উদাহরণসহ ‘এ’ স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ

 



প্রশ্ন: উদাহরণসহ ‘এ’ স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?

উত্তর:- ‘এ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্ত্যে ‘এ’ স্বরধ্বনি সংবৃত হয়। যেমন:- দোষে, গুণে, পথে

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ‘এ’ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন:- দেশ, শেষ, প্রেম

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে ‘এ’ বিবৃত হয়।যেমন:- এত (অ্যাতো) হেন (হ্যানো)

৪. ই-কার বা উ-কার পরে থাকলে ‘এ’ সংবৃত হয়। যেমন:- বেলুন, দেখি, রেণু

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে ‘এ’ বিবৃত হয়। যেমন:- খেল (খ্যাল) দেখ (দ্যাখ)


  • ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি  সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন