মধ্য ‘অ’ কারের উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ?

মধ্য ‘অ’ কারের উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ?

প্রশ্ন: মধ্য ‘অ’ কারের উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ?

উত্তর:- মধ্য ‘অ’ কারের ৫টি নিয়ম নিচে উল্লেখ করা হল:

১. য-ফলার আগে ই (ি), ঈ(ী), উ(ু), ঊ(ূ), ঋ(ৃ), কার থাকলে ‘অ’–এর উচ্চারণ ‘ও’ কারের মতো হয়। যেমন:-অদম্য (অদোম্‌মো), অসভ্য (অশোব্‌ভো)

২. তিন বা তার অধিক বর্ণে  গঠিত শব্দের মধ্য ‘অ’-এর আগে অ,আ, এ বা ও-কার থাকলে ‘অ’-এর উচ্চারণ ও-কার হয়। যেমন:- কাজল (কাজোল), কলম (কলোম)

৩. মধ্য ‘অ’-এর আগে ‘এ’ থাকলে সেই ‘অ’ ও-কার রূপে উচ্চারিত হয়। যেমন:- কেতন (কেতোন), বেতন (বেতোন)

৪. বেশকিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য ‘অ’ ও-কারের মতো উচ্চারিত হয়। যেমন:- বনবাসী (বনোবাশি), পথচারী (পথোচারি)

৫. মধ্য ‘অ’ এর আগে আ-কার থাকলে সেই ‘অ’ ও-কারের মতো উচ্চারিত হয়। যেমন:- আসল (আশোল), ভাষণ (ভাশোন)

  • বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • আদি ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি  সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন