বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ?

বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ


প্রশ্ন: বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ?

উত্তর:- বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. শব্দের আদিতে যদি ‘অ’ থাকে এবং তার পরে ই-কার বা উ-কার থাকে,তবে সেই ‘অ’-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়। যেমন:- গতি (গোতি),অধিকার (ওধিকার),  গরু (গোরু)

২. শব্দের আদ্য অ-কারের পরে য-ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে ‘অ’-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন:- অন্য(ওন্‌নো), কল্যাণ(কোল্‌ল্যান), অধ্যক্ষ(ওদ্‌ধোক্‌খো)

৩. শব্দের আদ্য ‘অ’-এরপর ‘ক্ষ’ বা ‘জ্ঞ’ থাকলে ‘অ’-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন:- দক্ষ(দোকখো), যজ্ঞ (জোগ্‌গোঁ),

৪. শব্দের প্রথমে ‘অ’ যুক্ত র-ফলা থাকলে সেই আদ্য ‘অ’ এর উচ্চারণ সাধারণত ও-কার হয়ে থাকে। যেমন:- গ্রহ (গ্রোহো), গ্রন্থ(গ্রোন্‌থো)

৫. একাক্ষর শব্দের আদিতে ‘অ’ এবং পরে ‘ন’ থাকলে সেই ‘অ’ এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন:- মন(মোন্), বন(বোন্), জন(জোন্)

  • বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • মধ্য ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি  সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন