অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ গল্পের বিষয়বস্তু

 





লেখক               : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

জন্মতারিখ           : ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর।

জন্মস্থান          : দেবানন্দপুর গ্রাম, হুগলী কৈশর ও যৌবন কালের অধিকাংশ সময় অতিবাহিত হয় ভাগলপুরে, মাতুলালয়ে।

পিতার নাম        : খ্যাতনামা কথা সাহিত্যিক মতিলাল চট্টোপাধ্যায়। 

শিক্ষাজীবন        : হুগলী স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন।

    : ১৮৯৪ সালে টিএনটি স্কুল থেকে এন্ট্রাস পাস করেন।

    : ভাগলপুর জুবলী কলেজে এফএ ভর্তি হন তবে ১৮৯৫ সালে মাতৃবিয়োগ ও দারিদ্র্যের কারণে পাঠত্যাগ।

কর্মজীবন/পেশা   : কিছুদিন কলকাতা হাইকোর্টে অনুবাদকে কাজ করেন। পরবর্তীতে বার্মা রেলের হিসেব পরীক্ষকের অফিসে পঁচাত্তর টাকা বেতনে কেরানিগিরি’র চাকরি করেন।

পারিবারিক জীবন  : শন্তিদেবী তার প্রথম পক্ষের স্ত্রী, তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেলে হিরন্ময়ীকে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

পত্রিকা সম্পাদনা      : ১৯৯৭ সালের ৪ ঠা জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যু                  : ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, পাক নাসিং হোম, কলকাতা।


সাহিত্যকর্ম

নাটক              : ষোড়শী (১৯২৮), রমা (১৯২৮), বিরাজ বউ (১৯৩৪), বিজয়া (১৯৩৫)

গল্পগ্রন্থ            : রামের সুমতি (১৯১৪), পরিণীতা (১৯১৪), বিন্দুর ছেলে (১৯১৪), মেজদিদি (১৯১৫), আঁধারে আলো (১৯১৫), দর্পচূর্ণ (১৯১৫), বৈকুণ্ঠের উইল (১৯১৬), অরক্ষণীয়া (১৯১৬), বিলাসী (১৯২০), মামলার ফল (১৯২০), মহেশ (১৯২৬), অভাগীর স্বর্গ (১৯২৬), সতী (১৯৩৪)

প্রবন্ধগ্রন্থ          : নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, শিক্ষার বিরোধ, স্মৃতিকথা, অভিনন্দন, ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য

পুরুস্কার           : ডিলিট (ঢাকা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)


গল্পের গুরুত্বপূর্ণ লাইন

  • দ্যাখ দ্যাখ বাবা, বামুন-মা ওই রথে চড়ে সগ্যে যাচ্ছে।
  • সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতাপুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন।
  • তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মত আমিও সগ্যে যেতে পাবো।
  • পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে।
  • শালা একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস।
  • ওরে কে আছিস এখানে একটু গোবর জল ছিটিয়ে দে।
  • কি জাতের ছেলে তুই?
  • মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে।
  • পাড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!
  • মা বলে গেছে তেনাকে আগুন দিকে।
  • এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল।

বিগত বছরে টেস্ট পরীক্ষায় আসা জ্ঞানমূলক প্রশ্নোত্তর।

১. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?

উঃ ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী ৭ দিনের অসুখে মারা গেলেন।

২. গ্রামে নাড়ী দেখতে জানতো কে?

উঃ গ্রামে নাড়ী দেখতে জানত ঈশ্বর নাপিত।

৩. ‘সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়কথাটি কে বলেছিল?

উঃ ‘সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়- কথাটি ঠাকুর দাস মুখোপাধ্যায়ের বড় ছেলে বলেছিল।

৪. কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিল?

উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কে জগত্তারিণী পদক প্রদান করেছিল।

৫. ‘অভাগীর র্স্বগ গল্পে জমিদারের গোমস্তার নাম কী?

উঃ ‘অভাগীর র্স্বগগল্পে জমিদারের গোমস্তার নাম অধর রায়।

৬. ঠাকুরদাস মুখুয্যের সন্তান কতজন?

উঃ ঠাকুরদাস মুখুয্যের সন্তান সাতজন।

৭. কাঙালী কবিরাজকে কত টাকা প্রণামী দিয়েছিল?

উঃ কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামী দিয়েছিল।

৮. কোন নদীর তীরে শ্মশান্রঘাট অবস্থিত?

উঃ গরুড় নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত।

৯.কাঙালীর বাবার নাম কী?

উঃ কাঙালীর বাবার নাম রসিক বাঘ।

১০. দুলে অর্থ কী?

উঃ দুলে অর্থ পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ।

১১.অভাগীর কোন বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল?

উঃ স্বামী রসিক বাঘ তাকে দেখতে আসবে কি না, এ বিষয়ে অভাগীর যথেষ্ট সন্দেহ ছিল।

১২.অশন শব্দের অর্থ কী?

উঃ অশন শব্দের অর্থ খাদ্যদ্রব্য বা আহারের বস্তু।

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে কোন উপাধি প্রদান করেছিল?

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্রোপাধ্যায় কে ডি. লিট উপাধি প্রদান করেছিল।


বিগত বছরে টেস্ট পরীক্ষায় আসা অনুধাবনমূলক প্রশ্ন।

 অনুধাবনমূলকঃ

১. কাঙালীর মা কেন কাঙালীকে ভাত রেঁধে খাওয়ার জন্যে বলেছিল?

২. ‘অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজের নিমর্ম চিত্র ফুটে উঠেছে কীভাবে?

৩. রাখালের মা কাঙালীর মাকে সতী-লক্ষী বলেছিল কেন?

৪. ‘রসিক হতবুদ্ধির মত দাড়িয়ে রহিল কেন? {রা বো- ১৬, ১৭}

৫. ‘তোর হতের আগুন যদি পাই বাবা, বামুন মার মত আমিও সগ্যে যেতে পাবো। উক্তিটি বুঝিয়ে দাও।

৬. তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাচাইয়া চলিতে থাকে- কথাটি বুঝিয়ে লিখ।

৭. কাঙালির মা কেন পিছে পিছে শশ্মানে এলো?

৮. মা মরেছে ত যা নিজেচ নেবে দাঁড়া- অধর রায়ের এরূপ উক্তির কারণ কী? {সকল বোর্ড-২০১৮}

৯. রসিক দুলে তার পায়ের ধুলা দিতে গিয়ে কেঁদে ফেলল কেন? {ঢা বো, সি বো-১৭}

১০. নাপিত কাঙালির মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন? {দি,বো-১৭}

১১. অভাগীর জীবন নাট্যের শেষ অংশ বলতে কী বুঝানো হয়েছে? {ব বো, য বো-১৭}

অভাগীর স্বর্গ গল্পের বিষয়বস্তু

অভাগীর স্বর্গ গল্পে কাঙালির মা সেই অন্ত্যজ অস্পৃশ্য শ্রেণির প্রতিনিধি; যাদের উপস্থিতিতে গঙ্গাজলের ছড়া দিতে হয়, যাদের ছায়া মাড়ালে গঙ্গাস্নান করতে হয়। ধর্মের নামে প্রতিনিয়ত এ ধর্মের আচরণে, এ শঠতায়, আত্মপ্রতারণায় মানুষ দিন দিন হীন থেকে হীনতর হয়ে যাচ্ছে। স্বামী পরিত্যাক্তা অভাগীর একমাত্র সন্তান কাঙালি। অভাগী সার্থকনান্মী-তার ইহ জীবনে কোনো প্রত্যাশা নেই, আছে কেবল পরলৌকিক সদ্গতির আশা. বর্ষীয়সী মুখূয্যে গিন্নির যেভাবে সৎকার হয়েছে, সে-ভাবে যেন তার অন্তিম সৎকার হয়-এটাই অভাগীর প্রার্থনা। ছেলের হাতের আগুন পেলে স্বর্গ থেকে রথ আসবেই-অভাগীর এই বিশ্বাস কাঙালি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করেছে, কারণ ছোটবেলা থেকে মাকে বিশ্বাস করাটাই তার অভ্যাস হয়ে ‍উঠেছে। অভাগীর মৃত্যুর পর কাঙালি তার মায়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে কীভাবে ব্যর্থ হয়েছিল তাই দেখানো হয়েছে এই গল্পে। ব্রাহ্মণশাসিত রক্ষণশীল হিন্দু সমাজ কীভাবে সদ্যমাতৃহারার প্রার্থনাকে পদদলিত করেছে তা গল্পে স্পষ্ট। ভট্টাচার্য মহাশয়কে আমরা বলতে শুনি-“ তোদের জেতে কে কবে আবার পোড়ায় রে? যা মুখে একটু নুড়ে জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিগে.” সমাজপতিদের নির্দেশ মেনে কাঙালি একটা খড়ের আঁটি জ্বেলে মায়ের মুখে স্পর্শ করে মাকে মাটি চাপা দিলো। 

বিগত বছরে এসএসসি পরীক্ষায় আগত এমসিকিউ প্রশ্ন

১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি.লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? {য. বো-১৭}

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

ঘ) ক্যালিফোনিয়া

২। সব ব্যাটারাই এখন বামুন কায়েত হয়ে চায় ‘অভাগীর স্বর্গ গল্পে এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে? {চ. বো-১৭, ঢা বো-১৬}

(ক) বিরক্তি                 (খ) ক্রোধ

(গ) ক্ষোভ                   (ক্স) বিদ্রুপ

৩। দাও বাবা একটু পায়ের ধুলো। একথা কে বলেছিলেন? {সি বো- ১৭, চ. বো-১৬}

ক. কাঙালি                  খ. ঈশ্বর নাপিত

গ. বিন্দির পিসি   ঘ. রাখালের মা

৪। বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে- এ ভয়ের কারণ কি? {সি.বো-১৭, চ. বো-১৬}

ক. শ্মশানের দৃশ্য দেখে    

খ. রূপকথার গল্প শুনে

গ. ভূতের গল্প শুনে

ঘ. মৃত্যুর কথা শুনে

৫। সে যেন একটা উৎসব বাধিয়া গেল- এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে? {সি বো-১৬}

ক. শ্রাদ্ধের        খ. ব্রাক্ষণ ভোজের

গ. শবযাত্রার      ঘ. কাঙালি ভোজের

৬। ‘শীত তাপ ক্ষুধা-তৃষ্ণার জ্বালা

সবাই আমরা সমান বুঝি- চরণ দুটি অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটির বিপরীত? {কু বো-১৬}

ক. সামাজিক বৈষম্য         খ. জাতি বৈষম্য

গ. ধনী-দরিদ্র বৈষম্য        ঘ. শ্রেণি বৈষম্য

৭। “পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বের করে দে ত এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

{রা বো-১৫}

(ক) উপেক্ষা       (ক্স) তাচ্ছিল্য

(গ) বিরক্তি        (ঘ) উপহাস

৮। ‘অভাগীর স্বর্গ গল্পের ঠাকুরদাস মুখুর্যের স্ত্রী কতদিনের জ্বরে মারা গিয়েছিল? {ব. বো-১৫}

ক. পাঁচ            খ. সাত 

গ. আট            ঘ. নয়

৯। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কোন খেতাবে ভূষিত করেন? { দি বো-১৫}

ক. ডি লিট        খ. জাগত্তারিণী

গ. কথাসাহিত্যিক  ঘ. পল্লিকবি

১০। ‘অভাগীর স্বর্গ গল্পে উপস্থপিত তাৎপর্য- { ঢা. বো-১৭, দি বো-১৬}

i) সামন্তবাদের নির্মমরূপ

ii) হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা

iii) একজন রোগাক্লিষ্ট মানুষের যাপিত জীবন

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১১। ‘অভাগীর স্বর্গ গল্পে লেখক অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন- {রা. বো-১৭}

i) সামন্তবাদের নির্মমরূপ

ii) হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা

iii) উঁচু শ্রেণির মৃতের অনাড়ম্বর অন্ত্যোষ্টিক্রিয়া

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১২। ‘অভাগীর স্বর্গগল্পে জমিদারের আচরণে প্রকাশ পায়-{কু বো-১৫}

i) অত্যাচারী রূপ

i i) অবজ্ঞার রূপ

i i i) জাতভেদের রূপ

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১৩। রসিকের হতবুদ্ধির মতো দাড়ানোর কারণ-{কু বো-১৫}

i) তাকে কেউ এত ভালোবাসে তা জেনে

i i) দাড়ানোর তাকে কষে চড় মারাতে

i i i) কেউ তার পায়ের ধুলো চাইতে পারে, তা শুনে

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।

ভগবানের ফৌজদারি কোর্ট নাই

সেখানে জাত বিচার পৈতে টিকিটুকি টোপর

সব সেথা ভাই একাকার

জাত সে শিকেয় তোলা রবে, কর্ম নিয়ে

বিচার হবে,

বামুন চাঁড়াল এক গোয়ালে,

নরক কিংবা স্বর্গে থোওয়া {সকল বোর্ড-২০১৮}

১৪। উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে ইঙ্গিত করে?

ক. নিরহি বাঙালি  খ. অভাগীর স্বর্গ

গ. দেনাপাওনা     ঘ. আম-আটির ভেঁপু

১৫। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে-

i) সামন্তবাদের নির্মমরূপ

i i) নিন্মবিত্ত মানুষের জীবন

i i i) শ্রমজীবীদের প্রতি সহানুভূতি

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

পূজার সময় যেমন খাঁ পাড়ার কুদ্দুস, সেলিনা, কামালরা হিন্দু পাড়ায় যায়, তেমনি ঈদের দিন অরুণ, শালতী, খবেশরা খাঁ পাড়ায় আসে। খায় দায় আনন্দে মাতে। রহমতপুরের মানুষ যেন একে অপরের স্বজন।{দি বো-১৭}

১৬। উদ্দীপকের ভাববস্তুর সাথে নিচের কোন রচনার বিষয় বস্তুর বৈপরীত্য লক্ষ্য করা যায়?

ক. মমতা দি       খ. অভাগীর স্বর্গ

গ. দেনাপাওনা     ঘ. আম-আটির ভেঁপু

১৭। উল্লেখিত রচনায় ফুটে উঠেছে-

i) সামন্তবাদের নির্মমরূপ

i i) প্রতি

i i i) শ্রমজীবীদের প্রতি সহানুভূতি

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসীগল্পে দেখা যায়- কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে বিয়ে করে। তার হাতে ভাত খাওয়ার অপরাধে গ্রামবাসী মৃত্যুঞ্জয়কে ও বিলাসীকে অমানবিক নির্যাতন করে।{য বো-১৬}

১৮. উদ্দীপকে গ্রামবাসীর আচরণে ‘অভাগীর স্বর্গ গল্পের কোন চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

 ক. ঠাকুরদাস মুখুয্যে       খ.ভট্টাচার্য মহাশয়

গ. অধর রায়                ঘ. ঈশ্বর নাপিত

১৯. উক্ত বৈশিষ্ট্যটি হলো-

ক. আভিজাত্য               খ. ধর্মীয় কুসংস্কার

গ. সামন্ততান্ত্রিক মনোভাব   ঘ. জাত বৈষম্য

উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।

নিউ মার্কেট সিঙ্গনালে এক ভিক্ষুক আবেদিন সাহেবের গাড়ির জানালার পাশে থালা বাড়িয়ে দিলে তিনি খুব বিরক্ত হন এবং তাকে ধমক দিয়ে চলে যেতে বলেন। {সি বো-১৬}

২০. উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ গল্পের কোন কোন দিকটি ফুটে উঠেছে?

ক. গরীবের প্রতি ধনীর অত্যাচার

খ. উঁচু জাতের মানুষের কপটতা

গ. উঁচু জাতের মানুষের হীনমন্যতা

ঘ. গরীবের প্রতি ধনীর আচরণ

২১. প্রকাশিত দিকটি যে উক্তিটিতে ফুটে উঠেছে-

i) মা কে পোড়াবি তো পাঁচ টাকা আনগে

i i ) সব ব্যাটারাই বামুন কায়েত হতে চায়

i i i) যা যা এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।

চা শ্রমিক মালতি. বাগানের ডাক্তার বাবুকে দেখে তার মনে স্বপ্ন জাগে তার ছেলে কাশুকে ডাক্তারি পড়নোর। তাই কাশুকে বাগানের কাজে না দিয়ে স্কুলে ভর্তি করে দিতে চাইলেবাগানের বাবু ব্যঙ্গ করে বলেন- ‘বামন হয়ে চাঁদ ধরার শখ’। {ঢা বো-১৫}

২২. বড় বাবুর মানসিকতার সাথে সাদৃশ্য রয়েছে কার?

ক. মুখুয্যে মহাশয়ের ছেলের

খ.ভট্টাচার্য মহাশয়

গ. অধর রায়     

ঘ. ঈশ্বর নাপিত

২৩. এ সাদৃশ্য ফুটে উঠেছে নিচের কোনটিতে?

ক. মাকে নিয়ে নদীর চড়ায় পুতে ফেলগে যা

খ. শোন আবদার, আমারই কত কাঠের দরকার

গ. তোদের জেতে আবার কে করে পোড়ায় রে

ঘ. সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়

উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।

প্রতাপ বাবু নিচু শ্রেণির লোকদের এড়িয়ে চলেন কারণ তাতে তার জাত যায়। {দি বো-১৫}

২৪. উদ্দিপকের প্রতাপ বাবু সাথে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের মিল আছে-

ক. মুখুয্যে মহাশয়ের ছেলের

খ.ভট্টাচার্য মহাশয়

গ. অধর রায়     

ঘ. ঈশ্বর নাপিত

২৫. উক্ত চরিত্রের বৈশিষ্ট্য-

i) নির্মমতা

i i) নিষ্ঠুরতা

i i i) স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

২০১৯ সালে টেস্ট পরীক্ষার আগত এমসিকিউ প্রশ্ন

১। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল কেন?

ক. অভাগীর কষ্ট দেখে

খ. স্ত্রীকে মৃত্যুশয্যায় দেখে

গ. কৃতকর্মে অনুতপ্ত হয়ে

ঘ. ছেলের কথা শুনে

২। বলিস নে মা, আমার বড্ড ভয় করে- এ ভয়ের কারণ কী-

ক. শ্মশানের দৃশ্য দেখে

খ.রূপকথার গল্প শুনে

গ. ভূতের গল্প শুনে        

ঘ. মৃত্যুর কথা শুনে

৩। ‘মানুষ মানুষের জন্য’-ভাবনার বৈপরীত্য কোন চরিত্রে লক্ষ্য করা যায়?

ক. কুলীন রায়     খ. রসিক দুলে

গ. অধর রায়      ঘ. কাঙালি

৪। রসিক বেলগাছটি কাটতে গেলে দাড়োয়ান বাধা দিল কেন?

ক. বেলগাছের মালিক জমিদার

খ. সে নিচু বংশের লোক

গ. তার খাজনা বকেয়া ছিল

ঘ. দুলে পোড়ানোর নিয়ম নেই বলে

৫। ‘অভাগীর স্বর্গ’ গল্পে লেখক কোনটিকে বিস্ময়ের বস্তু বলেছেন?

ক. অভাগীর স্বর্গে যাওয়ার ইচ্ছেকে

খ. রসিক বাঘের পদধূলি পাওয়ার ইচ্ছাকে

গ. অভাগীর কাঙালির মা হয়ে বেঁচে থাকাকে

ঘ. কাঙালির প্রতি অধর রায়ের নিষ্ঠুরতাকে

৬। ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর পরিণতি কী?

ক. করুণ মৃত্যু     খ. অপমৃত্যু

গ. কাঙ্ক্ষিত মৃত্যু  ঘ. দূর্ঘটনাজনিত মৃত্যু

৭। ঠাকুরদাস মুখুয্যের কীসের ব্যবসা ছিল?

ক. কাপড়রের     খ. মিষ্টান্নের

গ. স্বর্ণের          ঘ. ধানের

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও

“কে তোমায় বলে বারঙ্গনা মা

কে দেয় থুথু ঐ গায়ে

হয়তে তোমার স্তন্য দিয়েছে

সীতা সম সতী মায়ে”

৮। কবিতাংশের সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

ক. নিমগাছ        খ. পল্লীজননী

গ. আম-আটি ভেপু ঘ. অভাগীর স্বর্গ

৯। সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো- 

i. নারীর অবমূল্যায়ন

i i. নারীর সম্মান

i i i. শ্বাশত্ব মাতৃত্ব

নিচের কোনটি সঠিক?

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১০। ‘অভাগীর স্বর্গ’ গল্পে দেখানো হয়েছে-

i. বর্ণপ্রথা

i i. মানুষের অমানবিকতা

i i i. সমাজের দারিদ্র ও কুলষতা

নিচের কোনটি সঠিক?

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১১। কার কথাটি কাঙালির বুকে তীরের মতো বিধল?

ক. দারোয়ানের   

খ. অধর রায়ের

গ. ভট্টাচার্য মহাশয়ের      

ঘ. রাখালের মায়ের

১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তরীণি পদক লাভ করেন?

ক. ১৯১৮         খ. ১৯১৯

গ. ১৯২০          ঘ. ১৯২১

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও

রামিম ঢাকা কলেজে পড়ে। মায়ের অসুস্থতার সংবাদ শুনেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর রাতে বাড়ির নিকটে নদীর তীরে পৌছায়। তীরে পারাপারের নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পাড় হয়ে বাড়িতে আসে।

১৩। উদ্দীপকের রামিম চরিত্রটি ‘অভাগীর স্বর্গ’ গল্পের কার প্রতিনিধিত্ব করে?

ক. জমিদার                 খ. রসিক বাঘ

গ. গোমস্তা                  ঘ. কাঙালি

১৪। উক্ত চরিত্রে ফুটে উঠেছে-

i. মায়ের প্রতি ভালোবসা

i i. মায়ের প্রতি কর্তব্যবোধ

i i i. মায়ের ঋণ পরিশোধ

নিচের কোনটি সঠিক?

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

১৫। ‘অভাগীর স্বর্গ’ লেখকের মূল বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে-

i. শবযাত্রার মধ্যে পার্থক্য দেখিয়ে

i i. ঠাকুর দাসের কান্নাকাটি দেখিয়ে

i i i. জমিদারের ব্যবহার দেখিয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণি ছাড়া আরও একজন বোধ করি অন্তরীক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন।

১৬। উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন বিষয়টির যোগসূত্র আছে?

ক. কাঙালির কাজ করতে না যাওয়া

খ. মায়ের কোলে গল্প শুনতে চাওয়া

গ. শ্মশানে সৎকারের চোখে ধোয়া লাগার কথা

ঘ. কাঙালির ভাতের হাড়ি দেখতে চাওয়া

১৭। উদ্দীপকের বিধাতা পুরুষ অন্তরীক্ষে থেকে লক্ষ্য কিন্তু ‘অভাগীর স্বর্গ’ গল্পে তিনি কী করেন?

i. অট্টহাসি হাসেন

i i. প্রতিবাদ করেন

i i i. আর্শীবাদ করেন

নিচের কোনটি সঠিক?

(ক) iii        (খ) iiiii

(গ) ii iii        (ঘ) i, iiiii

উত্তরমালা: ১. গ, ২. ঘ, ৩. গ, ৪.ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ, ১৭. ঘ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন