‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

 




প্রশ্ন: ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ?

উত্তর:- ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন:- এত (অ্যাতো) এখন (অ্যাখন) কেন (ক্যান)

২. অনুস্বার ও চন্দ্রবিন্দু ধ্বনির আগের ‘এ’ ধ্বনি বিবৃত। যেমন:- চেংড়া (চ্যাংড়া) খেংড়া (খ্যাংড়া) স্যাঁতসেঁতে

৩. খাঁটি বাংলা শব্দে ‘এ’ ধ্বনি বিবৃত হয়। যেমন:- খেমটা (খ্যামটা) তেলাপোকা (ত্যালাপোকা)

৪. এক, এগারো, তেরো-এসব সংখ্যাবচক শব্দে এবং ‘এক’ যুক্ত শব্দে ‘এ’ ধ্বনি বিবৃত হয়। যেমন:- অ্যাক চোট, অ্যাক তলা

৫. ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায়,তুচ্ছার্থে ও সাধারণ মধ্যম পুরুষের রূপে এ’ ধ্বনি বিবৃত হয়। যেমন:- দেখ (দ্যাখ) দেখ (দ্যাখো)


  • বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • আদি ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন