ভাষা : বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে।
- জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা
- বর্তমানে প্রায় ত্রিশকোটি মানুষের মুখের ভাষা বাংলা।
- বাংলা ভাষার রূপ দুইটি লৈখিক ও মৌখিক, সাধু চলিত ও আঞ্চলিক
ক. ব্যাকরণের নিয়ম অনুসারে চলে এবং এর
পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
খ. এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল।
গ. সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার
অনুপযোগী।
ঘ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ
গঠন পদ্ধতি মেনে চলে।
চলিত রীতি/প্রমিত
রীতি
ক. চলিত রীতি পরিবর্তনশীল।
খ. এ রীতি তদ্ভব শব্দবহুল।
গ. চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য, বক্তৃতা
ও নাট্য সংলাপের উপযোগী।
ঘ. সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ
চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
§