*               ঘ. দ্বিতীয়া

২২১। ‘ছাব্বিশে মার্চ’ কোন প্রকারের নাম বিশেষণ? {দি বো}

ক. সংখ্যাবাচক         খ. অংশবাচক

গ. নির্দিষ্টতাবাচক*     ঘ. ক্রমবাচক

২২২। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? {দি বো}

ক. সাহিত্যসভা          খ. পুরুষসিংহ

গ. অরুণরাঙা*          ঘ. ক্রোধানল

২২৩। ওষুধে ‘গুণ’ করেছে। এই বাক্যে ‘গুণ’ শব্দটি প্রয়োগ করা হয়েছে- {দি বো}

ক. বৈশিষ্ট্য অর্থে       খ. ক্রিয়া অর্থে*

গ. উৎকর্ষ অর্থে        ঘ. ধর্ম অর্থে

২২৪। বার্মিজ ভাষার শব্দ নিচের কোনটি? {ম বো}

ক. চাকর   খ. লুঙ্গি*     গ. রিক্সা    ঘ. চাবি

২২৫। বাকপ্রত্যঙ্গজাত ধ্বনির সুক্ষ্মতম মৌলিক অংশ বা একককে কী বলা হয়? {ম বো}

ক. ধ্বনিমূল*           খ. প্রাতিপাদিক

গ. প্রত্যয়               ঘ. নাম প্রকৃতি

২২৬। মাছুয়া মেছো- ধ্বনির পরিবর্তনের কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? {ম বো}

ক. অর্ন্তহতি             খ. সমীভবন

গ. অভিশ্রুতি*          ঘ. বিষমীভবন

২২৭। কোন শব্দগুলো স্বভাবতই ‘ণ’ হয়? {ম বো}

ক. বীণা, বাণী*         খ. বর্ণ, ব্যাকরণ

গ. কৃপণ, হরিণ        ঘ. ভাষণ, উষ্ণ

২২৮। উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে সন্ধিতে কী হয়? {ম বো}

ক. র                  খ. য      

গ. ম-ফলা             ঘ. ব-ফলা*

২২৯। কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? {ম বো}

ক. রাজি ও রাশি       খ. পাল ও যূথ*

গ. দাম ও নিচয়        ঘ. গুচ্ছ ও পুঞ্জ

২৩০। বিশেষ অর্থে, নির্দিষ্টদা জ্ঞাপনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক কোনগুলো? {ম বো}

ক. টা, টি              খ. টাক, টুকু

গ. তা, পাটি,*           ঘ. গোটা, খানি

২৩১। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়? {ম বো}

ক. বিশেষ্য*             খ. বিশেষণ

গ. সর্বনাম              ঘ. ক্রিয়া

২৩২। উর্দু-হিন্দি উপসর্গ নিচের কোনটি?

ক. হেড    খ. কার     গ. হর*     ঘ. হের

২৩৩। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? {ম বো}

ক. উত্তম পুরুষ         খ. মধ্যম পুরুষ

গ. কাল পুরুষ          ঘ. নাম পুরুষ*

২৩৪। বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে কোন যতি চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে? {ম বো}

ক. উদ্ধরণ চিহ্ন        খ. সংযোগ চিহ্ন

গ. প্রথম বন্ধনী*        ঘ.কোলন ড্যাস

২৩৫। অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে? {ম বো}

ক. বিশেষ্যের পূর্বে                

খ. বিশেষণের পূর্বে*

গ. বিশেষ্যের পরে                 

ঘ. বিশেষণের পরে

২৩৬। ‘ভূত’ এর বিপরীত শব্দ কোনটি? {ম বো}

ক. পেত্নী               খ. ভীরু   

গ. নির্ভীক              ঘ. ভবিষ্যৎ*

২৩৭। ‘সকলকে তুচ্ছ ভাবা’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? {ম বো}

ক. ধরি মাছ, না ছুঁই পানি

খ. ধরাকে সরাজ্ঞান করা*

গ. দুমুখো সাপ

ঘ. ঠাট বজায় রাখা

২৩৮। বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে? {ম বো}

ক. গুরুচণ্ডালী দোষ                

খ. দুর্বোধ্যতা

গ. বাহুল্য দোষ*                    

ঘ. উপমার ভুল প্রয়োগ

২৩৯। সম্পর্ক বোঝাতে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে? {ম বো}

ক. পার্থিব*             খ. সাহিত্যিক

গ. শৈশব               ঘ. সামাজিক

২৪০। বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে কী বলে? {ম বো}

ক. ধাত্বর্থক কর্মপদ*                

খ. সকর্মক

গ. অকর্মক            

ঘ. প্রযোজক ক্রিয়া


২৪১। আক্ষেপ প্রকাশে অতীত কালের স্থলে কোন কাল হয়? {ম বো}

ক. বর্তমান কাল       খ. অতীত কাল

গ. ভবিষ্যত কাল*      ঘ. নিত্যবৃত্ত কাল

২৪২। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? {ম বো}

ক. আমরা পরীক্ষা দিয়ে আসছি

খ. পরীক্ষা দিতে ঢাকা যাব

গ. কষ্টিপাথরে সোনাটা কষে নাও

ঘ. আমাকে করতে দাও*

২৪৩। নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি? {ম বো}

ক. -উন*    খ. -এন    গ. -উক    ঘ.-ন

২৪৪। কোন গুচ্ছের সবগুলো ধাতু উল্টা আদিগণের অর্ন্তভুক্ত? {ম বো}

ক. সম্ঝা, সিট্কা                  

খ. কচ্লা, কোঁচ্কা

গ. কোদ্লা, মুচ্ড়া                  

ঘ. দুম্ড়া, উপ্চা*

২৪৫। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকমের হতে পারে? {ম বো}

ক. তিন*    খ. চার     গ. পাঁচ     ঘ. ছয়

২৪৬। ‘খেজুর রসে গুড় হয়’ -কী বোঝাতে অপাদান কারক? {ম বো}

ক. বিচ্যুতি             খ. গৃহীত 

গ. রক্ষিত              ঘ. জাত*

২৪৭। ‘নিমেষ মাঝেই সব শেষ’-এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? {ম বো}

ক. মধ্যে               খ. ক্ষণকাল* 

গ. একদেশিক          ঘ. ব্যাপ্তি

২৪৮। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’- এখানে ‘কলকলিয়ে’ দ্বিরুক্তি শব্দটি কোন পদ? {ম বো}

ক. বিশেষ্য              খ. বিশেষণ

গ. ক্রিয়া*               ঘ. ক্রিয়া বিশেষণ

২৪৯। নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়?

ক. সধবা               খ. ঢাকী   

গ. মেধাবী              ঘ. শিক্ষিত*


প্রশ্নগুলি Pdf আকারে পেতে ক্লিক করো এখানে


 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন