জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল

জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল

বিগত দুবছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি, জেডিসি পরীক্ষা। তাই পূর্বের ন্যায় ক্লাস মূল্যায়নের মাধ্যমে জেএসসি ও জেডিসির সনদ প্রদান করা হবে এবারেও। ঢাকা শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক বার্তায় জানান যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পর নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া শিক্ষা বোর্ডগুলোর জন্য কষ্টকর হবে। তবে, শিক্ষা মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় সেক্ষেত্রে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকবে না। এবছরে এসএসসি ও এইচএসি পরীক্ষা শেষ করে আরো একটি পাবলিক পরীক্ষার আয়োজন করা যথা কষ্টসাধ্য। শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সম্প্রতি এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে তাদের এ মতামত জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন