সুভা গল্পের মূলভাব-সুভা গল্পের বিষয়বস্তু

 



নাম             রবীন্দ্রনাথ ঠাকুর
জন্মতারিখ       : ৭ মে, ১৮৬১ খ্রি: (২৫ বৈশাখ, ১২৬৮)

পিতার নাম      : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 

মাতার নাম      : সারদা দেবী।

পিতামহের নাম  : প্রিন্স দ্বারকনাথ ঠাকুর।

শিক্ষাজীবন      : রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারে নি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয় নি। তবে গৃহ শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি হয় নি। 

পেশা / কর্মজীবন : ১৮৮৪ খ্রি. থেকে রবীন্দ্রনাথ তাঁর পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশুনা করেন। এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদাহ ও সিরাজগঞ্জের শাহজাদপুর দীর্ঘ সময় অবস্থান করেন।

ছদ্মনাম        :  ভানুসিংহ ঠাকুর।

জীবনাবসান    :   মৃত্যু তারিখ  : ৭ আগস্ট, ১৯৪১(২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)

সাহিত্যকর্ম

কাব্য :   সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সংগীত, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, ক্ষণিকা, নৈবদ্যে, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা (মৃত্যুর পর প্রকাশিত)  বিশেষ উল্লেখযোগ্য।

উপন্যাস           : গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।

কাব্যনাট্য           : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায়, অভিশাপ, বির্সজন, রাজা ও রাণী প্রভৃতি।

নাটক              : অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা প্রভৃতি।

গল্পগ্রন্থ             : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা, সে কৈশোরক প্রভৃতি।

প্রবন্ধগ্রন্থ           :বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, শব্দতত্ত¡, কালান্তর, সভ্যতার সংকট।

ভ্রমণ কাহিনী      : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, যুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র।

পত্র সাহিত্য       ছিন্নপত্র, রাশিয়ার চিঠি, ভানুসিংহের পদাবলী, চিঠিপত্র। 

সুভা গল্পের গুরুত্বপূর্ণ লাইন

  • পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।
  • বিশেষত, তাহার মা তাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন।
  • তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ো বিরক্ত ছিলেন।
  • গৃহস্থ মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে।
  • প্রকৃতি যেন তাহার অভাব পূরণ করিয়া দেয়।
  • মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপ্রেক্ষা শ্রেষ্ঠ।
  • চলো কলিকাতায় চলো।
  • কী রে সু, তোর নাকি বর পাওয়া
‘সুভা’ গল্পের বিষয়বস্তু:

‘সুভা’ গল্প বাংলা ছোটগল্প সাহিত্যে মানুষের মনোরাজ্যের এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে। মুক বালিকা সুভার বেদনা সংসারের কোথাও এতটুকু করুণা-সহানুভূতির জায়গা করে নিতে পারে নি। আমাদের প্রত্যাহিক জীবনে যে জন ভাষা থেকে বঞ্চিত প্রকৃতি তার ভাষার অভাব পূরণ করে দেয়। মুক বালিকা সুভা মানুষের সংসার থেকে সরে প্রকৃতির মধ্যে তাদেরেই একজন হয়ে দিন কাটায়। নানা স্বার্থপরতা আর ব্যস্ততার কারণে মানুষ তাকে (সুভা’কে) বুঝতে পারে না। সুভার বাবা-মাও সুভাকে বুঝে নি। সংসারের প্রয়োজনে আমরা চাই ভাষাবিশিষ্ট মানুষকে যার সঙ্গে আদান প্রদান সম্ভব। কেননা ভাষাবিহীন জীবকে বুঝতে গেলে যে হৃদয় দিয়ে বুঝতে হয় সেই হৃদয়স্পন্দের অধিকারী আমরা অনেকেই নই। সুভা মানবী হয়েও প্রকৃতির অর্ন্তগত। সুভার চোখের ভাষা “অসীম উদার এবং অতলস্পর্শ গভীর।” সাহিত্য সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়। সুভা গল্পেও এর ব্যতিক্রম হয় নি। গল্পের একটি সামাজিক দিক হয়তো উপেক্ষা করার মতো ছিল না। সুভার বয়স হয়েছে, অতএব তার বিয়ের ব্যবস্থা তার বাপ-মাকে করতেই হবে নইলে সমাজে জাতিচ্যুত হতে হয়। সুভা প্রকৃতির সন্তান তাই মানুষের নির্মমতার কবল থেকে উদ্ধার কামনা করেছে প্রকৃতির কাছেই। তাই যখন সে তার বিয়ের কথা জানতে পেরেছে সে প্রকৃতির কাছেই আশ্রয় প্রার্থনা করেছে-‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে শষ্পশয্যায় লুটাইয়া পড়িল- যেন ধরণীকে, এই প্রকাণ্ড মূক মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, ‘তুমি আমাকে যাইতে দিওনা মা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো।’ রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগত তৈরি করেছেন এবং সেইসঙ্গে আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। 


বিগত বছরে টেস্ট পরীক্ষায় আসা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরসমূহ।

১. সুভার গ্রামের নাম কি?

উঃ সুভার গ্রামের নাম চণ্ডীপুর।

২. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কি?

উঃ গোঁসাইদের ছোট ছেলের নাম প্রতাপ।

৩.সুভার বাবার নাম কি?

উঃ  সুভার বাবার নাম বাণীকণ্ঠ।

৪. সুভার পুরো নাম কি?

উঃ সুভার পুরো নাম- সুভাষিণী।

৫. বাণী কণ্ঠের ঘর কোথায়?

উঃ বাণী কণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই।

৬. প্রতাপের জন্য কে পান সাজিয়ে আনত।

উঃ প্রতাপের জন্য সুভা পান সাজিয়ে আনত।

৭. পিতা-মাতা নিরব হৃদয়ভার কে ছিল?

উঃ পিতা-মাতার নিরব হৃদয়ভার ছিল সুভা।

৮. কাজকর্মে অবসর পেলে সুভা কোথায় গিয়ে বসতো।

উঃ কাজকর্মে অবসর পেলে সুভা নদীর তীরে গিয়ে বসতো।

৯. প্রতাপের প্রধান শখ ছিল কি?

উঃ প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা।

১০. প্রতাপ সুভাকে কি বলে ডাকত?

উঃ প্রতাপ সুভাকে সু বলে ডাকত।

১১. শুল্কাদ্বাদশী বলতে বুঝায়-

উঃ শুল্কা পক্ষের চাঁদের দ্বাদশের দিন।

১২. সুভা তার আশ্রয়ের জগত তৈরি করে নিয়েছে-

উঃ  সুভা তার আশ্রয়ের জগত তৈরি করে নিয়েছে প্রকৃতির কাছে।

১৩. অনিমেষ শব্দের অর্থ কি?

উঃ অনিমেষ শব্দের অর্থ অপলক বা পলকহীন।

১৪. সুভার বাক প্রতিবন্ধকতাকে তার মা মনে করেন-

উঃ- সুভার বাক প্রকিবন্ধকতাকে তার মা নিয়তির দোষ বলে মনে করেন।

১৫. তন্বী শব্দের অর্থ কি?

উঃ- ক্ষীণ ও সুগঠিত অঙ্গাবিশিষ্ট।

২০১৮ সালে এসএসসি টেস্ট পরীক্ষায় আগত প্রশ্ন

১. সুভার পরিবার কোথায় যেতে চাইল?

ক. বিহার                  খ. পূর্ণিমায়

গ. কলকাতায়               ঘ. দিল্লি

২. ছিপ ফেলিয়া মাছ ধরা কার প্রধান শখ?

ক. সুভার                  খ. প্রতাপ

গ. বাণী কণ্ঠের            ঘ. সুভার মায়ের

৩. সুভা মুক্তির আনন্দ কার কাছে পায়?

ক. পাঙ্গুলি                   খ. বিড়াল

গ. নির্বাক প্রকৃতি           ঘ. তেতুলতলায়

৪. কাদের মধ্যে সমভাষা ছিল না?

ক. কাঙালি ও অভাগী       খ. কাঙালি ও অধর

গ. সুভা ও প্রতাপ         ঘ. সুভা ও সর্বশী

৫.রবীন্দ্রনাথ রচিত গ্রন্থ কোনটি?

ক. আরণ্যক       খ. বিচিত্র প্রবন্ধ

গ. পদ্মরাগ        ঘ.যুগবাণী

৬. কচি কিশলয়ের মতো কেপে উঠত কি?

ক. সুভার নেত্রপল্লব         খ. সুভার ওষ্ঠধর

গ. সুভার ভ্রু যুগল         ঘ. সুভার কেশদাম

৭. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?

ক. সুভাষী                 খ. সুভা

গ. সু                       ঘ. স

৮. সুভার ভাষা পূরণ করে দেয় কে ?

ক.সুহাসিনী               খ.প্রকৃতি

গ.সর্বশি                  ঘ.প্রতাপ

৯. সুভাদিনে কতবার নিয়মিত গোয়ালঘরে যেত ?

ক.২ বার                  খ.৩বার

গ.৪ বার                   ঘ.৫ বার

১০. সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে ?

ক.সর্বশি ওপাঙ্গুলি         খ.প্রতাপ

গ.রুদ্র মহাকাশ            ঘ.নির্বাক প্রকৃতি

১১। সুভা গল্পের পটভূমি-

ক. বাকপ্রতিবন্ধি কিশোরীর জীবন ব্যবস্থা 

খ. প্রতিবন্ধি শিশুর প্রতি ভালোবাসা

গ. প্রতিবন্ধির প্রতি কষ্ট

ঘ. প্রতিবন্ধির প্রকৃতিপ্রেম

১২। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১২৬০                 খ. ১২৬১

গ. ১২৬৫                  ঘ. ১২৬৮

১৩। মেয়ের বোবা হওয়ার পেছনে মা কার দোষ দেন?

ক. সুভার                   খ. বাণীকণ্ঠের

গ. নিয়তির                  ঘ. পর্বজন্মের

১৪। ‘সুভা গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে?

ক. প্রতাপের প্রতি অভিমান

খ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ

গ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা 

ঘ. আত্মাহুতি দেওয়ার আকঙক্ষা

১৫। সুভার বোন কয়টি ছিল?

ক. একটি                   খ. দুইটি

গ. তিনটি                   ঘ. চারটি

উত্তরমালা: 
১. গ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ। 


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন