প্রশ্ন: ‘এ’ ধ্বনির
সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ?
উত্তর:-
‘এ’ ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি
নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হল:
১. পদের অন্ত্যে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন:-
পথে, ঘাটে, দোষে
২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ‘এ’
ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন:- প্রেম, দেশ শেষ
৩. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন:- কে, সে, যে
৪. ‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন:-
দেহ, কেহ, কন্টে
৫. ‘ই’ বা উ-কার পরে থাকলে ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত
হয়। যেমন:- রেণু, বেলুন, দেখি
- বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
- আদি ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
- ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
- ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
- এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
- এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে