গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ

গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ

প্রশ্ন: গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ লিখ।

বাক্য : বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেন- ‘‘যে সুবিন্যস্ত পদসমষ্টি দিয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে।’’

গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ :

গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা- ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য।

১. সরল বাক্য : যে বাক্যের একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকেই সরল বাক্য বলে। 

যেমন- কালাম রহিমকে ভালোবাসে। এখানে ‘কালাম’ উদ্দেশ্য ও ‘ভালোবাসে’ বিধেয়।

২. জটিল বা মিশ্রবাক্য : যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্য এবঙ এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে।

যেমন- আমি ‍যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি।

৩. যৌগিক বাক্য : পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের সাহায্যে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। 

যেমন- হাসান মেধাবী ছাত্র কিন্তু চঞ্চল।

  • বাক্য প্রকরণ সম্পর্কে জানতে ক্লিক করুনএখানে 
  • সার্থক বাক্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ক্লিক করুনএখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন