উদাহরণসহ ব-ফলা সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ

 





প্রশ্ন: উদাহরণসহ ব-ফলা সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?

উত্তর:- উদাহরণসহ ব-ফলা উচ্চারণের নিয়ম: বাংলায় ব-ফলার উচ্চারণের ভিন্নতা দেখা যায়। কেননা ব-ফলা কখনো উচ্চারিত হয়, আবার কখনো হয় না। নিচে এর ৫টি নিয়ম ও উদাহরণ দেওয়া হল:

১. শব্দের প্রথমে থাকলে ব-ফলার উচ্চারণ হয় না। যেমন:- ধ্বনি (ধোনি) ত্বক (তক)

২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। যেমন:- বিশ্ব (বিশ্‌শো) বিদ্বান (বিদ্‌দান)

৩. যুক্তব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। যেমন:- সান্ত্বনা (শান্‌তোনা) দ্বন্দ্ব (দন্‌দো)

৪. ব-য়ে ও ম-য়ে ব-ফলার উচ্চারণ বহাল থাকে। যেমন:- নব্বই (নোববোই) সম্বোধন (শম্‌বোধন)

৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব-ফলা থাকলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন:- উদ্বেল (উদ্‌বেল) উদ্বোধন (উদ্‌বোধন)

  • বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • মধ্য ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি  সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন