শব্দের আদ্য অবস্থানের ‘এ’-ধ্বনি উচ্চারণের ৫টি ‍নিয়ম উদাহরণসহ লেখ

 






প্রশ্ন: শব্দের আদ্য অবস্থানের ‘এ’-ধ্বনি উচ্চারণের ৫টি ‍নিয়ম উদাহরণসহ লেখ?

উত্তর:- শব্দের আদ্য অবস্থানের ‘এ’-ধ্বনি উচ্চারণের ৫টি ‍নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. শব্দের আদ্য এ-ধ্বনির পরে ই (ি), ঈ(ী), উ(ু), ঊ(ূ), এ(ে), ও (ো), য়,র,ল, শ এবং হ থাকলে ‘এ’ ধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন:- একি, দেখি, ঢেঁকি

২. শব্দের আদ্য এ-কারের পরে যদি ং ঙ বা ঙ্গ থাকে তাহলে তা অ্যা-কারে রূপান্তরিত হয়। যেমন:- বেঙ (ব্যাঙ), খেংরা (খ্যাঙড়া)

৩. এ-কারন্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ-প্রত্যয়যুক্ত হলে সেই ‘এ’ কারের উচ্চারণ ‘অ্যা-কার হয়। যেমন:- খেদা (খ্যাদা), খেলা (খ্যালা)

৪. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ সাধারণত স্বাভাবিক এ-কার রূপে উচ্চারিত হয়। যেমন:- যে,এ, সে, কে

৫. সাধারণত শব্দের আদ্য এ-ধ্বনির (কারের) পরে ‘অ’ বা ‘আ’ থাকলে এ-কারের অ্যা-কাররূপে উচ্চারিত হওয়ার প্রবণতা থাকে। যেমন:- এখন (অ্যাখোন), কেমন (ক্যামোন)

  • বাংলা উচ্চারণের নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • আদি ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • ম-ফলা উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি  সংবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে
  • এ ধ্বনি বিবৃত উচ্চারণের ৫টি নিয়ম জানতে ক্লিক করুনএখানে

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন