এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা। Instructions for using calculator in SSC exam




এসএসসি পরীক্ষায় ক্যালকুটের ব্যবহারের নির্দেশনা

আগামী ১৯ জুন শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এই পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষাবোর্ড নানা ধরণের দিক নির্দেশনা দিয়েছে। সাধারণ ও বাণিজ্য বিভাগের জন্য সাধারণ গণিত ও বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহারের এক বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করতে পারবেন। ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সব কেন্দ্রসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার চিঠিটি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।এদিকে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, কেন্দ্রসচিব ছাড়া কেউ এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না এমন ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের স্মার্টফোন বা ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।



এসএসসি ২০২৩ পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এখানে



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন