- কোন বাক্য অশুদ্ধ? – লোকটি নিরপরাধী। (BCIC)
- ‘প্রথম>পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন? – বিপ্রকর্ষ (BCIC)
- ‘বাংলাদেশের আঞ্চলিক অভিধান’-এর প্রধান সম্পাদক কে- ড. মুহম্মদ শহীদুল্লাহ (BCIC)
- দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ- তৈল (BCIC)
- কোন বানানটি অশুদ্ধ?- শ্রীমতি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
- ‘পেপে’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?- পর্তুগিজ (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
- কোনটি খাঁটি বাংলা শব্দ?- ঢেঁকি (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?- জেলেনী (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোন বানান শুদ্ধ সঠিক?- মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- ‘লুঙ্গি’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?- বর্মি (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- শুদ্ধ বানান কোনটি?- আনুষঙ্গিক (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত?- ঘটকের গাড়ি (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- ‘প্রাতরাশ’ এর সন্ধি কী?- প্রাতঃ + আশ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- Dialect- এর পরিভাষা কোনটি?- উপভাষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?- তৃতীয়া (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- কোনটি উপসর্গের বৈশিষ্ট্য হয়?- বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- হাইফেন (-) এরপর কতক্ষণ থামতে হয়?- থামার প্রয়োজন নেই (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?- বিভ্রম (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- ‘ছোটটি কোথায়?’ বাক্যে ছোট শব্দের শেষে ‘টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?- পদাশ্রিত নির্দেশক (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- ‘হাড়ি হাড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?- বিশেষ্য ও বিশেষণ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়?- সম্প্রকর্ষ (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- যে নারী প্রিয় কথা বলে- এককথায় প্রকাশ করুন?- প্রিয়ংবদা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়?- অবনী (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?- গাজীপুর (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের’)
- বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রকাশিত হয়?- ১৯৯২ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের’)
- প্রাতিপাদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?- নামবাচক শব্দ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের’)
- ‘অভিরাম’ শব্দের অর্থ কী?- সুন্দর (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?- মোড়ক (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- Excise duty এর পরিভাষা কোনটি?- আবগারি শুল্ক (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের’ ‘২১)
- ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য বুঝায়?- আই (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘হাত-ভারী’ বাগধারাটির অর্থ কী?- কৃপণ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?- ধ্বন্যাত্মক শব্দ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?- দিব্- লোক (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘সে চোখে হলুদ ফুল দেখছে’ বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?- প্রবচনের প্রয়োগ (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘অগ্নি’ শব্দের সমার্থক কোনটি?- কৃশানু (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির?- তৎসম (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের)
- ‘কাননে কুসুমকলি, সকলি ফুটিল’ বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?- কর্মে শূন্য (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না?- ঢাকী (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- ‘শিশুটি মা মা বলে কাঁদছে’ এখানে ‘মা মা’ দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?- আগ্রহ (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- এককথায় প্রকাশ করুন: ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’। - প্রত্যুদগমন (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কী?- গৌড়ীয় ব্যাকরণ(গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- ‘অরণ্যে রোদন’ না বলে ‘বনে ক্রদন’ বললে বাক্যটি কি হারাবে?- যোগ্যতা (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- ‘অনুরক্ত’ এর বিপরীত শব্দ কোনটি?- বিরক্ত (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘চক্ষুদান করা’?- চুরি করা (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি)
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?- ৮টি (উপ-খাদ্য পরিদর্শক)
- `Charity begins at home’উক্তিটির অর্থ কী?- ঘর থেকে যাত্রা কর(উপ-খাদ্য পরিদর্শক)
- ‘প্রাণভয়’ কোন সমাস?- মধ্যপদলোপী কর্মধারয় (উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোন শব্দে ণত্ব বিধান অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?- ব্যাকরণ (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।’ কোন ধরনের বাক্য?- মিশ্র বাক্য (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘নিষ্কার’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- নিঃ + কর (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’ এখানে ‘কাব্য’ এর কারক বিভক্তি কোনটি?- কর্মে (উপ-খাদ্য পরিদর্শক)
- কোনটি সঠিক বানান?- নিশীথিনী (উপ-খাদ্য পরিদর্শক)
- কোন বাক্যটি শুদ্ধ?- তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। (উপ-খাদ্য পরিদর্শ)
- ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ তাকে এককথায় কী বলে?- অন্যপূর্বা (উপ-খাদ্য পরিদর্শক)
- সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?- সংস্কৃত (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘ধৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?- বিনয়ী(উপ-খাদ্য পরিদর্শক)
- `Ab initio’ এর বাংলা পরিভাষা কী? প্রারম্ভেই (উপ-খাদ্য পরিদর্শক)
- `Corrigendum’ শব্দের বাংলা পরিভাষা কী?- শুদ্ধিপত্র (উপ-খাদ্য পরিদর্শক)
- বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি?- ২১টি (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘জল’ শব্দের সমার্থক কোনটি?- উদক (উপ-খাদ্য পরিদর্শক)
- নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?- আষাঢ় (উপ-খাদ্য পরিদর্শক ‘২১)
- ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?- ভীষণ বিপদ (উপ-খাদ্য পরিদর্শক)
- ‘ঢেউ’ এর প্রতিশব্দ কোনটি?- ঊর্মি (উপ-খাদ্য পরিদর্শক)
- বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?- উপভোগ (উপ-খাদ্য পরিদর্শক)
- নিচের কোনটি অশুদ্ধ?- দোষী-নির্দোষী (উপ-খাদ্য পরিদর্শক)
- কোনটি শুদ্ধ?- দারিদ্র্য (RDA)
- বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?- আকাঙক্ষা (RDA)
- ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম?- অনুবর্ণ (RDA)
- পূর্ণ স্বরধ্বনি ও অর্থ স্বরধ্বনি একত্রে মিলে হয়?- দ্বি-স্বরধ্বনি (RDA)
- ‘নায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- নৈ + অক (RDA)
- যা দমন করা কষ্টকর- দুর্দমনীয় (RDA)
- ‘দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?- এক কথায় প্রকাশ (RDA)
- যা পূর্বে দেখা যায়নি এমন- অদৃষ্টপূ্র্ব (RDA)
- উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি?- চাঁদমুখ (RDA)
- নষ্ট হওয়া স্বভাব যার- নশ্বর (RDA)
- ‘পটল তোলা’ এর সমার্থক বাগধারা কোনটি?- অক্কা পাওয়া (RDA)
- বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক?- সামাজিক-সাংস্কৃতিক (RDA)
- ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?- ধ্বনি (RDA)
- ‘সূর্য’ এর সমার্থক শব্দ হচ্ছে- মিহির (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
- দেশি শব্দ কোনটি?- কুলা (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
- সমষ্টিবাচক শব্দ কোনটি?- জনতা (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
- কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে?- খাইয়া দাইয়া শুয়ে পড়লাম (বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
- সর্বনাম ও বিশেষ্য পদ বিশেষ রীতি মেনে চলে কোন ভাষার ক্ষেত্রে?- সাধু ভাষা (সিকিউরিটি প্রিন্টিং)
- নিচের কোন বানানটি সঠিক?- দুর্বিষহ (সিকিউরিটি প্রিন্টিং)
- নিচের কোন উপসর্গ নিষ্পন্ন শব্দ?- অভিমান (সিকিউরিটি প্রিন্টিং)
- বাংলায় কোন কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয়?- বিশেষ্য ও সর্বনাম (সিকিউরিটি প্রিন্টিং)
- সংখ্যাবচক বহুব্রীহি সমাস কোনটি?- চতুর্ভুজ (সিকিউরিটি প্রিন্টিং)
- যথার্থ বিপরীত শব্দ নয়?- সুবহ-বিরহ (সিকিউরিটি প্রিন্টিং)
- নিচের কোনটি জাপানি ভাষার শব্দ নয়?- লাশ (সিকিউরিটি প্রিন্টিং)
- Lender’-এর পারিভাষিক শব্দ- মহাজন (সিকিউরিটি প্রিন্টিং)
- ‘ঘন্টা বেজে উঠল।’ কোন ধরনের ক্রিয়া পদ?- যৌগিক ক্রিয়া (সিকিউরিটি প্রিন্টিং)
- নিচের কোনটি সমার্থক নয়?- গোঁফ খেজুরে-কাছাঢিলা (সিকিউরিটি প্রিন্টিং)
- নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?- শুভেচ্ছা (সিকিউরিটি প্রিন্টিং)
- গ্রিক ভাষায় Grammar শব্দের অর্থ কী?- শব্দ শাস্ত্র (সিকিউরিটি প্রিন্টিং)
- শব্দমধ্যস্থিত দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করাকে কী বলা হয়?- সমীভবন (সিকিউরিটি প্রিন্টিং)
- উক্তি পরিবর্তনে চিরন্তন সত্য উদ্ধৃতির ক্ষেত্রে কোন বিষয়টির পরিবর্তন হয় না?- ক্রিয়ার কার (সিকিউরিটি প্রিন্টিং)
- ‘ত্রিশঙ্কু অবস্থা’ বাগধারার অর্থ- উভয় সংকট (সিকিউরিটি প্রিন্টিং)
- ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?- আতিশয্য (সিকিউরিটি প্রিন্টিং)
- তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?- গুরুচণ্ডালী (সিকিউরিটি প্রিন্টিং)
- শুদ্ধ বাক্য কোনটি?- দীনতা প্রশংসনীয় নয় (CAAB)
- কোনটি পারিভাষিক শব্দ?- স্নাতকোত্তর (CAAB)
- কোন শব্দটি ‘নদী’ শব্দের প্রতিশব্দ?- তটিনী (CAAB)
- ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ?- নির্বোধ (CAAB)
- বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি?- ৩টি (CAAB)
- কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ সৃষ্টি হয়?- অ + ই (CAAB)
- ‘ক্ষ্ম’ – কোন বর্ণগুলো দ্বারা গঠিত?- ক + ষ + ম (CAAB)
- ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?- জাপানি (CAAB)
- ‘যত গর্জে তত বর্ষে না’- বাক্যটিতে ‘যত-তত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?- তুলনা (CAAB)
- ‘সংবাদপত্র’ কোন সমাসের উদাহরণ?- মধ্যপদলোপী কর্মধারায় (CAAB)
- বাংলা বর্ণমালায় মৌলিক স্বধ্বনি কয়টি?- ৭টি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- ‘কুড়ি’ শব্দটির উৎস- দেশি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- ছন্দের যাদুকর- সত্যেন্দ্রনাথ দত্ত (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- হাত ও মাতা কী জাতীয় শব্দ?- তদ্ভব (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- শুদ্ধ বানান কোনটি?- শ্রমজীবী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- উপকারীর অপকার করে যে- তাকে এককথায় কী বলে?- কৃতঘ্ন (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- অনুকার বা ধ্বন্যত্মক অব্যয় কোনটি?- শনশন (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
- কোনটি শুদ্ধ বানান?- নৈর্ঋত (CAG)
- ‘আট কপালে’ বাগধারাটির অর্ধ কী?- হতভাগ্য (CAG)
- ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?- লবণাক্ত (CAG)
- ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?- কৃত বিদ্যা যার (CAG)
- একজন শ্রেষ্ঠ ‘ব্যাকরণবিদ’ কে?- পাণিনি (CAG)
- ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?- প্রাচীন (CAG)
- ‘দশচক্রে ভগবান ভূত’ প্রবাদের অর্থ কী?- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (CAG)
- ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- সদ্যঃ + জাত (CAG)
- বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে?- কারক (CAG)
- ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন- জীমূতমন্দ্র (CAG))
- ‘নৈসর্গিক’ এর বিপরীর্তাথক শব্দ- কৃত্রিম (CAG)
- ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত?- বাংলা বর্ণমালা যৌগিক স্বর- ২টি (CAG)
- ‘চশমা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে- ফারসি(CAG)
- ‘তন্বী’ শব্দের সন্ধি বিচ্ছেদ- তনু + ঈ (CAG)
- ‘শোক দূর হয়েছে যার’ এর বাক্য সংকোচন- বীতশোক (CAG)
- ‘ঝির ঝির করে বাতাস বইছে’ এখানে ‘ঝির ঝির’ দ্বারা বোঝানো হয়েছে?- ধ্বনিব্যঞ্জনা (CAG)
- জাতিবাচক বিশেষ্যের উদাহরণ- নদী (CAG)
- ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’ এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া?- অসমাপিকা (CAG)
- ‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণির?- আনুগত্য (CAG)
- ‘আ মরি বাংলা ভাষা’ এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে?- আনন্দ (CAG)
- ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী?- যে নারী মৃত সন্তান জন্ম দেয় (CAG)
- আমাদের পুকুরে অনেক মাছ আছে- কোন কারক?- অধিকরণ কারক (CAG)
- ধন্যাত্মক শব্দদ্বিত্ব কোনটি?- পটাপট (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?- সভাপতি (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?- চাপা + খানা (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- কাজটা ভালো দেখায় না- এটি কোন বাচ্যের উদাহরণ?- কর্মকর্তৃবাচ্য (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?- ৩০টি (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?- ক্রিয়াবিশেষণ (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- কোনটি ভাষাবংশের নাম নয়?- হিস্পানি (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- বাংলাদেশের উত্তর –পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কী?- বরেন্দ্রি (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি)
- ‘ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?- ক্ষুধ + পিপাসা (NSI)
- সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?- মনঃ + কষ্ট = মনকষ্ট (NSI)
- ‘কানে-কলম’ কোন সমাসের উদাহরণ?- অলুক বহুব্রীহি (NSI)
- ‘চৌরাস্তা’ কোন সমাসের উদাহরণ?- দ্বিগু সমাস (NSI)
- `Every man is for himself’ এর সঠিক বাংলা অনুবাদ কী?- চাচা আপন প্রাণ বাঁচা (NSI)
- `Graphic’ এর বাংলা পরিভাষা কী?- রৈখিক (NSI)
- এককথায় প্রকাশ করুন: অক্ষির অভিমুখে- প্রত্যক্ষ (NSI)
- ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে।’ কারক ও বিভক্তি নির্ণয় করুন?- সম্প্রদানে ৭মী (NSI)
- কারক ও বিভক্তি নির্ণয়: ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’- কর্মে শুন্য (NSI)
- কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?- দৈন্য/দীনতা, বৈচিত্র্য (NSI)
- বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?- অর্বাচীন- আধুনিক (NSI)
- ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে’ কোন ধরনের বাক্য?- মিশ্র বাক্য (NSI)
- কোনটি মৌলিক শব্দ?- মা (NSI)
- বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনটি?- আড়ং- রং- মোরগ (NSI)
- নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম?- ধর্মপুত্র যুধিষ্ঠির (NSI)
- ‘তীক্ষ্ন’ শব্দের যুক্তব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি?- ক + ষ + ন(NSI)
- ‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- বারি + ঈশ (NSI)
- কোনটির সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা যায়?- র (NSI)
- ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে? এখানে কর্মকারক কোনটি?- তরুবরে (NSI)
- বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?- অনুসর্গ (NSI)
- `The heel of Achilles’ কথাটির অর্থ কী?- দুর্বল জায়গা (NSI)
- ‘রাজমিন্ত্রী’ শব্দের ব্যাসবাক্য- মিস্ত্রীর রাজা (NSI)
- ‘বর্গি’ শব্দের বাংলায় কোন ভাষা থেকে এসেছে?- মারাঠি (NSI)
- ‘প্রাচীন’ এর বিপরীত শব্দ কী?- অর্বাচীন (NSI)
- As you make your bed so you must lie it. ইংরেজে এ প্রবচনটির বাংলা অর্থ কী হবে?- তোমাকে নিজের জীবন নিজেকেই পড়তে হবে।(NSI)
- বিভক্তি লোপ পায় কোন সমাসে?- তৎপুরুষ (NSI)
- ‘আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ কী?- প্রস্তুত নেওয়া (NSI)
- শদ্ধ বানানগুচ্ছ- বিকৃত,বিক্রীত (NSI)
- ভুল বানান কোনটি?- সায়ত্ত্বশাসন (NSI)
- বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে?- উরদ (NSI)
- কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?- লাউ (NSI)
- সে এখন যাবে না। এই বাক্যে ‘না’ কোন পদ?- অব্যয় (NSI)
- ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ?- পট পট (NSI)
- অসহায়ের পাশে দাঁড়াও। এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?- কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও। (NSI)
- বাক্যের প্রধান তিনটি অংশ- কর্তা, কর্ম, ক্রিয়া (NSI)
- এককথায় প্রকাশ: শত্রুকে দমন করে যে- অরিন্দম (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারার অর্থ- বিপুল আয়োজন(তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শুদ্ধ বানান: অণ্বেষণ, কল্যাণীয়েষু, দেদীপ্যমান (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শব্দের অর্থ : কিরীট- মুকুট (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শব্দের অর্থ: অভিনিবেশ- মনোযোগ (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শব্দের অর্থ: পীত- হলুদ (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শব্দের অর্থ: অমিত- অসীম (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- শব্দের অর্থ: কুহেলী- কুয়াশা (তিতাস গ্যাস ট্রান্সমিশন)
- বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে- এগুলো কি কি?- ধ্বনি, শব্দ, বাক্য (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- কোন বানানটি সটিক?- মুমূর্ষু (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড)
- ‘এ এক বিরাট সত্য’ এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?- বিশেষ্য (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- নিচের কোনটি কৃৎ প্রত্যয়?- ডাকাত (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন: শৈবলিনী, তরঙ্গীনি, সরিৎ (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- নন্দিত-নিন্দিত কিসের উদাহরণ?- বিপরীত শব্দ (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্দ?- নারী/নারি, হাতি/পাখি (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- রামগরুড়ের ছানা কথাটির অর্থ- গোমড়ামুখো লোক (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- Quotation এর পারিভাষিক শব্দ কোনটি?- মূল্যজ্ঞাপন/দরপত্র (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড}
- বাংলা ভাষায় উপভাষা কয়টি?- ৫টি (বেসামরিক বিমান)
- বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী?- সাধু ভাষা (বেসামরিক বিমান)
- ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?- সাধু ও চলিত রীতির মিশ্রণকে (বেসামরিক বিমান)
- ‘হরতাল’ কোন ভাষার শব্দ?- গুজরাটি (বেসামরিক বিমান)
- ‘ঞ্চ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?- ঞ + চ (বেসামরিক বিমান)
- ‘তন্ময়’ এর সন্ধি বিচ্ছেদ- তৎ + ময় (বেসামরিক বিমান)
- কোন ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়?- মৌলিক ধাতু (বেসামরিক বিমান)
- প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?- ইৎ (বেসামরিক বিমান)
- ‘প্রভাত’ কোন সমাস?- প্রাদি সমাস (বেসামরিক বিমান’২১)
- ‘লোকটি হাড়ে হাড়ে শয়তান’ এখানে ‘হাড়ে হাড়ে’ কী অর্থে প্রকাশ করেছে?- আধিক্য (বেসামরিক বিমান’২১)
- ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?- জলধি (বেসামরিক বিমান)
- ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ?- আলোক (বেসামরিক বিমান)
- ‘কারো কাছে হাত পাততে নেই’ এখানে ‘পাতা’ কী অর্থে বুঝানো হয়েছে?- চাওয়া (বেসামরিক বিমান)
- ‘উড়নচণ্ডী’ এর অর্থ কী?- অমিতব্যয়ী (বেসামরিক বিমান)
- সকল বিশেষ্য পদই?- নাম পুরুষ (বেসামরিক বিমান’)
- ‘লজ্জা’ শব্দের বিশেষণ- লজ্জাযুক্ত (বেসামরিক বিমান)
- বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?- ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর (বেসামরিক বিমান)
- ধ্বনির প্রতীককে কি বলে?- বর্ণ (বেসামরিক বিমান)
- কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?- ঞ, চ (বেসামরিক বিমান)
- ‘চাঁদ’ শব্দটির সমার্থক শব্দ- নিশাকর (বেসামরিক বিমান)
- উপসর্গের কাজ- নতুন শব্দ গঠন (বেসামরিক বিমান)
- ‘সন্ধি’ এর সন্ধি বিচ্ছেদ- সম্ + ধি (বেসামরিক বিমান)
- নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?- সে বই পড়ছে (বেসামরিক বিমান)
- সাধারণ পুরণবাচক শব্দ কোনটি?- নবম (বেসামরিক বিমান)
- ‘কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে’ এখানে ‘কপোল’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?- গাল (বেসামরিক বিমান)
- ‘ব্যর্থ’ শব্দের বিপরীতার্থক- সার্থক (বেসামরিক বিমান)
- ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?- একাদশে বৃহস্পতি (বেসামরিক বিমান)
- ‘জন্ম’ শব্দের বিশেষণ- জাত (বেসামরিক বিমান)
- ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারক?- করণ (বেসামরিক বিমান)
- ‘যে শুনেই মনে রাখতে পারে’ এর বাক্য সংকোচন- শ্রুতধর (বেসামরিক বিমান)
- বাংলা বর্ণমালা ঢ, ড়, ঢ় এ তিনটি উচ্চারণ স্থান কোনটি?- পশ্চাৎদন্তমূল (বেসামরিক বিমান)
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?- দশটি (বেসামরিক বিমান)
- ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব (বেসামরিক বিমান)
- ‘স্বায়ত্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- স্ব + আয়ত্ত (বেসামরিক বিমান)
- ‘গরহাজির’ শব্দে ‘গর’ কোন শ্রেণির উপসর্গ?- আরবি (বেসামরিক বিমান)
- ‘রক্তের ন্যায় লাল = রক্তলাল’ এটি কোন সমাস?- উপমান কর্মধারয় (বেসামরিক বিমান)
- ‘আমার জ্বর-জ্বর লাগছে’ এখানে ‘জ্বর-জ্বর’ কোন শব্দের উদাহরণ?- দ্বিরুক্ত শব্দ (বেসামরিক বিমান)
- ‘বাতাস’ শব্দের সমার্থক কোনটি?- গন্ধবহ(বেসামরিক বিমান)
- ‘তার ব্যক্তিসত্তা এখানো বিকাশিত হয়নি’ এখানে ‘সত্তা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?- অস্তিত্ব (বেসামরিক বিমান)
- ‘কোমল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?- কঠিন (বেসামরিক বিমান)
- ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারায় প্রকাশ করলে কী হয়?- গভীর জলের মাছ (বেসামরিক বিমান)
- ‘তিতাস একটি নদীর নাম’ বাক্যটিতে ‘নদী’ কোন ধরনের বিশেষ্য?- জাতিবাচক (বেসামরিক বিমান)
- বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?- অব্যয়পদ (বেসামরিক বিমান)
- ‘বিজ্ঞান’ শব্দের বিশেষণ কোনটি?- বৈজ্ঞানিক (বেসামরিক বিমান)
- তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। এ বাক্যে ‘তাই’ কোন প্রকার অব্যয়?- সংযোজক (সহকারী জজ)
- ‘নিমরাজি’ শব্দে ‘নিম’ কোন ভাষার উপসর্গ?- ফারসি (সহকারী জজ)
- ‘বাঘে-মহিষে একঘাটে জল খায়’ এ বাক্যে ‘বাঘে-মহিষে’ কোন ধরনের কর্তা?- ব্যতিহার কর্তা (সহকারী জজ)
- ‘ছিঃ ছিঃ, তার সঙ্গে আর পারলে না।’ এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?- লজ্জা (সহকারী জজ)
- ‘বাংলাদেশ’ শব্দে কয়টি অক্ষর?- তিনটি (সহকারী জজ)
- ‘দু-একটা উইকেট পড়লে কী হবে, কেউ না কেউ নিশ্চয় দাঁড়িয়ে যাবে।’ এ বাক্যে ‘কেউ না কেউ’ কোন ধরনের সর্বনাম?- অনির্দেশক(সহকারী জজ)
- ‘Invigilator’ শব্দের বাংলা পরিভাষা- পরীক্ষক (সহকারী জজ)
- ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে- ভাষার বিশ্লেষণ (বেসামরিক বিমান)
- ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়- সাধু ভাষারীতিতে (বেসামরিক বিমান)
- মানুষের ভাষাকে ‘সাধু ভাষা’ হিসেবে প্রথম অভিহিত করেন কে?- রাজা রামমোহন রায় (বেসামরিক বিমান)
- বাংলা ভাষার বয়স কত?- প্রায় ১০০০ বছর (বেসামরিক বিমান)
- বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?- চালর্স উইলকিল (বেসামরিক বিমান)
- ভাষার মৌলিক অংশ- ধ্বনি, শব্দ, বাক্য (বেসামরিক বিমান)
- ‘লেক্সিকোগ্রফি’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?- অভিধানতত্ত্ব (বেসামরিক বিমান)
- ‘ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।’ এ ইট কে বাংলা ভাষায় কী বলে?- বর্ণ (বেসামরিক বিমান)
- অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?- ১টি (বেসামরিক বিমান)
- শুদ্ধ বানান কোনটি?- আকৃষ্ট, অকৃষ্ট (বেসামরিক বিমান)
- ‘যে বহু বিষয় জানে’ এককথায় কী বলে?- বহুজ্ঞ (বেসামরিক বিমান)
- ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।’ বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক?- করণ কারক (বেসামরিক বিমান)
- ‘লোকে বলে’ উক্তিটির তাৎপর্য কোনটি?- সাধারণ লোক বলে (বেসামরিক বিমান)
- ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ- ক্ষুধা + ঋত (বেসামরিক বিমান)
- নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহরণ?- আলুনি (NSI)
- একাধিক পদের একপদীকরণের নাম- সমাস (NSI)
- নিচের কোন বাগদারাটির অর্থ মোসাহেব?- খয়ের খাঁ (NSI)
- অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?- বাবাকে বড্ড ভয় পাই (NSI)
- ‘সারারাত বৃষ্টি হয়েছে- বাক্যটির কারক চিহিৃত কর?- অধিকরণ কারক (NSI)
- ‘হ্ম’ এই যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ রয়েছে?- হ্ + ম (NSI)
- ‘খোদা’ কোন ভাষার শব্দ?- ফারসি শব্দ (NSI)
- ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?- বর্মি (NSI)
- শুদ্ধ বানান কোনটি?- পরিষেবা (NSI)
- কোনটি অশুদ্ধ বানান? স্বত্ত্ব (NSI)
- ‘Township’ এর বাংলা পরিভাষা কী?- উপশহর (NSI)
- নিচের কোনটি শিশধ্বনি?- শ (NSI)
- লাফ>ফাল-কোন ধরনের ধ্বনি পরিবর্তন?- ধ্বনি বিপর্যয় (NSI)
- ‘অগ্নি’ শব্দের সমার্থক নয় কোনটি?- মিহির (NSI)
- নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?- বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত (NSI)
- ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?- বিশেষভাবে বিশ্লেষণ (NSI)
- ‘Manifesto’ এর বাংলা পারিভাষিক কী?- ইশতেহার (NSI)
- নিচের কোন বাক্যটি সাধারণ ভাবিষ্যৎ কাল?- আমি হব সকাল বেলার পাখি (বেসামরিক বিমান)
- নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ- নিঃ + ঠুর (বেসামরিক বিমান)
- স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?- ১০ (বেসামরিক বিমান)
- ‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’ এটি কোন শ্রেণির বাক্য?- যৌগিক বাক্য (বেসামরিক বিমান)
- ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ এটি কার উক্তি?- রবীন্দ্রনাথ ঠাকুর (বেসামরিক বিমান)
- ‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?- চাঁদ (বেসামরিক বিমান)
- উপসর্গ’ কী?- ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ (বেসামরিক বিমান)
- নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?- সে ঘুমায় (বেসামরিক বিমান)
- ‘নারিকেল’ কোন শ্রেণির শব্দ?- তৎসম (বেসামরিক বিমান)
- ‘হৃ’ এর যুক্তবর্ণ কোনটি?- হ্ + ঋ (বেসামরিক বিমান)
- ‘আপণ’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ?- দোকান (বেসামরিক বিমান)
- ‘অমৃত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?- গরল (বেসামরিক বিমান)
- হাত গুটিয়ে বসে আছো কেন? বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?- কার্যে বিরতি (বেসামরিক বিমান)
- ‘বিবিধ বিড়ম্বনা’ এর বাগধারা কী?- অদৃষ্টের পরিহাস (বেসামরিক বিমান)
- ‘পাওয়ার আগে ভোগের আয়োজন’ কথাটির প্রবাদ কোনটি?- গাছে কাঁঠাল গোঁফে তেল (বেসামরিক বিমান)
- ‘যাযার দুহাত
সমান চলে’ বাক্য সংকোচন কোনটি?- সব্যসাচী (বেসামরিক বিমান)
- সন্ধি বিচ্ছেদ
করুন: প্রাতরাশ?- প্রাতঃ + আশ (পশ্চিমাঞ্চল
গ্যাস কোম্পানি লি.)
- ‘নির্বন্ধ’ শব্দের অর্থ কী?- বিধান (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- চোখের প্রতিশব্দ নয় কোনটি?- বারি (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- গুরুচণ্ডালী
দোষ বলতে বোঝায় – ও – ভাষার মিশ্রণ?- সাধু-চলিত(পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?- বিসর্গসন্ধি (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘পাতিহাঁস’
শব্দে ‘পাতি’ উপসর্গটি কী অর্থে বোঝায়?- ছোট (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ছোটবাক্য সংকোচন করুন: মৃত্তিকা দিয়ে তৈরি।’ – মৃন্ময় (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘পানি’ এর সমার্থক শব্দ কোনটি?- উদক (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘ডাব’ কোন ধরনের শব্দ?- দেশে শব্দ (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- এককথায় প্রকাশ: যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না?- বনস্পতি (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘মার্তণ্ড’ শব্দটির সমার্থক কোনটি?- সূর্য (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘নন্দিনী’ এর প্রতিশব্দ কোনটি?- তনয়া (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘যার কোনো মূল্য নে ‘ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?- ঢাকের বায়া (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘ব্যক্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?- গূঢ় (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
- ‘ঝাকের কৈ’ বাগধারাটির অর্থ কী?- একই স্বভাবের লোক (পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি.)
Tags:
চাকরি